Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে সেরা উপায় কোনটা?

ইন্সটিটিউশনে ভর্তি হয়ে যাবো? নাকি কোনো বড় ভাইয়ের থেকে শিখবো? নাকি অনলাইনে কোর্স করবো? কোনটা? কীভাবে শিখবো?

এই প্রশ্নের অনেকগুলো উত্তর হতে পারে! তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই!

ডিজিটাল মার্কেটিং ফ্রিতে শেখা সম্ভব। কিন্তু সেক্ষেত্রে অনেক সময় ব্যয় হবে। আপনার কাছে যদি সময় থাকে, আপনার কাছে যদি সময়ের মূল্য না থাকে, তাহলে আপনি সময় ব্যয় করে সম্পূর্ণ ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন।

আর যদি আপনার সামনে কোনো লক্ষ্য থাকে, কোনো মিশন থাকে, আপনি যদি সবকিছু ছেড়ে দিয়ে ‘ডিজিটাল মার্কেটার’ হিসেবে ক্যারিয়ার গড়তে চান; তাহলে অর্থ ব্যয় করুন। অন্তত ৫ হাজার টাকা হলেও অর্থ ব্যয় করুন।

এখন প্রশ্ন হচ্ছে, ইন্সটিটিউশনে বা বড় ভাই-বোনের বাসায় গিয়ে শিখলে (ফিউচার ল্যাব/ক্রিয়েটিভ আইটি ইত্যাদি) সুবিধা হচ্ছে, আপনি বাংলায় শিখতে পারছেন আর কোনো প্রশ্ন করলে সেটার উত্তর সরাসরি পাচ্ছেন!

আর, ঘরে বসে ভিডিও দেখলে সুবিধা হচ্ছে, আপনি ইংরেজিতে ভিডিও দেখার ফলে আপনার ইংরেজিটার প্র্যাকটিসও হবে। আর ইংরেজিতে ভালো না হলে আপনি মার্কেটপ্লেসে কাজও ঠিকমতো করতে পারবেন না। আর সরাসরি প্রশ্ন করার অপশন না থাকায় এটা নিয়ে ভাবার সময় পাবেন, চিন্তা করতে পারবেন। যা আপনার চিন্তাশক্তির পাশাপাশি নতুন স্ট্র্যাটেজি তৈরি করতে সাহায্য করবে!

আরো ৬-৭ বছর পুর্বে যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখছিলাম, তখন আমার আশেপাশে সবাই পড়ালেখা আর রেজাল্টের চিন্তায় বিভোর হয়ে ছিলো। একটা ল্যাপটপ, কিছু টাকা আর সারাদিন ইন্টারেন্টে পড়ে থেকে, বছর শেষে বেশ ভালো ধারণা পেতে শুরু করেছিলাম।

প্রফেশনালি কাজ করতে শুরু করি ৪ বছর হয়ে গেছে। আমি কারো সাহায্য পাই নি। রাতের পর রাত আমার রুমে বসে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করতাম, অনলাইন কোর্স। অনলাইন কুইজে অংশ নিতাম, নিজের কমফোর্ট জোনকে চ্যালেঞ্জ করতাম।

ইংরেজিতে কথা বলতে চাইতাম না, পারতাম না ততটা। সবসময়েই বাইরের চিন্তা মাথায় থাকতো। সবসময়েই মনে হতো যে, দরকার কি এগুলো শেখার?! এগুলো তো কাজে আসবে না! যেমন, ইংরেজিতে আমরা ট্রান্সফর্মেশন পরেছি, ভয়েস চেঞ্জ করা শিখেছি; কাজে লেগেছে এখন পর্যন্ত?!

বহু পন্ডিত গ্রামারে হাজারটা নিয়ম মুখস্থ করে নিজেকে ব্রহ্মদেব বলে মনে করতো। তারা কি করছে জানেন? তারা এখন ইংরেজি শিখছে।

এগুলো কাজে আসে না, সত্যিকার অর্থে। যতটা দরকার ততটা শিখুন, যতটা কাজে লাগে ততটা শিখুন।

মার্কেটিং শেখার জন্য সেরা পদ্ধতি যেটা আমি রেকমেন্ড করি, সেটা হচ্ছে; অনলাইনে ইংরেজি ভিডিও কোর্স দেখা। মাত্র ৫০০০ টাকায় ৪০-৫০ টা ভিডিও কোর্সের প্যাকেজ কিনে নিয়ে ইচ্ছেমতো দেখুন। যেখানে আটকাবেন সেটা নিয়ে ভাবুন। সেটা নিয়ে গবেষণা করুন!

টাকা থাকার পরেও অনেকে শিখতে পারেন না কারণ কি জানেন? কারণ তারা সঠিক প্রসিডিউর জানেন না!

আমি তাই সবসময়েই বলি,
সঠিক প্রসিডিউর আপনার সমস্যার ৪০ ভাগের সমাধান করে দেবেন! বাকিটুকু আপনার ইচ্ছে, অর্থ, ধৈর্য আর শেখার আগ্রহের উপর নির্ভর করছে!

অনেকে আছেন যারা আইটি বাড়ির কোর্স করছেন বা করেছেন। অনেকের জন্য সেটা কাজ করেছে অনেকের জন্য করে নি। ট্রাই করে দেখতে পারেন ওদের কোর্স। যদিও আমি তাদের কোর্স দেখেছি, ততটা রিচ নয়!

আপনি চাইলে আমার থেকেই ইউডেমির ৫০ টা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের প্যাকেজ নিয়ে নিতে পারেন। যদি নিতে চান, তাহলে নিচে কমেন্ট করতে পারেন! এই ৫০টা কোর্সের মধ্যে প্রায় সবকিছুই কাভার করা আছে ডিজিটাল মার্কেটিংয়ের!

তো ডিজিটাল মার্কেটিংয়ের জন্য নিচ্ছেন প্যাকেজটা? কমেন্টে জানান!

Important Tags: Digital Marketing|Digital Marketing Course|Digital Marketer in BD|Web Development Courses|Best Digital Marketer in Bangladesh|Digital Marketing Agency|SEO|CPA Marketing|Affiliate Marketing|Email Marketing|Outsourcing Training|Domain Hosting|Sylhet|Online Earning


This post first appeared on Muntasir Mahdi's Online Journal, please read the originial post: here

Share the post

ডিজিটাল মার্কেটিং শেখার সবচেয়ে সেরা উপায় কোনটা?

×

Subscribe to Muntasir Mahdi's Online Journal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×