Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali

মহর্ষি বাল্মীকির বাণী
Maharishi Valmiki Quotes in Bengali


নাম মহর্ষি বাল্মীকি / Maharishi Valmiki
আসল নাম রত্নাকর
জন্ম দিবস আশ্বিন মাসের শারদ পূর্নিমা তিথি
পেশা ডাকাত, মহাকবি
রচনা রামায়ণ

প্রাচীন ভারতের সকল মহান ঋষিদের মধ্যে সবথেকে সর্বশ্রেষ্ঠ ছিলেন মহর্ষি বাল্মীকি | তিনিই হলেন হিন্দুধর্মের পবিত্র মহাকাব্য রামায়ণের রচয়িতা | অযোধ্যার রাজা শ্রীরামের জীবনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে তৈরী এই মহাকাব্য, আজ হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে এক অতি পবিত্র গ্রন্থ হিসাবে স্বীকৃতি পেয়েছে |

তুমি তো এটা জানোই যে, বহুকাল থেকেই ভারতবর্ষ দেবভূমি হিসাবে পরিচিত | এই নামের পিছনে অবশ্য একটা কারণ আছে | অনেক বলেন যে, প্রত্যেক যুগে ভারতের মাটিতে সময় সময়ে অনেক মহান ঋষি,দেবতুল্য মহাপুরুষ এবং জ্ঞানীগুনী মানুষরা জন্মেছিলেন | যারা তাদের কর্মের মাধ্যমে সারাবিশ্বের মানুষকে অনেক কিছু শিখিয়ে ছিলেন | তাঁদের মধ্যে মহর্ষি বাল্মিকিও ছিলেন একজন অন্যতম মানুষ |

তাই বন্ধু, চলো আজ আমরা জেনে নিই মহর্ষি বাল্মীকির কিছু মহান বাণী সম্পর্কে, যা আমাদের জীবনে সঠিক পথ দেখাতে পারে |

40 Valmiki Quotes in Bangla

Motivational Quotes #1

“একজন রাজাকে সর্বদা উচ্চ বিচার-বুদ্ধি সম্পন্ন চরিত্রের সাথে আদর্শবাদীও হওয়া উচিত, তবেই সে আসল প্রজাপালক” –Maharishi Valmiki

Motivational Quotes #2

“জননী আর জন্মভূমি হলেন, স্বর্গের থেকেও মহান জিনিস” –Maharishi Valmiki

Motivational Quotes #3

“আপনার মধ্যে সাহসীকতা,কাপুরুষতা কিংবা দুশ্চরিত্র মনোভাব যদি থেকে থাকে, তাহলে সেটা আপনার চরিত্রের মাধ্যমেই স্পষ্ট বোঝা যাবে” –Maharishi Valmiki

Motivational Quotes #4

“সহযোগীতা এবং সমন্বয়ের সর্বদা জয় হয়” –Maharishi Valmiki

Motivational Quotes #5

“তোমায় গর্ব, অহংকার এবং কুটিলতার পরিত্যাগ করা উচিত | আর তোমায় কখনই অন্যের সমালোচনা নিয়ে চিন্তা করাও উচিত নয়” –Maharishi Valmiki

Motivational Quotes #6

“যেইভাবে পিপড়ে, প্রত্যেকদিন একটু একটু করে মাটি খুঁড়ে নিজের বাসা বানায়, ঠিক সেইভাবেই কালচক্রও সব প্রাণীদের জীবনকে প্রতিনিয়তই শেষে করতে থাকে” –Maharishi Valmiki

Motivational Quotes #7

উচ্চাকাঙ্খা দ্বারা পরিপূর্ণ মন সর্বদা খালি থাকে, এইজন্য সেটা কখনই কোথাও শান্ত হতে পারেনা | যেমনভাবে নিজের গোষ্ঠীর থেকে বিছিন্ন হয়ে একটা হরিণ অশান্ত হয়ে পরে” –Maharishi Valmiki

 Motivational Quotes #8

“যদি আপনার সংকল্প দৃঢ় হয়ে থাকে, তাহলে আপনি যেকোনো কাজকে সহজ বানাতে পারবেন” –Maharishi Valmiki

Motivational Quotes #9

“সর্বদা সুখই পাবেন, এটা কখনই সম্ভব নয়” –Maharishi Valmiki

Motivational Quotes #10

“মন ইচ্ছিত জিনিসকে প্রাপ্ত করার পরও তাতেও সন্তুষ্ট হতে পারেনা, যেমন একটা ছিদ্রযুক্ত পাত্রে যতই জল ঢালা হোক না কেন সেটা কখনই ভরে ওঠেনা” –Maharishi Valmiki

Motivational Quotes #11

“শান্তি পাওয়ার জন্য পরিশ্রম করো” –Maharishi Valmiki

Motivational Quotes #12

“যেসব মানুষ ভুল পথে চালিত হয়, তারা কখনই সত্যিকারের জ্ঞান প্রাপ্ত করতে পারবেনা” –Maharishi Valmiki

আরো পড়ুন: বাল্মীকির মহান জীবন পরিচয়

Motivational Quotes #13

“ক্রোধই সমস্ত ব্যক্তির ভালো গুনকে বিনাশ করে, এইজন্যই ক্রোধকে ত্যাগ করো” –Maharishi Valmiki

Motivational Quotes #14

“কারোর প্রতি খারাপ ভাবনা রাখার ফলে, নিজের মন আপনা থেকেই দূষিত হয়ে যায়” –Maharishi Valmiki

Motivational Quotes #15

“যেমন রাজার আচরণ হবে, ঠিক তেমনই প্রজারও আচরণ হবে” –Maharishi Valmiki

Motivational Quotes #16

“যেমন সাপ, বিড়াল আর ধনুক সর্বদা ঝুঁকেই আক্রমণ করে, ঠিক তেমনই অসাধু ব্যক্তির নম্রতাও ভীষণ দুঃখ ডেকে আনতে পারে” –Maharishi Valmiki

Motivational Quotes #17

“সৎ মানুষ সর্বদা অন্য মানুষদের দুঃখ থেকে বাঁচানোর জন্য কষ্ট সহ্য করে, কিন্তু দুষ্টু প্রকৃতির মানুষ সর্বদা অন্যদের দুঃখে ফেলার জন্যই বেঁচে থাকে” –Maharishi Valmiki

Motivational Quotes #18

“কোনো প্রতিশ্রুতিকে ভঙ্গ করার মাধ্যমে, করে ফেলা বাকি ভালো কাজগুলোর মাহাত্ম্যও নষ্ট হয়ে যায়” –Maharishi Valmiki

Motivational Quotes #19

“মানুষের ভীতর যদি ইচ্ছাশক্তি থাকে, তাহলে সে বড় থেকে বড় কাজকেও সহজ বানিয়ে ফেলতে পারে | ইচ্ছাশক্তির দ্বারা একজন ফকিরও রাজা হতে পারে” –Maharishi Valmiki

Motivational Quotes #20

“যদি আপনার চরিত্র ভালো না হয়, তাহলে আপনি কখনোই মহান হতে পারবেন না” –Maharishi Valmiki

Motivational Quotes #21

“সঙ্কট এবং দুঃখের মুহূর্ত, সর্বদা না বলে আর না আভাস দিয়েই আসে” –Maharishi Valmiki

Motivational Quotes #22

“মা-বাবার সেবা করা সর্বদাই কল্যাণকারী হয়” –Maharishi Valmiki

Motivational Quotes #23

“সংসারে এমন অনেক কম লোকই আছেন, যারা যতই কঠোর প্রকৃতির হন না কেন কিন্তু কল্যাণের কথাই বলেন” –Maharishi Valmiki

আরো পড়ুন: রানী রাসমণির জীবনী

Motivational Quotes #24

“যদি উৎসাহের সঙ্গ না ছাড়া যায়, তাহলে এই দুনিয়ায় কোনো কিছুই দুর্লভ নয়” –Maharishi Valmiki

Motivational Quotes #25

“কোনো ব্যক্তির উপর মোহ থাকা, আপনাকে দুঃখ দিতে পারে” –Maharishi Valmiki

Motivational Quotes #26

“সংঘর্ষের দ্বারা আপনি মহান হতে পারেন | আগে এগিয়ে যেতে হলে সংঘর্ষ অবশ্যই দরকার” –Maharishi Valmiki

Motivational Quotes #27

“নিজের বাবার কথা মেনে চলা এবং তাঁর সেবা করা, এর থেকে বড় ধর্ম আর দ্বিতীয় কোনো হতে পরেনা” –Maharishi Valmiki

Motivational Quotes #28

“অহংকার এমনই এক জিনিস, যা সোনার মত অতি মূল্যবান বস্তুকেও মাটিতে পরিণত করতে পারে” –Maharishi Valmiki

Motivational Quotes #29

“অন্যের সম্পত্তির অপহরণ, অন্যের স্ত্রীয়ের সাথে সংসার আর অতি দুশ্চিন্তা – এই তিনটে দোষ বিনাশকারী হয়” –Maharishi Valmiki

Motivational Quotes #30

বিবাহ যোগ্য নারী প্রত্যেক দেশেই পাওয়া যেতে পারে, বন্ধু ও আত্মীয়-স্বজনও প্রতেক দেশে বানানো যেতে পারে | কিন্তু আমি এমন কোনো দেশ কখনই দেখিনি যেখানে সহোদরকে পাওয়া যেতে পারে” –Maharishi Valmiki

Motivational Quotes #31

“কাউকে অতি পরিমান ভালোবেসো না আর ভালোবাসলেও সেটার কোনদিন অভাব হতে দিও না | কারণ এই দুটোই হলো মহান দোষ | সর্বদা মধ্যম স্থিতি বজায় রাখার দিকেই মন দেও” –Maharishi Valmiki

Motivational Quotes #32

“ভাগ্যের কল্পনা মূর্খ লোকেরাই করে, আর ভাগ্যের উপর নির্ভর হয়ে নিজের সর্বনাশ তারা করেও ফেলে” –Maharishi Valmiki

Motivational Quotes #33

“বন্ধু বানানো সরল কিন্তু বন্ধুত্বকে টিকিয়ে রাখা কঠিন | সামান্য মতের পার্থক্য কিংবা সম্পর্কের মধ্যে অস্থিরতা জন্মালেই, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়” –Maharishi Valmiki

Motivational Quotes #34

“সমস্ত পুণ্য আর সদগুনের মূলই হলো সততা” –Maharishi Valmiki

Motivational Quotes #35

“সেবার দ্বারা শত্রুও, একদিন মিত্র হয়ে যায়” –Maharishi Valmiki

Motivational Quotes #36

“নারী ও পুরুষের ক্ষেত্রে, ক্ষমাই সবচেয়ে বড় অলংকার” –Maharishi Valmiki

Motivational Quotes #37

“বাস্তবে, একজন নারীর ক্ষেত্রে তার স্বামীই হলো সম্পূর্ণ অলঙ্কার | তার থেকে আলাদা হয়ে সে যতই সুন্দর হোক না কেন, কখনই তাকে সজ্জিত দেখাবেনা” –Maharishi Valmiki

Motivational Quotes #38

“পরমাত্মা তোমাকে যা কিছু দিয়েছেন, সেইজন্য তোমার তাঁর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত | এই বিষয়ে তোমার অকৃতজ্ঞ হওয়া উচিত নয়” –Maharishi Valmiki

আরো পড়ুন: গুরু নানকের মূল্যবান উপদেশ

Motivational Quotes #39

“মায়ার দুটো ভাগ আছে, প্রথমটা হচ্ছে অবিদ্যা আর দ্বিতীয়টা বিদ্যা” –Maharishi Valmiki

Motivational Quotes #40

“দুঃখী লোক কোন পাপটা করেনা?” –Maharishi Valmiki


আশা করি তুমি “Maharishi Valmiki Quotes in Bengali”  পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে  ভীষনভাবে সাহায্য করে |

The post মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali appeared first on Ajob Rahasya.

Share the post

মহর্ষি বাল্মীকির বাণী | Maharishi Valmiki Quotes in Bengali

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×