Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ফুটবল বিশ্বকাপের সেরা রেকর্ড-FIFA World Cup Football Record

Tags: agravebrvbar
"""ফুটবল বিশ্বকাপের সেরা রেকর্ড-FIFA World Cup Football Records""" 


আর কয়েক দিন পরই রাশিয়ায় বসছে ফিফা ফুটবল বিশ্বকাপ-২০১৮ এটি ফুটবলের সর্বোচ্চ টুর্নামেন্টের ২১তম আসর বৈশ্বিক মঞ্চ মানেই পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়া তাই নতুনের আগে পুরনো রেকর্ডগুলো একবার দেখে নেয়া যাক
সর্বোচ্চ বিশ্বকাপজয়ী দল যারা: স্বপ্নের স্বর্ণের ট্রফিটা পাঁচবার ঘরে তুলেছে ব্রাজিল। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ২০০২ সালে চ্যাম্পিয়নহয় তারাআর স্বর্ণের ট্রফিটি চারবার ঘরে তুলে ইতালি। ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ২০০৬ সালে চ্যাম্পিয়ন হয় দলটি

এছাড়া জার্মানিও চারবার ট্রফিটি বগলদাবা করেছে। ১৯৫৪, ১৯৭৮, ১৯৯০ ২০১৪ সালে তারা চ্যাম্পিয়ন হয়

বিশ্বকাপজয়ী দেশ এখন পর্যন্ত উরুগুয়ে বার, ইতালি বার, ব্রাজিল বার, জার্মানি বার, ইংল্যান্ড বার, আর্জেন্টিনা বার, ফ্রান্স বার স্পেন বার বিশ্বকাপজিতেছে

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার ফুটবল ইতিহাসে ৫টি বিশ্বকাপ খেলার কীর্তি আছে মাত্র দুজনের। মেক্সিকোর আন্তোনিও কারবাহালের জার্মানির লোথার ম্যাথিউসের। এবার মাঠে নামলে এই বিরল তালিকায় নাম লেখাবেন ৩৯ বছর বয়সী মেক্সিকান মিডফিল্ডার রাফায়েল মার্কেজ

দ্রুততম গোল দ্রুততম গোল তুরস্কেরহাকান সুকুরের। ২০০২ বিশ্বকাপে কীর্তি গড়েন তিনি। খেলার মাত্র ১০. সেকেন্ডের মাথায় গোল করে ইতিহাস রচনা করেন। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে রেকর্ডের দেখা পান সুকুর। ওই ম্যাচে তুরস্ক জেতে - গোলে৷ রাজনৈতিককারণে তুরস্ক সরকারের রোষানলে পড়ে যুক্তরাষ্ট্রে নির্বাসিতজীবনযাপন করছেন রেকর্ডধারী

বিশ্বকাপে সর্বাধিক গোল একটি বিশ্বকাপে সর্বোচ্চগোল করেছেন ফ্রান্সেরজাঁ ফন্টেইন। ১৯৫৮ সালের বিশ্বকাপে, সর্বমোট ১৩ বার নিশানাভেদকরেন তিনিএকাধিক বিশ্বকাপ মিলিয়ে সর্বোচ্চগোল জার্মানির মিরোস্লাভক্লোসার। ২৪টি বিশ্বকাপম্যাচ খেলেছেন সেন্টার ফরোয়ার্ড। ১৬টি গোল করে তিনিই তালিকার শীর্ষে। ব্রাজিলিয়ান ফুটবলের অন্যতম কিংবদন্তি রোনাল্ডোবিশ্বকাপ ম্যাচ খেলেছেন ১৯টি। ১৫টি গোল রয়েছে তার অর্জনের খাতায়

বিশ্বকাপে সবচেয়ে তরুণ খেলোয়াড় বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় উত্তর আয়ারল্যান্ডের নর্মান হোয়াইটসাইড। ১৯৮২ সালের বিশ্বকাপে খেলেন তিনি। তার বয়স ছিল তখন ১৭ বছর মাস ১০ দিন৷

বিশ্বকাপে প্রবীণতম খেলোয়াড় বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে প্রবীণ খেলোয়াড় মার্কিন যুক্তরাষ্ট্রের রজার মিলা। ১৯৯৪ সালের বিশ্বকাপেখেলেন তিনি। তখন তার বয়স ছিল ৪২ বছর মাস দিন

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা দল স্বভাবতই ব্রাজিল (২০ বার)! সেলেকাওরাই একমাত্র দল যারা ১৯৩০ থেকে অদ্যাবধি কোনো বিশ্বকাপেইঅনুপস্থিত থাকেনি। ১৯৪২ ১৯৪৬ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়নি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে
সর্বোচ্চ ফাইনাল খেলা দল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চফাইনাল খেলা দল যৌথভাবে ব্রাজিল জার্মানি। দুদলই শিরোপা নির্ধারণী ম্যাচে বার করে লড়েছে

সবচেয়ে বেশি টানা শিরোপা টানা দুবার শিরোপা জয়ের কীর্তি আছে ইতালি ব্রাজিলের।১৯৩৪ ১৯৩৮ সালে ফুটবলের বৈশ্বিক আসরের শিরোপা ঘরে তোলে আজ্জুরিরা। আর ১৯৫৮ ১৯৬২ বিশ্বকাপেরসোনালি ট্রফি ছিনিয়ে নেয় সাম্বার দেশ

এক


This post first appeared on University Admission Information, SSC, HSC, IBA, BBA, MBA, EMBA, BCS Exam Resources, please read the originial post: here

Share the post

ফুটবল বিশ্বকাপের সেরা রেকর্ড-FIFA World Cup Football Record

×

Subscribe to University Admission Information, Ssc, Hsc, Iba, Bba, Mba, Emba, Bcs Exam Resources

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×