Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

উত্তরবঙ্গ পেলো বন্দেভারত এক্সপ্রেস ৩০ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী যার যাত্রা শুরু করবেন ~ YouFestive

আগামী ২০২৪ এর লোকসভা ভোট কে কেন্দ্র করে রেলওয়ে তার পরিষেবা ঢেলে সাজানোর চেষ্টা করছে। ইতিমধ্যে ২০১৯ সাল থেকে বন্ধে ভারত এক্সপ্রেস রেলের ছয় টি যাত্রাপথে সফল ভাবে যাতায়াত করছে। পশ্চিমবঙ্গের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস আগামী ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে যার উদ্ভোধন অনুষ্ঠিত হবে। সারা উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ বাসী এই আনন্দে মাতোয়ারা হয়েছেন।



ইতিমধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের প্রাথমিক ট্রায়াল সম্পন্ন হয়েছে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত এখন পর্যন্ত দ্রুততম ট্রেনটি ছিল শতাব্দী এক্সপ্রেস, যার সর্বোচ্চ স্পিড হল ঘন্টায় ১৩০ কিলোমিটার। সময় লাগে ৮ ঘন্টা। এবার আরও একটি পালক যুক্ত হল বন্দে ভারত এক্সপ্রেস। যার সর্বোচ্চ স্পিড হবে ঘন্টায় ১৫০ থেকে ১৮০ কিলোমিটার, সময় লাগবে সাড়ে সাত ঘন্টা।


ভারতের চেন্নাই ইন্ট্রিগ্রাল কোচ ফ্যাক্টরি তে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেস প্রথম শুরু হয়েছে নতুন দিল্লী থেকে বারানসি পর্যন্ত ২০১৯ সালে।



বন্দে ভারত এক্সপ্রেস কখন ছাড়বে

পশ্চিমবঙ্গে এই হাইস্পিড ট্রেন টি সকাল ৬ টাই হাওড়া স্টেশন থেকে ছেড়ে দুপুর ১.৩০ নিউ জলপাইগুড়ি স্টেশন পৌছবে এবং দুপুর ২.৩০ মি নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাত ১০ টাই হাওড়া পৌঁছবে। মোট দূরত্ব ৫৬৪কিলোমিটার। 


পরিষেবা সমূহ :

  • অন বোর্ড wifi
  • ইলেকট্রিক আউটলেট
  • অটোমেটিক ডোরস
  • স্মোক অ্যালার্ম
  • সিসিটিভি ক্যামেরা
  • বায়ো ভাকুম টয়লেট
  • সেন্সর বেসড ওয়াটার ট্যাপ্স
  • প্রত্যেক সিট এর কাছে মোবাইল চার্জিং পয়েন্ট


উত্তর বঙ্গের চাহিদা পূরণ 

সমগ্র উত্তরবঙ্গ একটি পর্যটন ক্ষেত্র, চাহিদার তুলনায় এই এলাকায় বাস, ট্রেন বা বিমান পরিষেবা নগন্য, কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি বা আলিপুরদুয়ার এর ট্রেন এর টিকিট কাটতে চাইলে এক মাসের আগে কখনই কনফার্ম টিকিট পাওয়া যায় না। সুতরাং ওয়েটিং এর চক্করে অযথা বার বার বিভিন্ন টিকিট কেটে রাখতে হয়। বন্দে ভারত হয়তো কিছুটা রাস টানবে এবং আসা করা যায় যে অন্যান্য ট্রেন এর টিকিট পাওয়া যাবে।



বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটির বিভিন্ন রুট

১ম রুট - নিউ দিল্লী থেকে বারাণসী (UP)

২য় রুট - অম্বলা / উনা (হিমাচল prodesh)

৩য় রুট - কাটরা ( জম্মু কাশ্মীর ).

৪থ রুট - চেন্নাই থেকে মহিসুর

৫ম রুট - মুম্বাই থেকে গান্ধী নগর

৬ট রুট - বিলাসপুর থেকে নাগপুর


বন্দে ভারতের টিকিট এর দাম কত হতে চলেছে

বর্তমানে শতাব্দী এক্সপ্রেস ভোর ৫.৩০ মি নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে ১.৩৫ মি হাওড়া পৌঁছায়, যার বর্তমান ভাড়া এ সি চেয়ার কার ১৪৯৫ টাকা এবং এক্সেকিউটিভ চেয়ার কার ২৫০৫ টাকা। এক্ষেত্রে বন্দে ভারতের ভাড়া ১০০ টাকা বেশি হতে পারে।



This post first appeared on Offbeat Travel Blog Bengali Language., please read the originial post: here

Share the post

উত্তরবঙ্গ পেলো বন্দেভারত এক্সপ্রেস ৩০ ডিসেম্বর ২০২২ প্রধানমন্ত্রী যার যাত্রা শুরু করবেন ~ YouFestive

×

Subscribe to Offbeat Travel Blog Bengali Language.

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×