Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

Smartphone এর Battery Life বেশ কয়েকটি বিষয়ের ওপর নির্ভর করে কমতে থাকে। যেমন Background Application এর সংখ্যা, ব্যবহারের ধরন ইত্যাদি। তবে Phone এর Battery ঠিক না থাকলে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়।

Smartphone এর Battery ভালো রাখার ৫টি Tips

1. Screen

Screen Brightness বাড়ানো থাকলে কিংবা Screen Turn-Off Time কমানো থাকলে Battery দ্রুত কমা যায়। Brightness Level Automatic রেখে Screen Turn-Off Time যদি কমিয়ে রাখা যায় তবে Battery অনেক Save হবে। 

2. Background Apps

Backround অনেক Apps উচ্চ মাত্রায় Battery খরচ করে। এক্ষেত্রে Power Saving Mode ব্যবহারের মাধ্যমে CPU কার্যক্ষমতা হ্রাস করে Battery Life বাড়িয়ে তোলা সম্ভব।

3. Cellular Data এর বদলে Wifi ব্যবহার

ব্যবহারকারীদের পক্ষে সম্ভব হলে Cellular Data এর পরিবর্তে Wifi ব্যবহার করা উচিত। কারণ, Cellular Network Wifi এর তুলনায় অনেক শক্তি খরচ করে, যার ফলে Phone এর Battery আয়ু কমে যায়।

4. Dark Mode ব্যবহার করুন

Dark Mode ব্যবহার করা হলে Battery অপচয় কম হয়ে থাকে। তাই Dark Mode এ Phone ব্যবহার করতে পারেন।

5. Charger নির্বাচন

Smartphone এর সঙ্গে পাওয়া Charger বা ফোন প্রস্তুতকারী যে চার্জার সমর্থন করে, তা ব্যবহার করা। ভালো মানের উন্নত চার্জার ব্যবহার করা। তৃতীয় পক্ষের চার্জার বা নকল চার্জার ব্যবহার করা যাবে না। Phone সমর্থন না করলে দ্রুত Charge হয়, এমন Charger ব্যবহার না করা। 



This post first appeared on Apple Gadgets, please read the originial post: here

Share the post

স্মার্টফোনের ব্যাটারি ভালো রাখার সহজ উপায়

×

Subscribe to Apple Gadgets

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×