Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

কিছু অসাধারণ জানা-অজানা সত্য তথ্য!

কিছু অসাধারণ জানা-অজানা সত্য তথ্য!


  •  অক্টোপাসের দেহে তিনটি হৃদপিণ্ড আছে।
  • আপেল খেতে যতই স্বাদই লাগুক, আপেলের ৮৪ ভাগই পানি।
  • এই মাত্র যে ব্যাক্তি কলা খেলেন, তার প্রতি মশার আকর্ষণ বেশী।
  • এক কাপ কফিতে ১০০ এর বেশি রাসায়নিক পদার্থ আছে।
  • এক ঘণ্টা চুইংগাম চিবালে শরীরে প্রায় ৩০ক্যালরি তাপ ক্ষয় হয়।
  • গরুকে সিঁড়ি দিয়ে ওপরে উঠানো যায় কিন্তু কখনও নিচে নামানো যায় না।
  • চিংড়ি শুধু তার পিছনের দিকে সাঁতার দিতে পারে।
  • চোখ খোলা রেখে ব্যাঙ কোন কিছুই গিলতে পারে না।
  • জলহস্তি পানির নিচে প্রায় ৩০মিনিট দম বন্ধ করে থাকতে পারে।
  • যখন চাঁদ সরাসরি মাথার উপর থাকে, তখন আপনার ওজন সবচেয়ে কম।
  • ডলফিন সবসময় এক চোখ খোলা রেখে ঘুমায়।
  • আপনার মতোই শিম্পাঞ্জিও হ্যান্ডশেক করে ভাব বিনিময় করে!
  • এক পাউন্ড ওজনের বিশুদ্ধ তুলা থেকে ৩৩হাজার মাইল লম্বা সুতা তৈরি করা সম্ভব!
  • পিঁপড়ার নাকের ঘ্রাণশক্তি কুকুরের চেয়ে বেশী।
  • পেঙ্গুইনই একমাত্র পাখি যে সাঁতার কাটতে পারে কিন্তু উড়তে পারেনা।
  • পৃথিবীতে যে পরিমান সোনা আছে তা দিয়ে সম্পূর্ণ পৃথিবী সম্পুর্ন ঢেকে দিলে হাঁটু পরিমান উঁচু হবে।
  • পৃথিবীতে যত রকম লিপস্টিক আছে, তার বেশির ভাগই তৈরি হয় মাছের আঁশ দিয়ে।
  • প্রজাপতির চোখের সংখ্যা মাত্র ১২ হাজার!
  • ফড়িংয়ের কান টেনে দিতে চাইলে কিন্তু একটু সমস্যা হবে। কারণ ফড়িংয়ের কান হাঁটুতে!
  • মাছেরও কাশি হয়।
  • মৌমাছির চোখ সংখ্যা পাঁচটি।
  • মশার দাঁত সব মিলিয়ে ৪৭ টি।
  • শামুক পা দিয়ে নিঃশ্বাস নেয়। শামুকের নাক চারটি ।
  • কচ্ছপ তার শরীরের পেছন দিক দিয়েও নিঃশ্বাস নিতে পারে।
  • হাতিই একমাত্র স্তন্যপায়ী, যারা লাফ দিতে পারে না।
  • বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখের রঙ হালকা হয়ে যায়।
  • একজন মানুষের চোখ বছরে প্রায় গড়ে ৪২লাখ বার পলক ফেলে।
  • মানবদেহের দীর্ঘ জীবন্ত কোষ হলো মস্তিস্কের কোষ বা নিউরন।
  • মানুষের হাতের নখ, পায়ের নখের চেয়ে চারগুন দ্রুত বাড়ে।
  • মানবদেহের মোট হাড়ের চার ভাগের এক ভাগ পায়ে অবস্থিত!
  • যুক্তরাষ্ট্রে প্রতি মিনিটে ৬জন সতেরোতে পা দেয়।
  • আপনি চোখ খুলে কখনোই হাঁচি দিতে পারবেন না। বিশ্বাস না হলে এক্ষুণি চেষ্টা করে দেখতে পারেন।
  • আপনি কখনো আপনার নিজের কনুই কামড় দিতে পারবেন না। চেষ্টা করে দেখুন!
  • গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ তার খালি চোখে আকাশের মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
  • আমরা তো গাছ থেকে সহজেই খাবার পাই। কিন্তু আমরা জানি কি এক পাউন্ড খাবার তৈরি করতে গাছের প্রায় ১০০ পাউন্ড বৃষ্টির পানি খরচ করতে হয়।


This post first appeared on Trick Vault, please read the originial post: here

Share the post

কিছু অসাধারণ জানা-অজানা সত্য তথ্য!

×

Subscribe to Trick Vault

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×