Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

মেয়েদের ভায়াগ্রা সম্পর্কে বিস্তারিত: নাম, সাইড ইফেক্ট ও সতর্কতাসহ

মেয়েদের ভায়াগ্রা সম্পর্কে বিস্তারিত: নাম, সাইড ইফেক্ট ও সতর্কতাসহ

মেয়েদের ভায়াগ্রা নিয়ে বিশ্বজুড়ে বিস্তর আলোচনা চলছে। আসলেই কি মেয়েদের ভায়াগ্রা আছে? থাকলে সেটি কি সত্যিই মেয়েদের যৌণ আকাংখাকে জাগ্রত করতে পারে? মেয়েদের শরীরে এটি কিভাবে কাজ করে? এর কি কোন সাইড ইফেক্ট আছে? ইত্যাদি নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মাথায়। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম


আপনার মাথায়ও যদি এসব প্রশ্ন ঘুরপাক খেয়ে থাকে, তবে চিন্তার কিছু নেই; সব প্রশ্নেরই উত্তর পাবেন আজ। ভায়াগ্রা কি আর এটি কিভাবে কাজ করে তা হয়তো আপনি জানেন। আজ জানবেন মেয়েদের জন্যে তৈরি বিশেষ ভায়াগ্রা সম্পর্কে বিস্তারিত সবকিছু। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মেয়েদের ভায়াগ্রা কি?

মেয়েদের ভায়াগ্রা একটি নন-হরমোনাল ড্রাগ। এটি মেয়েদের হাইপোঅ্যাক্টিভি সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডারের ক্ষেত্রে ব্যবহৃত হয়।


মেয়েদের ভায়াগ্রার নাম কি? [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মেয়েদের ভায়াগ্রার নাম Flibanserin যা Addyi নামে বাজারে এসেছে। এটি এমন এক ধরণের ড্রাগ যা পুরূষের ভায়াগ্রার মতো কাজ করে বলে প্রচারিত হচ্ছে। এটি নিয়ে অনেক বিতর্ক থাকলেও অ্যামেরিকার ডিপার্টমেন্ট অব হেলথ্ এন্ড হিউম্যান সার্ভিসের অধীনে পরিচালিত ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এটিকে বৈধতা দিয়েছে।  [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মেয়েদের ভায়াগ্রার প্রকারভেদ

মেয়েদের, বিশেষত যারা হাইপোঅ্যাক্টিভ সেক্সুয়াল ডিজায়ার ডিজঅর্ডার (এইচএসডিডিতে) ভুগছেন, তাদের জন্যে ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) দুই ধরণের ভায়াগ্রার অনুমোদন দিয়েছেন। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

  • Flibanserin (Addyi): এটা একটা পিল, ট্যাবলেট যা যে কোন নারী প্রতিদিনই সেবন করতে পারবেন। আর এটিই বিশ্বজুড়ে নারীদের ভায়াগ্রা হিসেবে বেশি পরিচিতি পেয়েছে।
  • Bremelanotide (Vyleesi): এটা একটা শট যা নারীরা যৌণ মিলন করতে যাবার ৪৫ মিনিট আগে তাদের পেট বা উরুতে নিতে পারেন। এটি ২৪ ঘন্টার ভেতর একবারের বেশি নেয়া যায় না এবং মাসে ৮ বারের বেশি নেয়া কোনভাবেই উচিৎ নয়। এটি সাধারণত খুব কম নারীই নিয়ে থাকে। প্রায় সব নারীরই পছন্দ Addyi ট্যাবলেট। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মেয়েদের ভায়াগ্রার প্রথম অনুমোদন

মেয়েদের যৌণ উত্তেজক Addyi এর প্রথম অনুমোদন-

  • FDAঅনুমোদন: আগস্ট ১৮, ২০১৫
  • ব্র্যান্ড নেম: Addyi
  • জেনেরিক নেম: Flibanserin
  • ডোজেজ ফর্ম: ট্যাবলেট
  • কোম্পানী: Sprout Pharmaceuticals, Inc.
  • যে রোগের জন্যে: Hypoactive Sexual Desire Disorder

কোন ধরণের মেয়েদের জন্যে এই ভায়াগ্রা?

যেসব মেয়েরা প্রিমেনোপজালে বা যৌণ দূর্বলতায় ভোগেন, তাদের জন্যেই Addyi নামক এই ভায়াগ্রা। অন্যদিকে এমন কিছু মেয়ে আছে যাদের কোনও যৌণ আকাংখাই নেই, তাদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি কাজ করে। Flibanserin বা Addyi এর মূল কাজই হচ্ছে যৌণ উত্তেজনা বাড়িয়ে তোলা। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

অনেক বিবাহিত নারী রয়েছেন যারা প্রেগন্যান্সির ফলে কিংবা অন্য কোনও কারণে যৌণ আগ্রহ হারিয়ে ফেলেন। মেডিকেল সায়েন্সের ভাষায় এটাকে FSIAD বা ফিমেল সেক্সুয়াল ইন্টারেস্ট/অ্যারোসাল ডিজঅর্ডার বলা হয়ে থাকে। এ ধরণের নারীদের জন্যে বিশেষভাবে তৈরি হয়েছে এই Addyi ভায়াগ্রা। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

ভায়াগ্রা সত্যিই মেয়েদের যৌণ আকাংখাকে জাগ্রত করে?

মেয়েদের যৌণ উত্তেজক ভায়াগ্রা নিয়ে বিতর্ক রয়েছে। একদল যৌণ চিকিৎসক মনে করেন, হ্যাঁ, এটি মেয়েদের যৌণ ইচ্ছা বাড়াতে দারুণ কাজ করে। আরেক দল চিকিৎসক মনে করেন, অনেকখানি কাজ করে। কিছু স্ত্রীরোগ বিশেষজ্ঞ মনে করেন, এটি কাজ করে ঠিকই, তবে স্থায়ীভাবে নয়। যারফলে, এক সময় মহিলাদের যৌণ আকাংখা একেবারেই শেষ হয়ে যেতে পারে। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

এমন একটি ভ্রান্ত ধারণাটি রয়েছে যে Addyi, যার জেনেরিক নাম Flibanserin মূলত পুরুষদের ইরেক্টাইল ডিসঅফঙ্কশনের জন্য যেসব ওষুধ গ্রহণ করা হয় সেগুলির মতো। ইউনিভার্সিটি অব মিয়ামি হেলথ্ সিস্টেমের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ তারেক বারদাওয়িল বলেন, “এটি পুরুষের ভায়াগ্রার সাথে তুলনামূলক নয়, মেয়েদের ক্ষেত্রে এটি সম্পূর্ণ ভিন্ন উপায়ে কাজ করে।” [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

পুরুষের Viagra ও নারীর Addyi এর মধ্যে পার্থক্য?

Viagra বা এ জাতীয় অন্যান্য ড্রাগ প্রেসক্রাইভড্ করা হয় পুরুষাঙ্গে রক্তের প্রবাহ বৃদ্ধি করার জন্যে। এ অঙ্গে রক্ত-প্রবাহ বৃদ্ধি পেলেই এটি শক্ত হয়ে ওঠে এবং যৌণ মিলনের জন্যে তৈরি হয়। পুরুষের ক্ষেত্রে এ বিশেষ অঙ্গটি শক্তিশালী না হলে পুরুষ কোনভাবেই যৌণ মিলনে সক্ষম হতে পারে না। তাই, পুরুষের ভায়াগ্রার কাজ এটিকে উণ্থিত করা। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

পক্ষান্তরে, মেয়েদের ভায়াগ্রা বা Addyi বিশেষ কোন অঙ্গে নয়, বরং কাজ করে ব্রেনে। মেয়েদের ব্রেনে সেরোটোনিন নামের একটা নিউরোট্রান্সমিটার আছে যা তাদের যৌণ আকাংখাকে বাধা দেয়। আর Addyi এর কাজ হচ্ছে এই সেরোটোনিন কমিয়ে আনা যা যৌণ আকাংখাকে বাড়িয়ে দেয়। এটি ডোপামিন এবং নোরপাইনফ্রাইনকেও প্রভাবিত করে, যা নারীদের যৌন ইচ্ছা পুনরুদ্ধারে সহায়তা করতে পারে। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মেয়েদের ভায়াগ্রা কিভাবে কাজ করে?

Addyi নামক এই ভায়াগ্রা সেবন করার পর এটি মেয়েদের ব্রেনে ইফেক্ট করে। বিশেষ করে, ব্রেনের প্রফন্টাল কর্টেক্সে প্রভাব ফেলে। এটি মূলত মেয়েদের ব্রেনের মূল নিউরোট্রান্সমিটারকে টার্গেট করে থাকে। আর সেখানে এক ধরণের কেমিক্যাল রি-অ্যাকশন ঘটায় যা তাদের যৌণ উদ্দীপণায় ভূমিকা রাখে। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

Addyi মেয়েদের ব্রেনে যৌণ অনিচ্ছা জাগানিয়া সেরোটোনিনকে কমিয়ে দেয়। একই সাথে, যৌণ উদ্দীপনা জাগানোর মূল উপাদান ডোপামিন ও নোরপাইনফ্রাইনকে বাড়িয়ে দেয়। ফলে, মধ্য বয়ষেও নারীদের যৌণ ইচ্ছা জাগে আর এভাবেই Addyi নারীদের মাঝে কাজ করে।

মুসলিম দেশে নারীদের ভায়াগ্রা

ইউরোপিয়ান প্রায় সব দেশেই প্রকাশ্যে নারীদের ভায়াগ্রা Addyi বিক্রি হচ্ছে। কোথাও কোন রেসট্রিকশন নেই, যারা বিক্রি করছেন, তাদের জন্যেও বাধা নেই আর যারা কিনছেন তাদের জন্যেও বাধা নেই। যে কেউ চাইলেই যে কোনও মেডিসন শপ থেকে Addyi কিনতে পারে। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

এশিয়ার কিছু দেশেও Addyi বিক্রি বৈধ করা হয়েছে। কাজেই চীন, কোরিয়াসহ কিছু দেশের ঔষধের দোকানে Addyi পাওয়া যায় এবং যে কারো কিনতে কোন সমস্যা হয় না। না আইনগত কোন ঝামেলা আছে, আর না সামাজিক কোন বিধি-নিষেধ আছে। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

মুসলিম দেশগুলোতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে Addyi বিক্রি নিষেধ ছিল। তবে, গোপণে গোপণে অনেক মুসলিম দেশেই এটি বিক্রি হচ্ছিল। কেউ কাউকে কিছু বলছিল না। সরকারীভাবে এটি ক্রয়-বিক্রয় নিষেধ থাকলেও, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক সরকারী কর্ম-কর্তারাও গোপণে এটি কিনে থাকেন। [মেয়েদের ভায়াগ্রা ট্যাবলেট এর নাম]

কিন্তু সম্প্রতি মুসলিম দেশ মিশরে এটি প্রকাশ্যে বিক্রির অনুমোদন দিয়েছে সে দেশের সরকার যা সারা বিশ্বেই আলোচনার ঝড় তুলেছে। বিশেষ করে মুসলিম দেশগুলোতে এ নিয়ে তৈরি হয়েছে বিস্ময়। আপনিও নিশ্চয়ই জেনে বিস্মিত হবেন মিশরে ওষুধের দোকানে ‘মেয়েদের ভায়াগ্রা’ বিক্রি হচ্ছে একেবারে প্রকাশ্যে। অচিরেই হয়তো বাংলাদেশসহ বিশ্বের সকল দেশেই নারীদের এই ভায়াগ্রা বিক্রির অনুমোদন মিলবে।

মেয়েদের ভায়াগ্রার সাইড-ইফেক্ট

মেয়েদের ভায়াগ্রার সবচেয়ে কমন সাইড-ইফেক্টগুলো নিম্নরূপ-

  • মাথা ঘোরা
  • বমি বমি ভাব হওয়া
  • ঘুম না ধরা
  • মুখ শুকিয়ে যাওয়া
  • শারিরীক দূর্বলতা অনুভব করা
  • ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া যা হাইপোটেনশন নামে পরিচিত
  • মনোযোগ কমে যাওয়া
  • মেমোরি লস হওয়া বা স্বরণশক্তি কমে যাওয়া

তাই, ক্ষণিকের যৌণ উত্তেজনার জন্যে এই ঔষধটি সেবন করার ক্ষেত্রে যথেষ্ট্য সতর্কতা অবলম্বন করা উচিৎ। সবচেয়ে ভাল হয় যদি নিজেই তৈরি করে নিতে পারেন প্রাকৃতিক ভায়াগ্রা, তাহলে আর কোন রকম সতর্কতার প্রয়োজন থাকে না।[মেয়েদের ভায়াগ্রা]

মেয়েদের ভায়াগ্রা: এফডিএ এর সতর্কতা

যেসব নারীরা লিভারের রোগে আক্রান্ত এবং যারা অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ করে থাকে, তাদের ক্ষেত্রে Addyi অনেক বড় ধরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। যেমন, হঠাৎ অজ্ঞান হয়ে পড়া কিংবা মারাত্মক হাইপার টেনশনে পড়ে যাওয়া, ইত্যাদি।[মেয়েদের ভায়াগ্রা]

যেসব নারী রোগী কোনও স্ট্রং সিওয়াইপি ইনহিবিটারগুলি সেবন করেন, তাদের কোনভাবেই যৌণ উত্তেজনার জন্যে Addyi গ্রহণ করা উচিৎ নয়। সিওয়াইপি ইনহিবিটারগুলির মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি-ফাঙ্গাল।[মেয়েদের ভায়াগ্রা]

যেসব নারী এইচআইবিতে আক্রান্ত এবং এইচআইবির ঔষধ সেবন করে থাকেন, তাদের অবশ্যই Addyi গহণ থেকে বিরত থাকা উচিৎ।[মেয়েদের ভায়াগ্রা]

যেসব নারী অ্যালকোহল আসক্ত, তারা যদি যৌণ মিলনের জন্যে Addyi গ্রহণ করতে চায়, তবে অবশ্যই Addyi গ্রহণের কমপক্ষে ২ ঘন্টা আগে থেকে অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে। এমনকি, Addyi সেবন করে যৌণ মিলনের পর পরের দিন সকাল পর্যন্ত অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে।[মেয়েদের ভায়াগ্রা]

আশা করি, মেয়েদের ভায়াগ্রা নিয়ে আপনার কৌতুহল নিবারণ হয়েছে। এরপরও যদি আরো কিছু জানার থাকে, তবে আমাদের প্রশ্ন করুন, আশা করি উত্তর পাবেন।[মেয়েদের ভায়াগ্রা]



This post first appeared on Trick Vault, please read the originial post: here

Share the post

মেয়েদের ভায়াগ্রা সম্পর্কে বিস্তারিত: নাম, সাইড ইফেক্ট ও সতর্কতাসহ

×

Subscribe to Trick Vault

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×