Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ঘরে বসে upay / উপায় একাউন্ট খোলার নিয়ম।

ঘরে বসে upay / উপায় একাউন্ট খোলার নিয়ম।

UCB ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা হল Upay উপায়। উপায় মোবাইল ব্যাংকিং এ আপনি পাচ্ছেন নানাবিধ সুবিধা। তাই আজকে উপায় একাউন্ট খোলার নিয়ম কানুন, উপায় মোবাইল ব্যাংকিং কোড, উপায় apps ইত্যাদি বিষয় জানবেন।

উপায় লোগো

Upay বা উপায় কি?

ইতিমধ্যেই জেনেছেন, উপায় হচ্ছে UCB ব্যাংকের একটি মোবাইল ব্যাংকিং সেবা। সহজ ভাষায় বলতে গেলে বিকাশ, নগদ ও রকেটের মতো একটি সেবা।

বিকাশ, নগদ ও রকেটের মতো উপায় একাউন্টেও নানা সুবিধা আছে। ভবিষ্যতে আরো নতুন নতুন অনেক সেবা চালু হবে আশা করা যায়।

  • আরও পড়ুনঃ ঘরে বসে bKash / বিকাশ একাউন্ট খোলার নিয়ম।

উপায় মোবাইল ব্যাংকিং কোড

UCB Upay ussd code হচ্ছে *268# । এই কোডটি ডায়াল করে উপায় একাউন্টের সুবিধা নেওয়া যাবে। একইসাথে উপায় অ্যাপসও ব্যবহার করতে পারেন।

উপায় অ্যাপ ডাউনলোড

প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে উপায় অ্যাপ ডাউনলোড করতে পারেন।


 

উপায় মোবাইল ব্যাংকিং সেলফ রেজিস্ট্রেশন করতে যা যা প্রয়োজন-

  • একটি সচল সিমকার্ড
  • স্মার্ট ফোন
  • বাংলাদেশ ন্যাশনাল আইডি কার্ড (NID)
  • নিজের ছবি (সেলফি)

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খুলতে প্রথমেই গুগল প্লে-স্টোর থেকে উপায় অ্যাপ ইন্সটল করুন। এরপর নীচের স্টেপগুলো ধারাবাহিকভাবে ফলো করুন-

  1. উপায় অ্যাপ ওপেন করুন আর নতুন একাউন্ট খোলার জন্য অবশ্যই রেজিস্ট্রেশনে ক্লিক করুন।
  2. Allow Permission এ ক্লিক করে এপসটিকে পারমিশন দিয়ে দিন।
  3. এরপর আপনার মোবাইল নাম্বার দিন এবং আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন। 
  4. তারপর ভেরিফাই মোবাইল নাম্বার অপশনে ক্লিক করুন, এই অপশনে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড (OTP code) আসবে। একটু অপেক্ষা করলে নিজে নিজেই ওটিপি ভেরিফাই হবে। এরপর Allow তে ক্লিক করুন।
  5. এরপর আপনার NID CARD (জাতীয় পরিচয়পত্র) এর সামনের অংশের এবং পেছনের অংশের ছবি তুলতে হবে। খেয়াল রাখবেন ছবিগুলো যাতে ক্লিয়ার হয় এবং লেখাগুলি যাতে সুন্দরভাবে বুঝা যায়।
  6. তারপর NID ভেরিফাই করা হবে, আপনি চাইলে তথ্য গুলি এডিট করতে পারবেন।
  7. এনআইডি ভেরিফাই এর পর ফ্রন্ট ক্যামেরা ওপেন হলে সুন্দরভাবে একটা সেলফি তুলে দিন।
  8. ভেরিফাই সম্পন্ন হলে আপনার পেশা কি তা সিলেক্ট করে দিন।
  9. এরপর জেন্ডার সিলেক্ট করুন।
  10. আপনার ইমেইল এড্রেস থাকলে দিন, আর না দিলেও কোন সমস্যা হবে না।
  11. অতঃপর নেক্সট বাটনে ক্লিক করুন, আপনার এনআইডি কার্ডের তথ্য গুলিতে কোন ভুল থাকলে তা দেখতে পাবেন, কোথাও ভুল থাকলে এডিট করে ঠিক করে দিন। 
  12. তারপর একটি পিন কোড সেট করুন। পিনের ক্ষেত্রে একই নাম্বার ৪ বার ব্যাবহার করবেন না। 1111, 2222, 1234, 4321 এমন পিন সেট করবেন না। সব সময় এলোমেলো সংখ্যার পিন কোড ব্যাবহার করার চেষ্টা করুন। 
  13. সবশেষে উপায় থেকে আপনাকে ওয়েলকাম জানানো হবে। উপায় থেকে একটি এসএমএস পাবেন, আপনি একটি উপায় অ্যাকাউন্ট নাম্বার পাবেন।

এই কয়েকটি ধাপ ফলো করার মাধ্যমে উপায় মোবাইল ব্যাংকিং সেলফ রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে এবং এরপর থেকেই উপভোগ করতে পারবেন উপায় মোবাইল ব্যাংকিং এর দারুন দারুন সব সুবিধা। 

  • আরও পড়ুনঃ ঘরে বসে Rocket / রকেট একাউন্ট খোলার নিয়ম।

উপায়(upay) এর সার্ভিস সমূহ:

উপায় মোবাইল ব্যাংকিং একাউন্ট করে আপনি যে ধরনের সার্ভিস বা সেবা উপভোগ করতে পারবেন-

  • ক্যাশ ইন
  • ক্যাশ আউট
  • সেন্ড মানি
  • মেক পেমেন্ট
  • এড মানি
  • বিল পেমেন্ট
  • ট্রাফিক ফাইন
  • মোবাইল রিচার্জ
  • রিকুয়েষ্ট মানি
  • ইন্ডিয়ান ভিসা
  • ফান্ড ট্রান্সফার

উপায় অ্যাপ রেফার অফার

অন্যান্য মোবাইল ব্যাংকিং এর মত উপায় সাম্প্রতিক সময়ে তাদের রেফার অফার চালু করেছে । উপায় অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনি যদি আপনার বন্ধু-বান্ধব অথবা নিকটস্থ আত্মীয়দের রেফার করেন, এবং তারা যদি সেই রেফার লিংক ব্যবহার করে উপায় অ্যাপটা ডাউনলোড করে সাইন ইন করে তাহলে সেই ক্ষেত্রে আপনিও পেয়ে যাবেন ৫০ টাকা বোনাস। 

তবে প্রথমবার লেনদেনের ক্ষেত্রে সাধারণত উপায় অ্যাপ কোন ধরনের বোনাস অফার দিচ্ছে না। 

উপায় অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেফার করার ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে যেগুলো আপনাকে অনুসরণ করতে হবে।

  •  আপনার ফোনে একের অধিক উপায় অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যাবে না।
  • এবং আপনি যাকে রেফার করছেন তারা যদি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থেকে থাকে অর্থাৎ তার ডিভাইস যদি ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে রেফার কাজ করবেনা।

উপায় নিয়ে কিছু প্রশ্ন ও তার উত্তরঃ

প্রশ্নঃ উপায় মোবাইল ব্যাংকিং ক্যাশ আউট চার্জ কত?

উত্তরঃ দেশের ৫০০ এরও বেশি UCB এটিএম বুথ এর মাধ্যমে উপায় অ্যাপ থেকে ক্যাশ আউট চার্জ মাত্র ৮ টাকা কোন শর্ত ছাড়াই।

উপায় অ্যাপ বা USSD কোড ডায়েল করে ক্যাশ আউট করলে সেক্ষেত্রে প্রতি হাজারে ক্যাশ আউট খরচ মাত্র ১৪ টাকা।

প্রশ্নঃ উপায় অ্যাপ ব্যাবহার কি নিরাপদ?

উত্তরঃ হ্যাঁ উপায় আপ ব্যাবহার করা সম্পূর্ণ নিরাপদ ও ঝুঁকিবিহীন। মোবাইল ব্যাংকিং নিরাপদ রাখতে উপায় বাংলাদেশে প্রথম বারের মত অত্যাধুনিক ব্লক চেইন প্রযুক্তি এবং ডিভাইস অথেনটিকেশন এর মত নিরাপত্তা ফিচার যুক্ত করেছে। সো নিশ্চিন্তে ব্যাভার করুন উপায় অ্যাপ।

প্রশ্নঃ উপায় মোবাইল ব্যাংকিং মেনু কোড কত?

উত্তরঃ উপায় মোবাইল ব্যাংকিং এর মেনু কোড হচ্ছে *২৬৮#

প্রশ্নঃ নতুন উপায় একাউন্ট খুললে কি টাকা পাব?

উত্তরঃ হ্যাঁ, নতুন উপায় একাউন্ট রেজিষ্ট্রেশন করলেই পাবেন ২৫ টাকা, ২৫ টাকা করে মোট ৫০ টাকা। ১ম বার অ্যাপ এ লগ-ইন করলে ২৫ টাকা এবং ৭ দিনের মধ্যে অ্যাপ দিয়ে একবারে ৫০ টাকা বা তার চেয়ে বেশি পরিমান মোবাইল রিচার্জ করলে আরো ২৫ টাকা। বোনাসের এই টাকাটা আপনি ক্যাশ আউট করতে পারবেন না। মোবাইল রিচার্জ এর মাধ্যমে ব্যবহার করতে পারবেন।

প্রশ্নঃ উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার কত?

উত্তরঃ উপায় মোবাইল ব্যাংকিং হেল্পলাইন নাম্বার হচ্ছে- ১৬২৬৮

  • আরও পড়ুনঃ ঘরে বসে Nagad / নগদ একাউন্ট খোলার নিয়ম।

শেষ কথাঃ

আশা করি আপনারা উপায় একাউন্ট খোলার নিয়ম জানতে পেরেছেন। উপায় মোবাইল ব্যাংকিং বর্তমানে বাংলাদেশের বিগেনিং কম্পানি। সে কারণে তাদের এজেন্ট সংখ্যা সীমিত হবে এবং প্রথম থেকে গ্রাহক সেবা দিতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে এমনটাই স্বাভাবিক। হয়তো এমনও হতে পারে কিছুদিন পর তারা তাদের গ্রাহক সেবা 100% নিশ্চিত করবে। সে কারণে উপায় মোবাইল ব্যাংকিং(upay bangladesh) এর সাথে থাকুন,আপনার লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করুন।

সুত্রঃ উপায়


ভালো লাগলে পোস্টটি বন্ধুদের মাঝে শেয়ার করুন।

ধন্যবাদ,

## আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।
## ফ্রি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে চাইলে ফেসবুকের এই গ্রুপে জয়েন করতে পারেন।

 



This post first appeared on Trick Vault, please read the originial post: here

Share the post

ঘরে বসে upay / উপায় একাউন্ট খোলার নিয়ম।

×

Subscribe to Trick Vault

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×