Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

বিকাশ ইসলামিক সেভিং কী ও কীভাবে ব্যবহার করবেন?

বিকাশ ইসলামিক সেভিং কী ও কীভাবে ব্যবহার করবেন?

“শরিয়াহ ভিত্তিক লাভ” পেতে পারেন বিকাশ এর “ইসলামিক সেভিংস” সুবিধা ব্যবহার করে। সিটি ব্যাংক ও বিকাশ একসাথে পার্টনারশিপে চালু করেছে ইসলামিক সেভিংস স্কিম। একে ইসলামিক ডিপিএস বলা যেতে পারে। এই পোস্টে বিকাশ এর এই নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানবেন।

সিটি ব্যাংক লিমিটেড এর “শরিয়াহ ভিত্তিক ইসলামিক সেভিংস স্কিম” এর মাধ্যমে অর্থ সঞ্চয় করা যাবে বিকাশ এর মাধ্যমে। এই নতুন বিকাশ ফিচার এর ফলে ঘরে বসে কোনো ধরনের কাগজপত্রের ঝামেলা ছাড়াই সঞ্চয় করা যাবে।

এই স্কিম অনুসারে প্রতি মাসে বিকাশ একাউন্ট থেকে নির্দিষ্ট অর্থ কেটে নেওয়া হবে এবং তা সিটি ব্যাংক এর সিটি ইসলামিক একাউন্টে যোগ হবে, যা মেয়াদ শেষে বিকাশ একাউন্টে লাভসহ যোগ হয়ে যাবে। ভালো ব্যাপার হলো কোনো ধরনের ক্যাশ আউট ফি ছাড়া মেয়াদ শেষে লাভসহ জমা করা অর্থ ক্যাশ আউট করা যাবে।

সিটি ব্যাংক লিমিটেড এর বিকাশ ইসলামিক সেভিং স্কিমঃ

  • ডিপোজিট এর পরিমাণঃ প্রতি মাসে ৫০০/১,০০০/২,০০০/৩,০০০টাকা
  • সেভিংস স্কিম এর মেয়াদঃ ২/৩/৪বছর
  • লভ্যাংশঃ প্রতি মাস শেষে সিটি ব্যাংক লিমিটেড দ্বারা নির্ধারিত হবে
  • দেশের প্রচলিত আইন অনুযায়ী এআইটি ও আবগারি শুল্ক প্রযোজ্য হবে

এবার জানবো কিভাবে বিকাশ অ্যাপ থেকে Savings Scheme চালু করবেন।

  • প্রথমে বিকাশ অ্যাপে প্রবেশ করে Savings অপশনে ট্যাপ করুন
  • এরপর “Open New Savings / নতুন সেভিংস স্কিম খুলুন” অপশন সিলেক্ট করুন
  •  আপনার কাছে ই-টিন থাকলে তা প্রদান করুন
  • এরপর সেভিংস স্কিম এর মেয়াদ (২/৩/৪বছর) সিলেক্ট করুন ও জমার ধরন (মাসিক) নির্বাচন করুন
  • Suggested Scheme এর তালিকা থেকে Scheme বেছে নিন
  • এরপর নমিনি সংক্রান্ত তথ্য প্রদান করে এগিয়ে যান
  • এরপর সেভিংস এর উদ্দেশ্য প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান
  • সেভিংস এর সকল তথ্য একবার পড়ে দেখুন সকল তথ্য সঠিক আছে কিনা
  • এরপর Terms & Conditions এর সাথে Agree/সম্মত হয়ে পরবর্তী ধাপে এগিয়ে যান
  • এবার আপনার বিকাশ একাউন্টের পিন প্রদান করুন
  • সকল সেটিংস সেভ করতে ট্যাপ করে ধরে রাখুন
  • পরবর্তী স্ক্রিনে রিকুয়েস্ট সাবমিশন কনফার্মেশন দেখতে পাবেন

এভাবে খুব সহজে ইসলামিক সেভিংস স্কিম খোলা যাবে বিকাশ থেকে। মনে রাখবেন প্রতি মাসে যথেষ্ট পরিমাণ ব্যালেন্স যেনো একাউন্টে থাকে যা সেভিংস একাউন্টে জমা হবে। সময় শেষে কোনো ধরনের ফি ছাড়া আপনার টাকা লাভসহ ক্যাশ আউট করতে পারবেন।

বিকাশ ইসলামিক সেভিংস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজনীয়, যেমনঃ

  • প্রয়োজন হলে নমিনি এর তথ্য পরিবর্তন করা যাবে
  • বিকাশ-সিটি ব্যাংক ইসলামিক সেভিংস স্কিমে কোনো ধরণের গোপন বা আলাদা চার্জ নেই
  • বাংলাদেশ সরকারের নিয়ম অনুসারে প্রাপ্ত মুনাফার উপর ট্যাক্স প্রযোজ্য হবে। আপনি যদি ভ্যালিড ই-টিন তথ্য প্রদান করতে পারেন, তবে আপনার ট্যাক্স এর পরিমাণ কমানো যেতে পারে
  • সেভিংস স্কিম শুরুর প্রথম তিন মাসের মধ্যে স্কিম বাতিল করা যাবেনা। তবে একাউন্ট খোলার প্রথম তিন মাস পর একাউন্ট কেন্সেল করে আপনার টাকা ফেরত পেতে পারেন
  • আপনি যদি উল্লেখিত সময়ের আগে সেভিংস স্কিম একাউন্ট বন্ধ করে ফেলেন তবে উক্ত স্কিম থেকে আশানুরূপ লাভ পাবেন না
  • স্কিমের টাকা কেটে নেওয়ার সময় বিকাশ একাউন্টে যথেষ্ট অর্থ না থাকলে সেক্ষেত্রে পরবর্তী ৭দিন আবার চেষ্টা করবে বিকাশ, এর মধ্যেও টাকা ডিপোজিট করা সম্ভব না হলে মিসড ইন্সটলমেন্ট এর লাভ পাওয়া যাবেনা
  • উল্লেখিত যেকোনো শর্ত যেকোনো সময় পরিবর্তন এর অধিকার রাখে বিকাশ


This post first appeared on Trick Vault, please read the originial post: here

Share the post

বিকাশ ইসলামিক সেভিং কী ও কীভাবে ব্যবহার করবেন?

×

Subscribe to Trick Vault

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×