Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

করতোয়া লোয়ার নদী

Rate this post

বাংলাদেশের সবচেয়ে বড় নদী-করতোয়া লোয়ার নদী

করতোয়া লোয়ার নদী : করতোয়া নদী বা নিম্ন করতোয়া নদী বা নিম্ন করতোয়া নদী বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর, দিনাজপুর, বগুড়া এবং গাইবান্ধা জেলার একটি নদী। নদীর দৈর্ঘ্য 122 কিমি, গড় প্রস্থ 144 মিটার এবং নদীর প্রকৃতি সর্পিল। বন্যাপ্রবণ নদীর প্রবাহ বহুবর্ষজীবী এবং নদীর কোনো জোয়ার-ভাটার প্রভাব নেই। করতোয়া (নীলফামারী) নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক প্রদত্ত শনাক্তকরণ নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলে 14।

প্রবাহ[সম্পাদনা]

নিম্ন করতোয়া নদীটি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নে প্রবাহিত দেওনাই-চারলকাটা-যমুনেশ্বরী নদী থেকে উৎপন্ন হয়েছে। এই নদীটি ধীরে ধীরে মিঠাপুকুর, নবাবগঞ্জ, পীরগঞ্জ, ঘোড়াঘাট, পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া সদর, শাজাহানপুর ও শেরপুর উপজেলায় পৌঁছেছে। এরপর এ নদীর পানি প্রবাহ বগুড়া জেলার উল্লিখিত উপজেলার খানপুর ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে বাংলা নদীতে পতিত হয়।

উপকূলরেখা[সম্পাদনা]

এই নদীর তীরে যে শহরগুলো গড়ে উঠেছে সেগুলো হলো বগুড়া পৌরসভা, শেরপুর পৌরসভা, শিবগঞ্জ পৌরসভা, গোবিন্দগঞ্জ পৌরসভা এবং ঘোড়াঘাট পৌরসভা। নদীতে কোন ব্যারেজ বা রেগুলেটর এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই।

বেসিন প্রকল্প[সম্পাদনা]

এই নদী অববাহিকায় প্রকল্পগুলো হলো ইছামতি গজারিয়া উপপ্রকল্প, নুরুলার বিল ড্রেনেজ প্রকল্প, নলেয়া নদী প্রকল্প, গাংনাই নদী ব্যবস্থাপনা এবং শওড়া বিল নিষ্কাশন প্রকল্প।



This post first appeared on Cricket, please read the originial post: here

Share the post

করতোয়া লোয়ার নদী

×

Subscribe to Cricket

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×