Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

চমক দিয়ে ঘোষণা করা হলো ব্রাজিলের ২৬ সদস্যের দল

Rate this post

চমক দিয়ে ঘোষণা করা হলো ব্রাজিলের ২৬ সদস্যের দল:–

বিশ্বকাপের আর বেশি দিন নেই। বিশ্বকাপের আগে শেষ আন্তর্জাতিক ফুটবলের জানালা চলে এসেছে ইতিমধ্যেই। ব্রাজিল এই উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে, সেলেকাও ঘানা ও তিউনিসিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলবে। ওই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে। এর মধ্যে একটা বড় চমক আছে। দুর্দান্ত ফর্মে থাকা গ্যাব্রিয়েল জেসুসের জায়গা নেই এই দলে।

এই মৌসুমের শুরুতে লিগের পাঁচটি ম্যাচ খেলেছেন জেসুস। করেছেন তিনটি গোল, করেছেন আরও তিনটি। সেই জেসুসকে দলে রাখেননি কোচ তিতে। স্ট্রাইকার হিসেবে দলে আছেন রবার্তো ফিরমিনো, অ্যান্থনি ও রিচার্লিসন।

চমক দিয়ে ঘোষণা করা হলো ব্রাজিলের ২৬ সদস্যের দল

তবে ইংলিশ মিডিয়ার খবরে বলা হয়েছে, দলে জেসুসের অনুপস্থিতির ইঙ্গিত নেই যে তিনি বিশ্বকাপ দলে জায়গা হারাবেন। জেসুসকে বিশ্রাম দিয়েছেন বলেও জানিয়েছেন কোচ তিতে। বললেন, ‘সে দারুণ ফর্মে আছে। কিন্তু বাকিদের সুযোগ দেওয়ার জন্যই এই দল তৈরি করা হয়েছে। আমি দেখেছি সে জাতীয় দলে কেমন খেলে। এখন আমি অন্যদের সুযোগ দিচ্ছি।’

কোচ তিতের সতর্ক নজরে আছেন জেসুস। গত বিশ্বকাপের সবকটি ম্যাচেই তিনি খেলেছেন মোট ৫৬টি ম্যাচ। তার গোল 19টি।

এদিকে তিনি ছাড়াও ব্রাজিল দলে নেই দানি আলভেসও। বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমা উনমেতে চুক্তিবদ্ধ হওয়ার পর তিনি দলে জায়গা হারান।

26. নেইমার-ভিনিসিয়াস ভালো স্বাস্থ্য উপভোগ করেন।  ব্রাজিল দল নির্বাচনের জন্য ডাক পেয়েছেন গ্লিসন ব্রেমার ও রজার ইবনেজ।

প্ল্যান্টিলা ডি 26 হোমব্রেস ডি ব্রাসিল:

পোর্টেরস: অ্যালিসন বেকার (লিভারপুল), এডারসন মোরেস (ম্যানচেস্টার সিটি) এবং ওয়েভারটন (পালমেইরাস)

ডিফেনসাস: অ্যালেক্স সান্দ্রো (জুভেন্টাস), অ্যালেক্স টেলেস (সেভিয়া), দানিলো (জুভেন্টাস), গ্লিসন ব্রেমার (জুভেন্টাস), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), ইবানেজ (রোমা), মারকুইনহোস (পিএসজি) এবং থিয়াগো সিলভা (চেলসি)।

সেন্ট্রোক্যাম্পিস্তাস: ব্রুনো গুইমারেস (নিউক্যাসল ইউনাইটেড), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এভারটন রিবেইরো (ফ্ল্যামেঙ্গো), ফ্যাবিনহো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড) এবং লুকাস পাকেটা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)।

ডেলান্টেরোস: অ্যান্থনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রবার্তো ফিরমিনো (লিভারপুল), মাতেউস কুনহা (অ্যাটলেটিকো ডি মাদ্রিদ), নেইমার (পিএসজি), পেদ্রো (ফ্ল্যামেঙ্গো), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম হটস্পার), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ) এবং ভিনিকাস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)।



This post first appeared on Cricket, please read the originial post: here

Share the post

চমক দিয়ে ঘোষণা করা হলো ব্রাজিলের ২৬ সদস্যের দল

×

Subscribe to Cricket

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×