Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আর্মি পাবলিক স্কুলে চাকরি করতে চান ? আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ

যাঁরা স্কুলে শিক্ষকতার চাকরি করতে চান, তাঁদের জন্য এবার বিশেষ সুযোগ এসেছে। আর্মি পাবলিক স্কুলে (সেনা স্কুল) শিক্ষক নিয়োগ করা হবে। এ ব্যাপারে আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আর্মি স্কুলের (Army Public school) অফিসিয়াল ওয়েবসাইট awesindia.com দেখুন এবং ওই ওয়েবসাইট থেকে আবেদন করুন।

আর্মি স্কুলে টিজিটি, পিজিটি এবং পিআরটি শিক্ষক নিয়োগের জন্য পৃথক যোগ্যতা চাওয়া হয়েছে। যেমন, টিজিটি শিক্ষক পদের জন্য আবেদনকারীকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রির পাশাপাশি বি.এড ডিগ্রি থাকতে হবে। পিজিটি পদের জন্য মাস্টার্স ডিগ্রির সঙ্গে বিএড থাকতে হবে। ডিপ্লোমাধারীরা পিআরটি পদের জন্য আবেদন করতে পারেন।

AWES দ্বারা জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, TGT PGT এবং PRT শিক্ষক পদের জন্য আবেদন করতে, সাধারণ এবং OBC বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ৩৮৫ টাকা জমা দিতে হবে। ফি অনলাইনে দেওয়া যাবে। তবে আবেদনপত্র জমা দেওয়ার আগে অনলাইনে আবেদন ফি জমা রেজিস্ট্রেশন করতে হবে। তারপরই আবেদনপত্র পূরণ করা যাবে।

১) প্রার্থীরা প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট awesindia.com-এ যান।

২) ওয়েবসাইটের হোম পেজে অনলাইন স্ক্রিনিং টেস্টের লিঙ্কে ক্লিক করুন।

৩) এরপর সেনা পাবলিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য OST (অনলাইন স্ক্রীনিং টেস্ট)-এর সেপ্টেম্বর-অক্টোবর ২০২৩ -এর লিঙ্কে ক্লিক করুন।

৪) পরবর্তী পৃষ্ঠায় নতুন আবেদনের জন্য লিঙ্কে যান।

৫) একটি আবেদনপত্র খুলবে এবং সেখানে বিশদ বিবরণ দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।

৬) আবেদনপত্র সম্পূর্ণ পূরণ হলে সেটি ‘সাবমিট’ অপশনে গিয়ে জমা দিন।

৭) আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ হলে প্রিন্ট নিন।

The post আর্মি পাবলিক স্কুলে চাকরি করতে চান ? আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ first appeared on West Bengal News 24.



This post first appeared on Latest Bangla News For Today, please read the originial post: here

Share the post

আর্মি পাবলিক স্কুলে চাকরি করতে চান ? আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটির তরফে বিজ্ঞপ্তি প্রকাশ

×

Subscribe to Latest Bangla News For Today

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×