Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

মন মানসিকতা

মন মানসিকতা....
একাল সেকাল....
মন আর মানসিকতা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
সৃষ্টিকর্তা সকল সৃষ্টিকূলের মধ্যে মানুষকে অনন্য এক মর্যাদায় শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন।
 জ্ঞানে, বিদ্যা, বুদ্ধি সবদিকেই মানুষ শ্রেষ্ঠ।
তবুও আগে আর এখনের মানুষের মধ্যে ভাবনা চিন্তার কতটা ফারাক এসেছে সেটা 
আমরা সকলে চোখে দেখছি  অনুভব  করছি।
সেকেলের মানুষের মন মানসিকতা ছিলোএকদম আলাদা। ‌ সেকেলের মানুষ আধুনিকতার ছোঁয়া না পেয়েও অনেক
ভালো ছিলো। সম্পর্কে ভালোবাসা, বিশ্বাস,বড়দের প্রতি শ্রদ্ধা সন্মান সবে ছিলো হৃদয়ে পরিপূর্ণ।
খুব সহজ সরল ভাবে জীবন কাটাতে ভালোবাসতো। চাহিদা অনুযায়ী নিজের মানিয়েছিল।
সেকেলে মানুষ খুব সাধারণ ভাবে জীবনকে উপভোগ করে গেছে। 
যার জন্য তাদের মানসিকতা গুলো খারাপ হ‌ওয়ার সুযোগ পেতোনা। সকলকে নিয়ে একসাথে মিলে
 মিশে থাকার চিন্তা ভাবনায় পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা শ্রদ্ধা ছিলো। সকলের সাথে বসে গল্পগুজব আড্ডা এইসব ছিলো জীবনের স্বরূপ। মানুষের সঙ্গে মনের যে  একটা সম্পর্ক রয়েছে।
মানুষের স্বভাব আচরণে ই মানসিকতা নির্ভর করে।জয়েন্ট ফ্যামিলি
 তে থাকায় তাদের মানসিকতা গুলো উদার  ছিলো । কিছুটা সংকীর্ণ ছিলো  মেয়েদের স্বাধীনতা নিয়ে। সেটাও আস্তে আস্তে সময়ের সাথে পরিবর্তিত হয়েছে।
 মিথ্যা ,ধোকা  ছলচাতুরি এইসব অনেকটা কম ছিলো।

একেলে মানুষেরা অর্থে ধনবান হলেও মনের দিকে ধনবান মোটেই না, খুবেই ছোট মানসিকতা পোষণ করেন। কে কার মাথায় টুপি 
পড়িয়ে নিজে বড়লোক হবে সেই চেষ্টা করে দিনরাত। 
 দিন দিন হিংসা বিদ্বেষে মনুষ্যত্ব বলী হচ্ছে।  ভালোবাসা বিশ্বাস সব
 হারিয়ে গেছে মানুষের মন থেকে। উপকারের বদলে অপকারটা জীবনে মাধ্যম হয়েছে।  স্বার্থ ছাড়া কেউ কিছু জানে না। নিজেদের মানুষের সাথে ভালো ব্যবহার টুকুও আশা করা যায় না।
আমাদের চারপাশের পরিবেশ মন মানসিকতা কে খারাপ করে ফেলেছে। অন্যের ভালো দেখলে আমাদের 
শরীর জ্বালা করে। দু চার টাকার জন্য আমরা অসহায় মানুষের সাথে ঝগড়া করি।অতি আধুনিকতায় কত টাকা
ফুর্তি করে উড়িয়ে দিই। আমরা বড়দের সন্মান আর ছোটদের স্নেহ ভালবাসা দিতে ভুলে গেছি। নিজেদের নিয়ে 
সারাদিন ব্যস্ত। চারপাশে অপ্রীতিকর ঘটনা গুলোতে বুঝতে বাকি নেই, মানুষের মন মানসিকতা কতটা খারাপ 
হয়েছে।
আধুনিকতার ছোঁয়া পেয়ে বর্তমানে মন মানসিকতার কতটা পরিবর্তন হয়েছে। সময় মানুষকে চোখে আঙুল 
দিয়ে দেখিয়ে  বুঝিয়ে দিচ্ছে । নিজেদের মন মানসিকতা গুলো নিজেদেরই পরিবর্তন করতে হবে। তাহলে 
একটা সুস্থ সমাজ গড়ে উঠবে।




This post first appeared on Kolponar Udaan, please read the originial post: here

Share the post

মন মানসিকতা

×

Subscribe to Kolponar Udaan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×