Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

দুই প্রজন্ম

সমাজ পরিবর্তনশীল,,, এখানে দিন দিন নতুন নতুন পরিবর্তন ঘটছে,,একাল আর সেকাল  পরিবর্তন আমাদের জীবনে নিত্য পোশাকের মত হয়ে গেছে,,,,এর মধ্যে যেটা সব থেকে পরিবর্তন হচ্ছে সেটা হলো পারিবারিক সম্পর্ক,,,,,পারিবারিক বন্ধন,,,,

পরিবর্তিত সময়ে আমরা লক্ষ করছি সমাজে কিছু জিনিষ যেমন আমাদের অভ্যাস, আমাদের জীবন যাপন  খুব দ্রুত পরিবর্তন হচ্ছে ,,,পারিবারিক বন্ধন গুলো ভেঙ্গে যাচ্ছে,,,,এখন নতুন প্রজন্মের সাথে অভিভাবকদের  মতের মিল কিছুতেই খাপ খাওয়াতে পারছে না,,,,,,,,,
পুরানো প্রজন্ম দের সাথে নতুন প্রজন্মের অনেক মতবিরোধ ,,,,, প্রতিটি প্রজন্ম একটি নিদিষ্ট সময়ের সাথে জীবন যাপন করে,,,,,
এতে কোন সন্দেহ নেই যে  ,,এখনকার সময়টা নতুন প্রজন্মের জন্য অনেক টা প্রতিযোগিতা মূলক পরীক্ষার মত,,,,,,,,
অভিভাবক ও নতুন প্রজন্ম দু পক্ষকে‌ই সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়,,,,,,,।
 নানা রকম মতবিরোধ থাকা সত্বেও অনেক সময় সন্তানদের কথা শুনতে হয় অভিভাবকের,,,,,,,,,,
 তবু‌ও আমি মনে করি নিজ নিজ সন্তানদের ভালোর জন্য প্রত্যেক  অভিভাবকে কখন‌ও কঠোর হতে হয়,,,,,, সেটা নতুন প্রজন্মের জন্য কিছুটা হলে‌ও ভালো,,,,,,,,
সময়ের সাথে চলতে চলতে আমরা সকলে নিজেদের মধ্যে পরিবর্তন করছি আমাদের সাজ পোশাক আশাক খাওয়া দাওয়া চলন বলন সব কিছু আধুনিকতার  ছোঁয়ায় জীবন এগিয়ে চলেছে,,,,,,,,,,,,,
সেকালের মত চলতে গেলে আমাদের বলে আমরা বেকডেটেড হয়ে আছি ,,,,,,, টেলিভিশন, এল.সিডি. এল.ই.ডি দামী স্মার্ট ফোন ,প্রতিটি ঘরের শোভা বর্ধন করছে,,,কম্পিউটার, আইপ্যাড, আইফোন না থাকলে নিজেকে যেন সেকেলে মনে হয়,,,,,,,,এ যেন এক পারিবারিক মর্যাদা তৈরির সিড়িঁ,,,,,,
শৈশবে চার আনা পয়সার জন্য মা বাবার  কাছে হাত পেতে চেয়ে নিতাম।
আর এখন বাবা মা আগে থেকেই হাত খরচের টাকা দিয়ে রাখে,,,,,,কতটা পরিবর্তন এসেছে মা বাবার মধ্যেও।
 
স্কুলে যাওয়ার আগে সন্তানকে গরম ভাত রেঁধে খাওয়ানোর জন্য মায়ের কতো প্রাণপন প্রচেষ্টা,,,,।


 যা এখন দখল করে নিচ্ছে ফাস্ট ফুডের দোকানগুলো,,, ভাত খেতে  চায়না বাচ্চারদের  হাতে টাকা গুঁজে দিয়ে বলে  কিছু খেয়ে নিস,,, ,,,,, এইতো একালের প্রজন্মের বাবা মা,,,,,।

সময়ের পালাবদলে চাওয়া পাওয়ার হিসাব নিকাশ মেলানো কঠিন হয়ে যাচ্ছে,,,,,।

সকল অভিভাবকের জন্যেই অত্যন্ত প্রয়োজনীয় ,,,,নতুন প্রজন্মের চিন্তাধারাকে অসন্মান না করে  ,,,,,,,অভিভাবক বা মা বাবা তাদের জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা নিজ নিজ সন্তানদের ভবিষ্যতের ঠিক পথটা দেখিয়ে দেওয়া,,,,,।

একাল আর সেকাল দু প্রজন্মই একে অপরের অপরের বোঝাপড়াকে গুরত্ব দেওয়া প্রয়োজন।


This post first appeared on Kolponar Udaan, please read the originial post: here

Share the post

দুই প্রজন্ম

×

Subscribe to Kolponar Udaan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×