Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

হোয়াটসঅ্যাপ এখন আরও সবুজ!

হোয়াটসঅ্যাপ এখন আরও সবুজ!


জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট ম্যাসেজিং অ্যাপ, হোয়াটসঅ্যাপ তার নতুন ফিচারের মাধ্যমে অ্যাপের পুরো চেহারার ‌নেক পরিবর্তন নিয়ে এসেছে। অ্যাপটিতে ব্যবহৃত বিভিন্ন রঙ, ইন্টৈরফেস এবং ফিচারের বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন আসছে বলে জানা যায়।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার মালিকানাধীন বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ব্র্যান্ডের রঙ অনুযায়ী অ্যাপটির রঙের স্কিমে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। তাছাড়া আইকন, লোগো, বাটন, নেভিগেশন, স্পেসিংসহ বেশকিছু অভ্যন্তরীন ফিচারেও আসছে পরিবর্তন। ইতোমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতের অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা এই নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারছে।

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপ চালু করছে পাস-কি ফিচারঃ এখন লগ-ইন হবে পাসওয়ার্ড ছাড়া

হোয়াটসঅ্যাপ বলছে, ব্যবহারকারীদের ব্যবহারের সুবিধার্থে তারা ডার্ক মোড ফিচারটিকে আরও বেশি ডার্ক এবং লাইট মোড আরও বেশি সাদা করেছে। এতে ব্যবহারকারীরা আগের চাইতেও সহজে ও স্পষ্টভাবে মেসেজ পড়তে পারবেন। আর লাইট মোডে হোয়াইট স্পেসের পরিমাণ আরও বেশি রাখার কথাও জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। 

এছাড়া ব্র্যান্ড রঙের কথা চিন্তা তরে অ্যাপটির সবুজ রঙ ব্যবহার করা সব জায়গায় সবুজের ঘনত্বে বা শেডে কিছু পরিবর্তন আনছে। ব্যবহারকারীদের অ্যাপের যে কোনো বিষয় সহজে ফোকাস করতে সব জায়গাতে কিছুটা রঙ ব্যবহারে পরিবর্তন হতে যাচ্ছে বলেও ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ।

পাশাপাশি অ্যাপটির সকল বাটন এবং আইকনের আকার এবং রঙেরও ব্যাপক পরিবর্তন আসছে বলে জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে। ব্যবহারকারীরা যেন আরও বেশি আকৃষ্ট হয় সেজন্য একেবারে নতুন করে সাজানো হচ্ছে এই আইকন এবং বাটনগুলো। 

এছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটট্যাবেও লোগো যুক্ত করার ঘোষণা দিয়েছে। স্পেসিং এবং অ্যান্ড্রয়েড নেভিগেশনে উল্লেখযোগ্য পরিবর্তন আসছে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। রঙ পরিবর্তনের পাশাপাশি এবার থেকে ইউজারকে ‘online’ শব্দকে বদলে ‘Online’ এবং ‘typing’ শব্দকে বদলে ‘Typing’ করার সক্ষমতাও দেবে হোয়াটসঅ্যাপ।

অ্যানড্রয়েড ও আইওএস দুই ধরনের ডিভাইসেই সবুজ থিম যুক্ত করেছে মেটা। আইফোনে এতদিন সেটা ছিল নীল রঙ। স্ট্যাটাস বার থেকে চ্যাট লিস্ট উইন্ডো পর্যন্ত সব কিছুই সবুজ রঙে পরিবর্তন হচ্ছে। এমনকি অ্যাপের মধ্যে ব্যবহারকারীরা যে লিংঙ্ক শেয়ার করবেন সেগুলোও এবার থেকে নীলের বদলে সবুজ দেখাবে। 

হোয়াটসঅ্যাপ বলছে, এইসব নতুন ফিচারগুলোর জন্য অ্যাপটি আরও আধুনিক হচ্ছে এবং ব্যবহারকারীরা নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে। খুব শিগগিরই সব ধরনের মোবাইল ফোনগুলোতে একটি আপডেটের মাধ্যমে এই নতুন ফিচারগুলো চালু করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।



This post first appeared on Top VIP Account, please read the originial post: here

Share the post

হোয়াটসঅ্যাপ এখন আরও সবুজ!

×

Subscribe to Top Vip Account

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×