Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

revenue hits থেকে ইনকাম করার উপায়!

একটি ব্লগ বা ওয়েবসাইট থেকে ইনকাম করার সবচেয়ে সেরা মাধ্যমে হচ্ছে মনিটাইজেশন, মনিটাইজ করার জন্য অনলাইনে অনেক এড নেটওয়ার্ক আছে তার মধ্যে সবচেয়ে সেরা ও জনপ্রিয় এড নেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স। কিন্তু গুগল এডসেন্স থেকে এপ্রুভ পেতে অনেক নিয়ম নীতিমালা মানতে হয়। আর গুগলের নিয়ম নীতি সম্পুর্ন করার প্রথম নিয়ম হচ্ছে সাইটের বয়স কমপক্ষে ৬ মাস হতে হবে, এই ৬ মাস গুগল এডসেন্সের জন্য অপেক্ষা করতে হবে আপনি চাইলে গুগল এডসেন্স এর বিকল্প এড নেটওয়ার্কের মাধ্যমে আপনার ব্লগটি মনিটাইজ করতে পারেন, আর তেমনি একটি এড নেটওয়ার্ক আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যার নাম revenue hits


আপনি খুব সহজেই এই এড নেটওয়ার্কের মাধ্যমে আপনার ওয়েবসাইট মনিটাইজ করতে পারবেন, এই সাইট টি চালু হয়েছিল ২০১২ সালের জুলাই মাসে, বর্তমানে এই সাইটের প্রতি মাসের এক্টিভ ইউজারের সংখ্যা ১৮-২৫ হাজার। অনলাইন ইনকাম ওয়েবসাইট বিশ্লেষণ কারী পরিসেবা ফক্সি রেটিং এর তথ্য মতে এটি একটি বিশস্ত সাইট এবং বর্তমানে এর গ্লোবাল র‌্যাংকিং হচ্ছে 3207





রেজিষ্ট্রেশন করার নিয়ম!

রেজিষ্ট্রেশন করার জন্য সরাসরি এই লিংকে চলে যান সেখানে একটি ফরম আসবে সেই ফরমে আপনার নাম ই-মেইল পাসওয়ার্ড ওয়েবসাইট লিংক দিয়ে খুব সহজেই রেজিষ্ট্রেশন করতে পারবেন।





রেজিষ্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার ইমেইলে একটি মেইল আসবে সেটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই সম্পূর্ণ করা হয়ে গেলে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন,  মনে রাখবেন লগইন করার সময় তিনবার ভুল পাসওয়ার্ড  দিলে আপনার একাউন্টে সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হতে পারে। 




এড কোড জেনারেট করা!

এড কোড জেনারেট করার জন্য এই সাইটে লগইন করার পর আপনার ড্যাসবোর্ডে placement নামে একটি অপশন দেখতে পারবেন সেখানে গেলে বিজ্ঞাপনের অনেক গুলো বিভাগ দেখতে পারবেন আপনি banner ad সিলেক্ট করবেন।



তারপর আপনাকে একটি এড কোড দিবে আপনি সেই এড কোড আপনার ওয়েবসাইটের যেখানে প্লেসমেন্ট করবেন সেখানেই এড শো করবে।




পেমেন্ট পদ্ধতি

এই সাইট থেকে পেমেন্ট উইদ্রো দেওয়ার দুটি মাধ্যমে আছে একটি হচ্ছে পেপাল আরেকটি সরাসরি ব্যাংক একাউন্ট, আপনি যদি পেপালে উইদ্রো দিতে চান তাহলে আপনার একাউন্টে মাত্র ২০ ডলার হলেই উইদ্রো দিতে পারবেন। আর যদি ব্যাংক একাউন্টের মাধ্যমে উইদ্রো দিতে চান তাহলে আপনার একাউন্টে ৫০০ ডলার থাকতে হবে। এরা প্রতিমাসের ২৮-৩০ তালিখ একবার পেমেন্ট করে থাকেন, বর্তমান ব্যালেন্সের মধ্যে বর্তমান মাস এবং পূর্ববর্তী সময়ের সমস্ত অবৈতনিক উপার্জন অন্তর্ভুক্ত।



সাপোর্ট ও যোগাযোগ।

এই সাইটের সাথে এডস পাবলিশার হিসেবে কাজ করতে, যত ধরনের সহযোগিতা দরকার ও বিশদ বিবরণের জন্য অনুগ্রহ করে আপনার অ্যাকাউন্ট ম্যানেজার বা RevenueHits সহায়তা মেইল ​​[email protected] এ যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁএকটি ডিভাইস দিয়ে একাধিক একাউন্ট খুলা যাবেনা।



This post first appeared on Tech, please read the originial post: here

Share the post

revenue hits থেকে ইনকাম করার উপায়!

×

Subscribe to Tech

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×