Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ফ্রান্‌ৎস কাফকার ক্যাপশন বাংলা । Fb Caption Bangla of Franz Kafka

ফ্রান্‌ৎস কাফকা ছিলেন একজন জার্মান ঔপন্যাসিক ও ছোটগল্পকার যিনি ছিলেন জার্মানির একজন প্রভাবশালী লেখক।

বিংশ শতাব্দীর দিকে তিনি ছিলেন বিশ্বসাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক। তার সাহিত্য তখনকার অনেক সাহিত্যিকদের অনুপ্রেরণা জুগিয়েছিলোএবং সাহিত্যে নতুন ধারার সৃষ্টির পথ দেখিয়েছিলো ।

তাঁর অধিকাংশ সাহিত্যকর্ম গুলো যেমন- “ডি ফেরভান্ডলুঙ্গ”(রূপান্তর), “ডের প্রোজেন্স”(পথানুসরণ), “ডাস স্কোলস”(দুর্গ) ইত্যাদির বিষয়বস্তু ছিলো মূলত আধুনিক বিচ্ছিন্নতাবোধ, মানুষের ওপর ক্ষমতাধর মানুষের শারীরিক এবং মানসিক নিষ্ঠুরতা, অভিভাবক-সন্তান সম্পর্কে সংঘর্ষ, আতঙ্কজনক উদ্দেশ্য চরিতার্থে ব্যস্ত এমন চরিত্র, মানবজীবনে আমলাতান্ত্রিক হস্তক্ষেপএবং রহস্যময় রূপান্তর নিয়ে।

আপনি হয়তো জানেন না যে, কাফকা অস্তিত্ববাদ তত্ত্বকে বিশেষভাবে প্রভাবিত করেছিলেন তার সাহিত্যের মাধ্যমে যারজন্য তাকে অনেক সমালোচনার স্বীকার হতে হয়।

আজকে এই দূরদর্শী চিন্তাবিদ, মহান বিশ্লেষক, কালজয়ী মনিষী এবং জিনিয়াস সাহিত্যিকের কিছু মহামূল্যবান ও শিক্ষণীয় উক্তি আপনাদের সামনে পরিবেশন করবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারাও অনুপ্রেরণা পাবেন।

ফ্রান্‌ৎস কাফকার অনুপ্রেরণামূলক উক্তিসমূহ
Fb Caption Bangla of Franz Kafka


INSPIRATIONAL QUOTE #1

“আমি স্বাধীন তাই আমি হারিয়ে গেছি। কারণ হারিয়ে যাওয়াই আসল স্বাধীনতা।”

INSPIRATIONAL QUOTE #2

“জীবনের অর্থই হল থেমে যাওয়া। কারণ তা নাহলে আমরা জীবনকে উপভোগ করতে পারবোনা।”

INSPIRATIONAL QUOTE #3

“আমি হলাম একটি খাঁচা এবং আমি একটি পাখির খোঁজে বসে আছি।”

INSPIRATIONAL QUOTE #4

“আমাদের অন্তরে যে সমুদ্র রয়েছে তার জন্য একটি বই কুঠারের ন্যায় কাজ করে।”

INSPIRATIONAL QUOTE #5

“বই হল একটি মাদক পদার্থ।”

INSPIRATIONAL QUOTE #6

“আমি সাধারণত সমস্যার সমধান করার পর তাদের খেয়ে ফেলি।”

INSPIRATIONAL QUOTE#7

“আমার ভয় আমারই একটি অংশ এবং সম্ভবত সবথেকে সুন্দর অংশ।”

INSPIRATIONAL QUOTE#8

“যুবক যুবতীরা খুশিতে আছে,তার কারণ তাদের মধ্যে সৌন্দর্যকে দেখার ক্ষমতা আছে। যার মধ্যে সৌন্দর্যকে দেখার ক্ষমতা আছে তার কখনও বয়স বাড়েনা।”

INSPIRATIONAL QUOTE#9

“আমি যেকোনো সময় এটা প্রমাণ করতে পারি যে আমার শিক্ষা চেষ্টা করেছিলো এখন আমি যে মানুষ হয়েছি তার থেকে অন্য মানুষে আমাকে পরিণত করার।”

INSPIRATIONAL QUOTE#10

“একজন উকিল হলেন সেই ব্যাক্তি যিনি ১০০০০শব্দে একটি প্রমাণপত্র লেখেন এবং তারপর সেটিকে বলেন সংক্ষিপ্তসার।”

INSPIRATIONAL QUOTE#11

“ভালোবাসা তাকেই বলে যখন আমি জানি যে তুমি একটি ছুরি এবং জেনেও সেই ছুরিকে আমি নিজের মধ্যে নিমজ্জিত করি।”

INSPIRATIONAL QUOTE#12

“হাঁটার মাধ্যমেই পথের সৃষ্টি হয়।”

INSPIRATIONAL QUOTE#13

“সে মরতেসাংঘাতিক ভয় পায় কারণ সে এখনও পর্যন্ত বাঁচা শিখে উঠতে পারেনি।”

INSPIRATIONAL QUOTE#14

“তারা তাদের নিজেদের নিয়ে এতো নিশ্চিত, তার কারণ শুধুমাত্র তাদের মূর্খতা”

INSPIRATIONAL QUOTE#15

“আমি যতটা ভাবি ততটা কথা বলিনা,আমি ততটা ভাবিনা যতটা আমার ভাবা উচিত,এবং তার ফলে এইসবকিছুই অসহায় অন্ধকারে নিমজ্জিত হচ্ছে।”

INSPIRATIONAL QUOTE#16

“কোনোকিছু একাগ্রচিত্তে বিশ্বাস করার ফলেই আমরা সেইসব জিনিস সৃষ্টি করতে পারি,যাদের এখনও অবধি কোন অস্তিত্ব নেই।”

INSPIRATIONAL QUOTE#17

“আমি গভীরভাবে,তীব্রভাবে,অগাধভাবে এবং চেতনাহীনভাবে তোমার অভাব অনুভব করছি।”

INSPIRATIONAL QUOTE#18

“ভুল বোঝাবুঝি রোগে একমাত্র মানুষই ক্ষতিগ্রস্ত হয়।”

INSPIRATIONAL QUOTE#19

“মানবজাতির প্রধান দুটি পাপ হল অধৈর্য এবং আলস্য। এই দুটির থেকেই বাকিসব পাপদের উৎপত্তি হয়।”

INSPIRATIONAL QUOTE#20

“তর্কে উপমা হল ভালোবাসায় সঙ্গীতের মতন। তারা অনেক কিছু বর্ণনা করে কিন্তু কোনোকিছুই প্রমাণ করেনা”


আশা করি তুমি Fb Caption Bangla of Franz Kafka পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

নিচে আরও কিছু মহান ব্যাক্তিদের উক্তি এবং জীবনীর লিঙ্ক নামসহ উল্লেখ করা আছে। এই লেখাটি পড়ে ভালো লাগলে বাকি লেখাগুলোও অবশ্যই পড়ে দেখো…

The post ফ্রান্‌ৎস কাফকার ক্যাপশন বাংলা । Fb Caption Bangla of Franz Kafka appeared first on Ajob Rahasya.

Share the post

ফ্রান্‌ৎস কাফকার ক্যাপশন বাংলা । Fb Caption Bangla of Franz Kafka

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×