Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

জর্জ বার্নার্ড শয়ের উক্তি | Bangla Quotes of George Bernard Shaw

জর্জ বার্নার্ড শ ছিলেন একজন আইরিশ নাট্যকার, সমালোচক, বিসংবাদী এবং রাজনৈতিক কর্মী।

১৮৮০-এর দশক থেকে শুরু করে তার মৃত্যুর পরও পাশ্চাত্য মঞ্চনাটক, সংস্কৃতি ও রাজনীতিতে তার প্রভাব বিস্তৃত।

সমসাময়িক ব্যঙ্গরচনা থেকে শুরু করে ঐতিহাসিক রূপক কাহিনি দিয়ে তিনি তার প্রজন্মের অন্যতম নাট্যকার হিসেবে প্রসিদ্ধি অর্জন করেন এবং ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্সের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। যদিও তার লেখালেখির শুরু সঙ্গীত সাংবাদিকতা ও সাহিত্য সমালোচনার মাধ্যমে।

কিন্তু তাঁর প্রতিভার সম্পূর্ণ বিকাশ ঘটে নাটকে, এছাড়াও তিনি ছিলেন একাধারে প্রাবন্ধিক, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।

জর্জ বার্নার্ড শয়ের একটি মহৎ গুণ ছিল, আর তা হলো সামাজিক বিভিন্ন ধরনের সমস্যাগুলো হাস্যরসের ছদ্মাবরণে তিনি অত্যন্ত দক্ষ শিল্পীর হাতে ফুটিয়ে তুলতে পারতেন।

শিক্ষা, বিয়ে, ধর্ম, সরকার, স্বাস্থ্যসেবা এবং শ্রেণী-সুবিধাই ছিল জর্জ বার্নার্ড শয়ের লেখার বিষয়বস্তু। অধিকাংশ লেখাতেই শ্রমজীবী মানুষের শোষণের বিরুদ্ধে তাঁর অবস্থান ছিল সুস্পষ্ট।

একজন কট্টর সমাজতান্ত্রিক হিসেবে ফ্যাবিয়ান সোসাইটির পক্ষে তিনি অনেক বক্তৃতা দেন ও বিভিন্ন বই লেখেন।

এই বিশ্বের ইতিহাসে জর্জ বার্নার্ড শ এবং বব ডিলান হলেন এমন দুজন ব্যাক্তিত্ব যারা তাদের জীবদ্দশায় অস্কার এবং নোবেল দুটি পুরষ্কারই অর্জন করেছিলেন।

আসুন আজকে আমরা এই কালজয়ী চিন্তানায়ক এই জিনিয়াস দ্রষ্টার কিছু অমর বিশ্লেষণী উক্তি অধ্যয়ন করি এবং তার মাধ্যমে নিজেদের শিক্ষিত করি এবং জীবনে চলার অনুপ্রেরণা গ্রহণ করি।

জর্জ বার্নার্ড শয়ের অনুপ্রেরণামূলক উক্তিসমূহ
BANGLA QUOTES OF OF GEORGE BERNARD SHAW


INSPIRATIONAL QUOTE#1

“আশাবাদী এবং নৈরাশ্যবাদী দু’ধরনের মানুষেরই সমাজে অবদান আছে। আশাবাদীরা উড়োজাহাজ বানায় আর নৈরাশ্যবাদীরা প্যারাসুট বানায়। তাই কোনো মানুষকেই তার বাইরেটা দেখে কখনও বিচার করা উচিত নয়” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#2

“মিথ্যা জ্ঞান অজ্ঞানতার চেয়ে বিপদজনক। তাই মিথ্যা জ্ঞান এবং মিথ্যা জ্ঞানীর থেকে সবসময় দূরত্ব বজায় রাখা উচিত।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#3

“দু’টো জিনিস থেকে তোমাকে চেনা যায়: একটি হচ্ছে নিঃস্ব অবস্থায় তোমার ধৈর্য আর অন্যটি হচ্ছে যখন তোমার সব আছে তখন তোমার আচরণ।তাই জীবনের এই দুই সময়ে নিজেকে শান্ত এবং সংযত রাখা খুবই জরুরী।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#4

“ইতিহাস থেকে আমরা যা শিক্ষা পাই তা হচ্ছে ইতিহাস থেকে মানুষ কোন শিক্ষা নেয় না।জীবনকে সফল এবং সার্থক করতে হলে ইতিহাস থেকে শিক্ষাগ্রহণ করা মানুষের অবশ্যই উচিত।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#5

“আর্থিক নিরাপত্তার জন্য করা বিবাহ হচ্ছে স্রেফ আইনসংগত বেশ্যাবৃত্তি।ভালোবাসা ছাড়া বিবাহ করা অর্থহীন এবং অযৌক্তিক একটি ব্যাপার।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#6

“জীবনে দুটি দুঃখ আছে। একটি হল তোমার ইচ্ছা অপূর্ণ থাকা, অন্যটি হল ইচ্ছা পূর্ণ হলে আরেকটির প্রত্যাশা করা।তাই জীবনে ইচ্ছার সীমা রাখা অবশ্যই উচিত।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#7

“প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল আগুন দিয়ে আর শেষ পরিণতি ছাইয়েতে।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#8

“অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোল যাতে অন্যেরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে।এটাই জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#9

“নতুন কিছু করাই তরুণের ধর্ম।তাই কোন মানুষের তার নিজের জীবনের তরুণ বয়সকে নষ্ট করা উচিত নয়।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#10

“হোটেলের সেরা ব্যাপার হলো এটি নিজের ঘর নয়। এতে থাকার এক আলাদাই রোমাঞ্চ আছে।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#11

“যখন একা থাকার অভ্যাস হয়ে যায় ঠিক তখনি সৃষ্টিকর্তা কিছু মানুষের সন্ধান দেন। যখন তাদেরকে নিয়ে ভালো থাকার অভ্যাস হয়ে যায়, ঠিক তখনি আবার একা হয়ে যেতে হয়। এইজন্যই বলে জীবনে সবকিছুই ক্ষণস্থায়ী।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#12

“বিজ্ঞান নতুন দশটি সমস্যা সৃষ্টি না করে কখনোই আগের একটি সমস্যার সমাধান বার করেনা।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#13

“যখন কোন মানুষ বলে যে টাকা সবকিছুই করতে পারে,তখন এটা পরিষ্কার হয়ে যায় যে সেই মানুষের কাছে টাকার খুবই অভাব আছে।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#14

“জীবনের অর্থ নিজেকে খোঁজা নয়।জীবনের অর্থ হল নিজেকে তৈরী করা।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#15

“তুচ্ছতাচ্ছিল্যর সেরা প্রত্যুত্তর হল নীরব থাকা।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#16

“জীবনে কোনোকিছু না করার থেকে ভুল করতে করতে জীবন কাটানো অনেক বেশী সার্থক এবং সম্মানজনক।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#17

“মানুষ যেমন নিজের মুখমণ্ডল দেখার জন্য কাঁচের আয়না ব্যাবহার করে,তেমন ভাবেই মানুষ নিজের অন্তরকে দেখার জন্য শিল্পকর্মের ব্যাবহার করে থাকে।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#18

“যে মানুষ নিজের মনের পরিবর্তন করতে পারেনা সে বিশ্বে আর কিছুই পরিবর্তন করতে পারেনা।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#19

“আপনার জীবনের নিয়ম এটাই হওয়া উচিত,যে বই আপনি নিজে পড়তে উৎসাহী নন সেই বই কখনও কোন বাচ্চাকেও পড়তে দেওয়া উচিত নয়।” – George Bernard Shaw

INSPIRATIONAL QUOTE#20

“সাধারণত মানুষ সেইসব জিনিসের ব্যাপারে জানতে উৎসাহী থাকে যেগুলোর ব্যাপারে জেনে তার কোন লাভ হবেনা।” – George Bernard Shaw


আশা করি তুমি Bangla Quotes of George Bernard Shaw পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে।

নিচে আরও কিছু মহান ব্যাক্তিদের উক্তি এবং জীবনীর লিঙ্ক নামসহ উল্লেখ করা আছে। এই লেখাটি পড়ে ভালো লাগলে বাকি লেখাগুলোও অবশ্যই পড়ে দেখো…

The post জর্জ বার্নার্ড শয়ের উক্তি | Bangla Quotes of George Bernard Shaw appeared first on Ajob Rahasya.

Share the post

জর্জ বার্নার্ড শয়ের উক্তি | Bangla Quotes of George Bernard Shaw

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×