Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

20 Happy Laxmi Puja Wishes In Bengali | লক্ষ্মীপূজা উক্তি

বাঙালীর শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের সমাপ্তির পরে প্রত্যেক বাঙালীর মন বিষণ্ণতা এবং বেদনায় পরিপূর্ণ হয়ে ওঠে। ঠিক সেইসময় বাঙালীর মনে পুনরায় আনন্দ এবং খুশির সঞ্চার ঘটাতে শক্তির আরেক মহারুপ মা লক্ষ্মীর পূজা এবং আরাধনা হয় প্রত্যেক হিন্দু বাঙালীর ঘরে।

আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই পূজা হয় বলে এই পূজাকে কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়। শস্যসম্পদের দেবী বলে এমনিতেও সারাবছর বৃহস্পতিবার করে বাঙালী হিন্দুদের ঘরে লক্ষ্মী আরাধনা হয়।

কিন্তু খারিফ শস্য এবং রবি শস্য ঠিক যে সময় উৎপাদিত হয় ঠিক সেইসময় এই বিশেষ কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। আজকে বাঙালীর সেই চিরন্তন এবং আভিজাত্যপূর্ণ লক্ষ্মী আরাধনা নিয়ে কিছু শুভেচ্ছাবানী নীচে দেওয়া হল।আশা করি আপনাদের সবার ভালো লাগবে।

লক্ষ্মীপূজা সংক্রান্ত শুভেচ্ছাবানী
Happy Laxmi Puja Wishes In Bengali


PUJA WISHES #1

“শুভ লক্ষ্মীপূজার প্রীতি ও শুভেচ্ছা জানাই সকলকে। মা লক্ষ্মী সবার মঙ্গল করুন এবং সবাইকে আশীর্বাদ করুন এই প্রার্থনাই জানাই মায়ের কাছে।”

PUJA WISHES #2

“আজ চারিদিকে মা লক্ষ্মীর আরাধনা
প্রকৃতি করল এই মহান ঘোষণা
মায়ের ধ্যানে সবাই মগ্ন হয়ে যাও
নিজের নিজের মনস্কামনা মাকে জানাও”

PUJA WISHES #3

“পূর্ণিমার চাঁদের আলোয় খুশির জোয়ার এলো
শস্য সম্পদের দেবীর আরাধনায় সবাই মেতে উঠলো”

PUJA WISHES #4

“এসো মা লক্ষ্মী বোসো ঘরে
আমার এ ঘরে থেকো আলো করে”

PUJA WISHES #5

(মা লক্ষ্মীর ধ্যানমন্ত্র)
“ওঁ পাশাক্ষমালিকাম্ভোজ-সৃণিভির্ষাম্য-সৌম্যয়োঃ।
পদ্মাসনাস্থাং ধ্যায়েচ্চ শ্রিয়ং ত্রৈলোক্যমাতরম্।।
গৌরবর্ণাং সুরুপাঞ্চ সর্বলঙ্কার-ভূষিতাম্।
রৌক্মপদ্ম-ব্যগ্রকরাং বরদাং দক্ষিণেন তু।।”

PUJA WISHES #6

(মা লক্ষ্মীর প্রণামমন্ত্র)
“ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।
সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।।”

PUJA WISHES #7

(মা লক্ষ্মীর স্তবমন্ত্র)
“ওঁ ত্রৈলোক্য-পূজিতে দেবী কমলে বিষ্ণুবল্লভে,
যথা ত্বং সুস্থিরা কৃষ্ণে তথা ভব ময়ি স্থিরা।
ঈশ্বরী কমলা লক্ষ্মীশ্চলা ভূতির্হরিপ্রিয়া,
পদ্মা পদ্মালয়া সম্পৎপ্রদা শ্রী: পদ্মধারিণী।
দ্বাদশৈতানি নামানি লক্ষীং সম্পূজ্য য: পঠেৎ,
স্থিরা লক্ষীর্ভবেত্তস্য পুত্রদারাদিভি: সহ।।”

PUJA WISHES #8

(মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র)
“নমস্তে সর্বদেবানাং বরদাসি হরিপ্রিয়ে।
যা গতিস্তং প্রপন্নানাং সা মে ভূয়াত্বদর্চবাৎ।।”

PUJA WISHES #9

“সবার জীবন খুশিতে ভরে উঠুক
সবার জীবনে সফলতা আসুক
বাঙলা প্রাণভরে মা লক্ষ্মীকে ডাকুক
আর বাঙালীর জীবন ভালোবাসা ও শান্তিতে কাটুক”

PUJA WISHES #10

“মা লক্ষ্মীর কাছে এই প্রার্থনা করি জীবনে যেন আশার আলো জ্বালতে পারি। অপরের কাজে যেন লাগতে পারি আর বছর বছর যেন সবাই মিলে মায়ের আরাধনায় মেতে উঠতে পারি”

PUJA WISHES #11

“ঘরে ঘরে আলোতে ভরে উঠুক
মন্ত্রোচ্চারণ আর শঙ্খধ্বনি মন শান্ত করুক
পূজার প্রসাদ এবং খিচুড়ি ভোগ সবার ভাগ্যে জুটুক
বছরের এই বিশেষ দিনটিতে সকলের মুখ হাসিতে ভরে থাকুক”

PUJA WISHES #12

“মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করি মনভরে
সবার জীবন ধনসম্পদে উঠুক ভরে”

PUJA WISHES #13

“বড়োদের আশীর্বাদে সুন্দর হোক ছোটদের জীবন
বন্ধুদের মধ্যে মজবুত হোক ভালোবাসা আর বিশ্বাসের বন্ধন
একে অপরকে মন থেকে করি আপন
উৎসবের এই শুভদিনে সার্থক হোক আমাদের জীবনযাপন”

PUJA WISHES #14

“আসন পেতে বরণ করো
মা লক্ষ্মী আসুক সবার ঘরে
মায়ের চরণে নিজেদের নিবেদন করো
সমৃদ্ধি ও সন্তুষ্টি বিরাজমান হোক জীবনভরে”

PUJA WISHES #15

“আলপনা আর ফুলে ফুলে সেজেছে চারিদিক
আলতা পরা মা লক্ষ্মীর চরণ এবার দেখা দিক”

PUJA WISHES #16

“যদি চাও বিদ্যাবুদ্ধি ও সৃজনশীলতা
তবে মা সরস্বতীর আরাধনা করো।
আর যদি চাও সুখসমৃদ্ধি ও ধনসম্পদ
তবে মা লক্ষ্মীর আরধনা করো”

PUJA WISHES #17

“পূর্ণিমার এই জ্যোৎস্না ভরা রাতে
কে কে জেগে রয় প্রকৃতির শোভা দেখতে?
নিদ্রাবিহীন রাত্রিতে যদি করো মা লক্ষ্মীর স্তব
তবে জীবনে ধ্বনিত হবে শুভশক্তির কলরব”

PUJA WISHES #18

“মা লক্ষ্মীর বাস হোক বাড়ীতে বাড়ীতে
অভাব আর দারিদ্র্য ঘুচে যাক সংসারেতে”

PUJA WISHES #19

“ধূপ ধুনো দিয়ে আরতি করি মায়ের প্রতিমাকে
মুগ্ধ হয়ে অনুভব করি প্রতিমাতে নিজের জন্মদাত্রী মাকে”

PUJA WISHES #20

“হাস্যময়ী মা লক্ষ্মীর মুখ
মনেপ্রাণে জোগায় অসীম সুখ
মায়ের পায়ের কাছে বসা সাদা প্যাঁচা
জানান দেয় বছর বছর এভাবেই হবে দেখা”


আশা করি তুমি “Happy Laxmi Puja Wishes In Bengali”  পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে  ভীষনভাবে সাহায্য করে |

নিচে আরও কিছু মহান ব্যাক্তিদের উক্তি এবং জীবনীর লিঙ্ক নামসহ উল্লেখ করা আছে। এই লেখাটি পড়ে ভালো লাগলে বাকি লেখাগুলোও অবশ্যই পড়ে দেখো…

The post 20 Happy Laxmi Puja Wishes In Bengali | লক্ষ্মীপূজা উক্তি appeared first on Ajob Rahasya.

Share the post

20 Happy Laxmi Puja Wishes In Bengali | লক্ষ্মীপূজা উক্তি

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×