Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ভুবন বামের সংক্ষিপ্ত জীবনী | Biography of Bhuvan Bam in Bengali

নামভুবন বাম / Bhuvan Bam
ছদ্দনামBB
অভিভাবকঅভিন্দ্র বাম (বাবা)পদ্মা বাম (মা)
বড় দাদাঅমন বাম
জন্ম২২শে জানুয়ারি ১৯৯৪, গুজরাট, বারোদা
জাতীয়তাভারতীয়
কর্মইউটিউবার (২০১৫-এখনো)
শিক্ষাগ্রহনগ্রিনফিল্ড স্কুল, দিল্লিশহিদ ভগত সিং কলেজ (কমার্স)  
ইউটিউব চ্যানেলBB ki Vines

ভুবন বামের সংক্ষিপ্ত জীবনী
Biography of Bhuvan Bam in Bengali


বন্ধু তুমি যদি ইউটিউবে কমেডি ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে আশা করি তুমি ভুবন বাম ওরফে BB ki Vines-এর ভিডিওতো নিশ্চয়ই দেখেছো। তার তৈরি মজাদার সেই কমেডি ভিডিও গুলো সত্যি ভীষণ অসাধারন। তাই না? চলো আজ তবে তার সম্পর্কে একটু জেনে নিই।

Early Life of Bhuvan Bam:

ভুবন বামের জন্ম ২২শে জানুয়ারি, ১৯৯৪ সালে গুজরাটের বারোদা শহরে। তার পরিবার একটা মহারাষ্ট্রিয়ান পরিবার। পরে অবশ্য তারা গুজরাটের বারোদা শহরকে ছেড়ে মুম্বাইতেই চলে আসে পাকাপাকি ভাবে থাকতে।

ভুবন বামের পরিবারে চারজন সদস্য। তার বাবার নাম হলো অভিন্দ্র বাম এবং মায়ের নাম হলো পদ্মা বাম এবং বড় ভাইয়ের নাম হলো অমন বাম যে কিনা একজন বিমান চালক। তার স্কুল জীবন শুরু হয় দিল্লির গ্রিনফিল্ড স্কুল থেকে এবং পরে সে নিজের কলেজ জীবন শেষ করে শহিদ ভগত সিং কলেজ থেকে। সেখানে সে কমার্সের ছাত্র ছিলো।

Career of Bhuvan Bam:

তুমি কি জানো? ভুবন বামের ছোটবেলা থেকেই পড়াশোনায় তেমন একটা মন বসতো না। কিন্তু সে তার বন্ধুদের মাঝে একজন কমেডিয়ান হিসাবে বেশ জনপ্রিয় ছিলো এবং হাসাতে ভীষণ ভালোবাসতো অন্যদের।

তার সবচেয়ে বড় Passion যেটা ছিলো, সেটা হলো একজন গায়ক হওয়ার। তাইতো সে যখন কলেজের প্রথম ইয়ারে পড়তো, তখন থেকেই সে দিল্লির একটা নামি রেস্টুরেন্টে একজন মিউজিশিয়ান হিসাবে কাজ করতে শুরু করে। তার বয়স সেইসময় ছিলো আন্দাজ ১৯-২০ বছরের মধ্যেই।

ভুবনের বাড়ি থেকে মিউজিকে ক্যারিয়ার বানানোয় আপত্তি ছিলো। তার বাবা-মা, এইসবে তার ছেলে নিজের ক্যারিয়ার বানাক সেটা একেবারেই চায়নি। তাইতো সে একটা গিটার কিনে ইউটিউবে ভিডিও দেখেই নিজের চেষ্টাতেই সেটা বাজানো শিখতে শুরু করে।  

এরপর একদিন ভুবন বাম তার একটা নিজের লেখা গান গেয়ে ফেসবুকে আপলোড করে দেয় এবং সেই ভিডিওটা সামান্য ভাইরালও হয়ে যায় সৌভাগ্যক্রমে। তারপর তার গান শুনে সেইসময়ে ভারতের ফক্সস্টার কোম্পানি তার সাথে কাজ করতে আগ্রহ দেখায় এবং তাকে একটা সুযোগ দিতে চায়।

এই অফার পেয়ে ভুবন যেন আকাশের চাঁদ খুঁজে পায় এবং ভীষণ আনন্দের সাথে ফক্সস্টার কোম্পানির সহিত কাজ করতে শুরু করে দেয়। দিনরাত এক করে সে ১০দিন টানা পরিশ্রম করে, সে ৭টা গান বানায়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই কোম্পানির তার গানগুলোকে পছন্দ হয়না এবং তাকে Reject করে দেওয়া হয় গান গাওয়ানোর থেকে।

তাদের এই ব্যবহার দেখে ভুবন মনে মনে ভীষণ মর্মাহত হয়। তাদের থেকে এই জিনিসটা সে কখনোই আশা করে ছিলোনা।  পরে এক সাক্ষাৎকারের ভুবন সবার উদ্দেশ্যে বলে, কখনোই বিনা পয়সায় কারোর হয়ে কাজ করা উচিৎ নয় যতই সেই কাজ তার কাছে একটা Passion হোক নাই বা কেন।      

আরও পড়ুনঃ ক্যারিমিনাটির সংক্ষিপ্ত জীবনী

এরপর একদিন ভুবন বাম নিজের স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে একটা কমেডি ভিডিও রেকর্ড করে এবং সেটাকে ইউটিউবে BB ki Vines নামে একটা চ্যানেল তৈরি করে আপলোড করে দেয়। সেই ভিডিওতে তেমন কোনো রেসপন্স আসেনা দর্শকদের।

এরপর ভুবন হাল না ছেড়ে দিয়ে ইউটিউবে একের পর কমেডি ভিডিও আপলোড করেই চলে। এতে অবশ্য তার বন্ধুরা তাকে হতাশ করতে কোনো কিছুরই কমতি রাখেনা। তাকে বারবার তারা বলে যায় যে, এইসবে করে তার কিছুই হবেনা, বেকার সময় নষ্ট করছে সে।

এইভাবে ভিডিও আপলোড করতে করতে হঠাৎই তার একটা ভিডিও পাকিস্তানের কোনো এক বিশ্ববিদ্যালয়ে ভাইরাল হয়ে যায়। সালটা ২০১৫। এরপর ধিরে ধিরে ভুবনের জনপ্রিয়তা বাড়তে শুরু করে আর বাড়তেই থাকে, যেটা এখনো অব্যাহত।

তার সর্বপ্রথম ভিডিওটার নাম ছিলো “The Chakna Issue”. By the way আমি কিন্তু ভুবনের আগেকার সমস্ত ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি পারলে একবার তুমি দেখে নিতে পারো।

তার সমস্ত ভিডিওর প্রত্যেকটা  চরিত্র সে নিজেই করে। অন্য কেউই তাকে এক্ষেত্রে সাহায্য করেনা কোনোরকম। এবং সবচেয়ে মজার কথা হলো তার প্রত্যেকটা ভিডিও সে নিজের মোবাইল ক্যামেরা দিয়ে shoot করে। কোনোরকমের দামী ক্যামেরার সে ব্যবহার করেনা। আজও সেই অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি।

তার সেই কমেডির জনপ্রিয় চরিত্রগুলো হলো- সমীর ফুদ্দি, ব্যাঞ্ছরদাস ওরফে ব্যাঞ্চ্য, টিটু মামা, ভুবন, মিসেস জানকী, মিস্টার বাবলু, মিস্টার হোলা প্রভৃতি।

২০১৬ সাল থেকে ভুবন, তার ইউটিউব চ্যানেলে নিজের লেখা গানকেও আপলোড করতে থাকে। তার তৈরি জনপ্রিয় কিছু গান হলো- তেরি মেরি কাহানি [Tere Meri Kahani] , সাঙ্গ হু তেরে [Sang Hoon Tere], সফর [Safar], রাহগুজার [Rahguzaar], অজনবি [Ajnabee] প্রভৃতি।

এরপর ২০১৮ সালে ভুবন বাম একটা শর্ট ফিল্ম করে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী দিব্যা দত্তের সাথে নিজের চ্যানেলে। সেই শর্টফিল্মটার নাম ছিলো “প্লাস-মাইনাস”।

এই শর্ট ফিল্মটা বাবা হরভজন সিংয়ের উপর তৈরি, যিনি কিনা একজন ভারতীয় সেনা ছিলেন। নাথুলা বর্ডারে কাজ করার সময় তিনি মারা যান এবং মরে যাওয়ার পরেও তিনি ভারতীয় সেনাতে কাজ করতে থাকেন বলে জানা যায়। তাঁর সম্পর্কে পরে না হয় তোমায় একদিন বলবো কিন্তু এই শর্ট ফিল্মটাও তাঁর কাহিনীর মতোনই রোমাঞ্চকর সেইদিকে কোনো সন্দেহ নেই।

Awards of Bhuvan Bam:

  1. ২০১৬ সালে ওয়েব টিভি এশিয়া পুরস্কার, ইন্টারনেটে সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের হিসাবে (BB ki Vines)।  

2. ২০১৭ সালে হিন্দুস্থান টাইমস কর্তৃক “গেম চেঞ্জার” পুরস্কার।

3. ২০১৯ সালে ফিল্মফেয়ার কর্তৃক “সেরা শর্টফিল্ম পুরস্কার” তার নির্মিত শর্ট ফিল্ম প্লাস-মাইনাসের জন্য।

Facts about Bhuvan Bam:

  1. ভুবন বামের সবচেয়ে বড় শখ হলো, গিটার বাজানো এবং দেশ-বিদেশে ট্র্যাভেলিং করা।

2. তার ছোটবেলা থেকে স্বপ্ন একজন প্রত্নতাত্ত্বিক হওয়ার।

3. তার বন্ধু এবং পরিবারের সদস্যরা তাকে BB বলেই সম্বোধন করে। তাইতো তার চ্যানেলের নাম BB ki Vines।

4. ২০১৬ সালে সে IIT Delhi এবং Jaypee University of Information Technology কর্তৃক অনুষ্ঠিত TEDx প্রথমবারের জন্য নিজের সফলতার কাহিনী শোনান দর্শকদের।

5. ভুবন একজন কুকুরপ্রেমি, তার বাড়ির পোষ্যটির নাম হলো ম্যাডি।

6. রেস্টুরেন্টে গিটার বাজানোকালীন সে মাসে উপার্জন করতো মাত্র ৫০০০ টাকা।


আশা করি তুমি “Biography of Bhuvan Bam in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |

The post ভুবন বামের সংক্ষিপ্ত জীবনী | Biography of Bhuvan Bam in Bengali appeared first on Ajob Rahasya.

Share the post

ভুবন বামের সংক্ষিপ্ত জীবনী | Biography of Bhuvan Bam in Bengali

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×