Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

শ্রীমদ্ভাগবদগীতার উক্তিসমূহ | Bhagavad Gita Quotes in Bengali

শ্রীমদ্ভাগবদগীতার উক্তিসমূহ
Bhagavad Gita Quotes in Bengali


Gita Inspirational Quotes #1

“অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজর্কম ত্যাগ করাই হল সন্ন্যাস। কাজ মাত্রকইে তারা বন্ধন বা দুঃখরে কারণ মনে করনে, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করনে । কিন্তু তারা ভুল করেন, কর্ম ত্যাগ করা নয়, র্কমফলের লোভকে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস” – Shri krishna

Gita Inspirational Quotes #2

“শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে” – Shri krishna

Gita Inspirational Quotes #3

“নরকের তিনটে দরজা হয়- কামনা, ক্রোধ এবং লোভ” – Shri krishna

Gita Inspirational Quotes #4

“যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং ‘আমি’ ও ‘আমার’ এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় | সেই একমাত্র প্রকৃত শান্তিলাভ করে” – Shri krishna

Gita Inspirational Quotes #5

“তুমি সেইসবকে নিয়ে শোক করো যা শোক করার যোগ্যই নয়, কিন্তু তবুও জ্ঞানের কথা বলো | বুদ্ধিমান ব্যক্তি না জীবিত আর নাই বা মৃত ব্যক্তিকে নিয়ে শোক পালন করে” – Shri krishna

Gita Inspirational Quotes #6

“আমার কাছে কেউই ঘৃণিত নয় আর নাই বা কেউ প্রিয়, কিন্তু যে ভক্তির সাথে আমার পূজো করে সে সর্বদা আমার সাথেই থাকে আর আমি তার সাথে” – Shri Krishna

Gita Inspirational Quotes #7

“আমার-তোমার, ছোট-বড়, আপন-অপরজন এই ধরনের চিন্তা মন থেকে দূর করে দেও, তাহলে সবাই তোমার আর তুমি সবার হবে” – Shri Krishna

Gita Inspirational Quotes #8

“জীবন না ভবিষ্যতে আছে আর নাই বা আছে অতীতে, জীবন তো কেবল এই মূহুর্তে আছে; অর্থাৎ এই মূহুর্তের অনুভব করাকেই জীবন বলে” – Shri Krishna

Gita Inspirational Quotes #9

“আজ যা কিছু তোমার আছে, সেটা আগে অন্য কারোর ছিলো আর ভবিষ্যতেও কোনো কারোরই হয়ে যাবে | পরিবর্তনই সংসারের নিয়ম” – Shri Krishna

Gita Inspirational Quotes #10

“যে মনকে নিয়ন্ত্রণ করতে পারেনা, তার কাছে সেটা শত্রুর সমান হয়ে থাকে” – Shri Krishna

Gita Inspirational Quotes #11

“যেকোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে, যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের উপর চিন্তা করে” – Shri Krishna

Gita Inspirational Quotes #12

“মানুষ নিজের বিশ্বাসের দ্বারা নির্মিত হয়ে থাকে | যেমনটা সে বিশ্বাস করে, তেমনটাই সে হয়ে ওঠে” – Shri Krishna

Gita Inspirational Quotes #13

“কর্ম আমাকে বাঁধেনা, কারণ আমার কর্মের ফলের প্রতি কোনো আসক্তি নেই” – Shri Krishna

Gita Inspirational Quotes #14

“নিজের অনিবার্য কর্ম যা তা করো, কারণ কর্ম করা নিষ্ক্রিয়তার থেকে অনেক ভালো” – Shri Krishna

Gita Inspirational Quotes #15

“ফলের আশা ছেড়ে কর্ম করে যাওয়া পুরুষই, নিজের জীবনকে সফল বানায়” – Shri Krishna

Gita Inspirational Quotes #16

“সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া, না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে” – Shri Krishna

Gita Inspirational Quotes #17

“হে অর্জুন, তুমি যুদ্ধও করো আর আমাকে স্মরণও করো” – Shri Krishna

Gita Inspirational Quotes #18

“মানুষ তার কামনা অনুযায়ী পরবর্তী জন্ম পায়” – Shri Krishna

Read More: মহর্ষি বাল্মীকির জীবন পরিচয়

Gita Inspirational Quotes #19

“এই সংসার প্রতিটা মূহুর্তে পরিবর্তন হচ্ছে, আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয়” – Shri Krishna

Gita Inspirational Quotes #20

“বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলেনা, আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ | আমাদের কামনা, মমতা, আসক্তিই হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয়” – Shri Krishna

Gita Inspirational Quotes #21

“নিজের কথা ভেবে কর্ম না করলেই কর্মের থেকে বন্ধন ভেঙ্গে যায়, আর এই কর্মই হচ্ছে নিষ্কাম কর্ম” – Shri Krishna

Gita Inspirational Quotes #22

“সজ্জন ব্যক্তি আরো ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে, নীচ ব্যক্তি আরো নীচ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় | স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয়, সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়েনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #23

“দৈবীয় প্রভা দ্বারা সমৃদ্ধ পুরুষের মধ্যে, সর্বদা ভয়ের অভাব এবং সবার প্রতি প্রেমভাব থাকে” – Shri Krishna

Gita Inspirational Quotes #24

“যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই, যা ঘটবে না তা কখনোই ঘটবে না এরকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে; তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারেনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #25

“ভয়, রাগ, ঘৃনা ও আসক্তিতে অপূর্ণ মানুষই, এই লোক এবং পরলোকে সুখ পায়” – Shri Krishna

Gita Inspirational Quotes #26

“অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে | অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকেনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #27

“আমি করি’, এই ভাব যখনই কারোর মধ্যে উৎপন্ন হয়, তখন সেটাকেই বলে অহংকার” – Shri Krishna

Gita Inspirational Quotes #28

“সাধারণ মানুষ এই শরীরকে ব্যাপক হিসাবে ভাবে, সাধক পরমাত্মাকে ব্যাপক হিসাবে ভাবে | যেমন শরীর এবং সংসার এক, সেইরকমই স্বয়ং এবং পরমাত্মা একই” – Shri Krishna

Gita Inspirational Quotes #29

“যে মানুষ ভাবে নিদ্রা, ভয়, চিন্তা, দুঃখ, অহংকার এরকমের আদি দোষ সর্বদা থাকবেই, সেই মানুষ প্রকৃত পক্ষে একজন কাপুরুষ” – Shri Krishna

Gita Inspirational Quotes #30

“সংসারের মধ্যে থাকলে সুখ যেমন প্রাপ্তি হয় তেমনই প্রাপ্তি হয় দুঃখের কিন্তু সংসারের সাথে বিচ্ছিন্নতার ফলে প্রাপ্তি হয় পরমানন্দের” – Shri Krishna

Gita Inspirational Quotes #31

“উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হওয়াই স্বাভাবিক, যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই | আত্মা অবিনাশী এবং অমর হয় কিন্তু এই শরীরের বিনাশ অবসম্ভাবী” – Shri Krishna

Gita Inspirational Quotes #32

“কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করোনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #33

“আমি কেবলমাত্র ঈশ্বরের এবং ঈশ্বর শুধু আমার, এটা মনে প্রাণে মানা মাত্রই ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক জুড়ে যায়” – Shri Krishna

Gita Inspirational Quotes #34

“যার কাছে সুখ, দুঃখ, মান ও অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধপুরুষ” – Shri Krishna

Gita Inspirational Quotes #35

“মন-বাণী ও কর্মের দ্বারা কাউকে দুঃখ দিওনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #36

“মনুষ্য সম্প্রদায় দুই ধরনের হয়ে থাকে, প্রথমটি দৈবীয় সম্প্রদায় আর দ্বিতীয়টি অসুরিও সম্প্রদায়” – Shri Krishna

Gita Inspirational Quotes #37

“হে অর্জুন সমতাই যোগ | সুখ-দুঃখ, লাভ-ক্ষতি, মান-অপমান এই প্রত্যেকটির মধ্যেই সমতা আছে” – Shri Krishna

Gita Inspirational Quotes #38

“যে দান বিনা সম্মানের সাথে কুপাত্রকে দেওয়া হয়ে থাকে, তাকে তম দান বলে” – Shri Krishna

Gita Inspirational Quotes #39

“একটা উপহার দেওয়াকে তখনই আসল এবং পবিত্র বলে গণ্য করা হয় যখন সেটা আন্তরিকতার সাথে সঠিক মানুষকে, সঠিক সময়ে আর সঠিক জায়গায় দেওয়া হয়ে থাকে এবং উপহার দেওয়া ব্যক্তির মধ্যে কোনো ধরনের পাওয়ার আশা থাকেনা” – Shri Krishna

Gita Inspirational Quotes #40

“এমন কেউই নেই যে এই সংসারে ভালো কর্ম করেছে ও তার অন্ত খারাপ ভাবে হয়েছে | সেটা এই সময়েই হোক কিংবা পরবর্তী সময়” – Shri Krishna

Gita Inspirational Quotes #41

“যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে, তখন তার জীবনের সব দুঃখ ঘুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে” – Shri Krishna

Gita Inspirational Quotes #42

“প্রত্যেক কাজকে ধৈর্য্য এবং করুণার সাথে করো” – Shri Krishna

Gita Inspirational Quotes #43

“প্রকৃতি দ্বারা নির্ধারিত নিজের কর্তব্যকে পালন করা কোনো কাজ. মোটেই পাপ কাজ নয়” – Shri Krishna

Gita Inspirational Quotes #44

“আমি আত্মা, যে সকল প্রানীদের হৃদয়ের সাথে জুড়ে আছে | আমি সেই সাথে সকল প্রাণীর শুরু, মধ্যম এবং সমাপ্তিও” – Shri Krishna

Gita Inspirational Quotes #45

“স্বভাবই সকল আন্দোলনের আঁধার” – Shri Krishna

Gita Inspirational Quotes #46

“ইন্দ্রিয়ের দুনিয়ায় কল্পনাই হচ্ছে সকল সুখের শুরু এবং অন্তও, যা দুঃখের জন্ম দেয়” – Shri Krishna

Gita Inspirational Quotes #47

“কর্মই হচ্ছে পূজো” – Shri Krishna

Read More: গুরু নানকের জীবনী

Gita Inspirational Quotes #48

“সম্মানিত ব্যক্তির কাছে অপমান, মৃত্যুর থেকেও বড় হয়” – Shri Krishna

Gita Inspirational Quotes #49

“হে অর্জুন! তুমি এই সত্যটা নিশ্চিতভাবে গ্রহণ করো, আমার স্মরণে যে আসে তার কখনোই বিনাশ কিংবা পতন হয়না” – Shri Krishna

Gita Inspirational Quotes #50

“হে অর্জুন! তোমার এবং আমার অনেকবার জন্ম হয়েছে কিন্তু আমি সেই সত্যকে জানি এবং তুমি তা জানোনা” – Shri Krishna

Buy Book:
Bhagavad Gita As It Is


আশা করি তুমি “Bhagavad Gita Quotes in Bengali” পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে ভীষনভাবে সাহায্য করে |

The post শ্রীমদ্ভাগবদগীতার উক্তিসমূহ | Bhagavad Gita Quotes in Bengali appeared first on Ajob Rahasya.

Share the post

শ্রীমদ্ভাগবদগীতার উক্তিসমূহ | Bhagavad Gita Quotes in Bengali

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×