Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

50 Motivational Quotes and Thoughts in Bengali | অনুপ্রেরণামূলক বাণী

Inspirational Thought #1

“জীবন বেঁচে থাকা কোনো সহজ কাজ নয়, বিনা সংঘর্ষের দ্বারা এখানে কেউই মহান হয়ে উঠতে পারেনা | একটা কথা জেনে রাখবে, যতক্ষণ না পাথরে হাতুড়ির আঘাত লাগে ততক্ষণ কিন্তু পাথরও ভগবানে রুপান্তরিত হয়না”

Inspirational Thought #2

“জীবনকে বদলানোর জন্য যুদ্ধ করতে হবে কিন্তু এটাকে সহজ করার জন্য শুধু বুঝতে হবে”

Inspirational Thought #3

“নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসুন | আপনি তখনই আগে এগোতে পারবেন, যখন আপনি নতুন কিছু করার জন্য প্রস্তুত থাকবেন”

Inspirational Thought #4

“আপনার পিছনে যারা আপনার নামে বদনাম করে, তাদের কথাকে মোটেই গুরুত্ব দেবেন না | সবসময় এটা মনে রাখবেন আপনি তাদের থেকে better বলেই তারা আপনার নামে সমালোচনা করে চলেছে”

Inspirational Thought #5

“জীবনকে যদি বুঝতে চাও তাহলে নিজের অতীতকে দেখো আর যদি জীবনে ভালোভাবে বাঁচতে চাও তাহলে নিজের বর্তমানকে দেখো”

Inspirational Thought #6

“জীবনে সবচেয়ে বড় খুশি সেই কাজকে করতে লাগে, যেই কাজকে দেখে লোকে বলে – তুমি এটা কখনোই করতে পারবি না”

Inspirational Thought #7

“সাফল্য অথবা অসাফল্য এই দুটো অবস্থাতেই, মানুষ তোমাকে নিয়ে চর্চা করবেই | সাফল্য পেলে প্রেরণার আকারে আর অসাফল্য পেলে শিক্ষার আকারে”

Inspirational Thought #8

“জীবনে সফল হও কিংবা অসফল, ধনী হও কিংবা গরীব; কোনো না মানুষ তোমার নামে সমালোচনা করতে সর্বদা মুখরিত থাকবেই | তাই কে কী বললো তাতে বেশি কান না দিয়ে নিজের কাজ করে যাও আর নিজের জীবনকে অনবরত সুন্দর এবং সহজ বানাতে থাকো”

Inspirational Thought #9

“কখনো কখনো জেতার জন্য, একটু হারতেও শিখতে হয় | হেরে যাওয়া কোনো খারাপ জিনিস নয়, বরং এটা আপনাকে পরবর্তী লক্ষ্যকে জয় করার জন্য better বানাতে সাহায্য করে”

Inspirational Thought #10

“সফল হতে গেলে পরিশ্রম করো কিন্তু কখনোই কোনো শর্টকাটের সাহায্য নিওনা”

Inspirational Thought #11

“যে ব্যক্তি নিজের ক্রোধকে সহ্য করতে পারে সে অন্যের ক্রোধের হাত থেকে বাঁচতেও পারে”

Inspirational Thought #12

“বিচলিত মন কখনোই আপনাকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে দেবেনা; তাই মনকে আগে শান্ত এবং একাগ্র করতে শিখুন, তারপরই জীবনে সাফল্যের কথা ভাবুন”

Inspirational Thought #13

“যদি লোকে আপনার উপর পাথর ছুঁড়ে মারে তাহলে সেই পাথর গুলোকে জীবনের মাইলফলকে পরিণত করুন”

Inspirational Thought #14

“অগ্রগতির সম্ভাবনা যাদের মধ্যে আছে, তাদের জীবনে সময়ে সময়ে সমস্যা এসেও উপস্থিত হয়”

Inspirational Thought #15

“সমস্যা ছাড়া কেউই জীবনে একজন ভালো মানুষ, একজন সফল ব্যক্তি কিংবা একজন ধনীতে পরিণত হয়ে পারেনা | কারণ সমস্যাই হলো এমন একটা জিনিস, যেটাকে সমাধানের দ্বারা মানুষ জীবনে যা চায় তাই পায়”

আরো পড়ুন: হুমায়ূন আহমেদের উক্তি

Inspirational Thought #16

“যদি আপনি দৃঢ়সংকল্প এবং পরিপূর্ণতার সঙ্গে কাজ করে চলেন, তাহলে আপনি একদিন নিশ্চই সফলতা অর্জন করবেন”

Inspirational Thought #17

“জীবনে আগত প্রত্যেক সুযোগের সুবিধা নেও, কিন্তু কখনোই কারোর সরলতা এবং বিশ্বাসের সুযোগ নিয়ে কোনপ্রকারের সুবিধা নিওনা”

Inspirational Thought #18

“সত্যতা ও ভালো জিনিস খোঁজার লক্ষ্যে আপনি সারা দুনিয়াটাই ঘুরে ফেলুন কিন্তু সেটা যদি আপনার মধ্যেই না থাকে তাহলে সেটাকে আপনি কোথাও খুঁজে পাবেননা”

Inspirational Thought #19

“নিজের লক্ষ্যকে সর্বদা উঁচু রাখো এবং ততক্ষণ অবধি থেমোনা যতক্ষণ না অবধি তুমি সেই লক্ষ্যকে অর্জন না করতে পারো”

Inspirational Thought #20

“একজন সফল ব্যক্তি সর্বদা কোনো ভালো জিনিসকে অর্জন করার জন্য অনুপ্রাণিত থাকে কিন্তু কাউকে পরাজিত করার জন্য সে কখনোই অনুপ্রাণিত থাকেনা”  

Inspirational Thought #21

“তোমার সমস্যা কখনোই তোমাকে থেমে পরার সংকেত দেয়না বরং সেটা তোমার লক্ষ্যের পথকে নির্দেশ করে”

Inspirational Thought #22

“জীবনে এই দুই ধরনের মানুষই অসফল হয় | এক, যে শুধু ভেবেই যায় আর কিছু করেনা এবং দুই, যে শুধু করেই যায় কিন্তু কিছু ভাবার চেষ্টাও না”

Inspirational Thought #23

“ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না”

Inspirational Thought #24

“যদি জীবনে কিছু পেতে চাও, তাহলে নিজের পদ্ধতিকে বদলাও কিন্তু নিজের ইচ্ছাকে কখনোই বদলিও না”

Inspirational Thought #25

“যেটা চেয়েছো সেটাকে পেয়ে যাওয়াই হলো সাফল্য আর যেটা পেয়েছো সেটাকে ভালোবাসাই হলো প্রসন্নতা”

Inspirational Thought #26

“যদি তোমার ভীতর নতুন কিছু করার অদম্য ইচ্ছা থাকে, তাহলে দুনিয়ায় যেকোনো ইচ্ছাকেই বাস্তবে পরিনত করা অসম্ভব নয়”

Inspirational Thought #27

“সিংহও কিন্তু আগে লাফানোর জন্য সর্বপ্রথম এক পা পিছিয়ে যায়, তাই জীবন যখন আপনাকে পিছনোর চেষ্টা করবে তখন মোটেই ঘাবড়ে যাবেন না | কারণ তখন আপনার জীবন কিন্তু একদম প্রস্তুত আছে, আগে একটা উঁচু লাফ দেওয়ার জন্য”

Inspirational Thought #28

“জীবনে তুমি কতবার হেরেছো সেটার বাস্তবে কোনো মূল্যই নেই, কারণ তুমি এখানে জেতার জন্য তৈরী হয়েছো; হারার জন্য নয়”

Inspirational Thought #29

“জীবনে রিস্ক নিতে কখনোই ঘাবড়িও না, কারণ এরফলে হয়তো তুমি জিতবে আর যদি না জেতো তাহলে তুমি এর থেকে কিছু শিখবে”

Inspirational Thought #30

“দুনিয়ার ভয়ের জন্য তুমি নিজের ইচ্ছায় উড়তে পারছো না, এই কথাটা সত্যি নয় | বরং তোমার ক্ষুদ্র চিন্তাশক্তিই তোমায় মন খুলে ওড়ার জন্য আটকাচ্ছে”

আরো পড়ুন: সফলতার উক্তিসমূহ

Inspirational Thought #31

“যদি তোমার হারতে ভয় লাগে তাহলে কখনোই মনে জেতার আশা রেখোনা”

Inspirational Thought #32

“যদি তুমি পেন্সিল হয়ে কারোর খুশি না লিখতে পারো, তাহলে অন্তত রাবার হয়ে কারোর দুঃখকে দূর করো”

Inspirational Thought #33

“জীবনে ধনী এতটাই হও, যাতে কোনো মূল্যবান জিনিস কিনতে তোমায় দুবার ভাবতেও না হয় আর মূল্যবান এতটাই হও যাতে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষও তোমাকে কিনতে না পারে”

Inspirational Thought #34

“স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে মাত্র একটাই পার্থক্য থাকে | স্বপ্নের জন্য চাই বিনা পরিশ্রমে একটা ভালো ঘুম আর লক্ষ্যের জন্য চাই বিনা ঘুমে খুব কঠোর পরিশ্রম”

Inspirational Thought #35

“মানুষ বলে – যদি আমার কাছে পয়সা থাকে তাহলেই আমি কিছু করে দেখাবো আর পয়সা বলে – আগে তুই কিছু করে দেখা তারপর আমি আসবো”

Inspirational Thought #36

“যদি পরাজয়কারী পরাজয়ই না স্বীকার করে, তাহলে সেখানে পরাজয়ের কোনো গুরুত্ব থাকেনা”

Inspirational Thought #37

“যা আপনি বর্তমানে করছেন, সেটাই আপনার ভবিষ্যত নির্ধারণ করবে”

Inspirational Thought #38

“ভালো কিছু বলার থেকে বরং ভালো কিছু করা বেশি ফলদায়ক”

Inspirational Thought #39

“যে নিজের প্রতিটা পদক্ষেপের উপর ভরসা রাখে, সেই একমাত্র গন্তব্যে নিশ্চিন্তে পৌঁছাতে পারে”

Inspirational Thought #40

“যদি একজন হেরে যাওয়া মানুষ, হেরে যাওয়ার পরও হাসতে থাকে | তাহলে জয়ী ব্যক্তিও সেটা দেখে জেতার আনন্দকে হারিয়ে ফেলে”

Inspirational Thought #41

“যেইসব মানুষ তাদের জীবনের নিয়ন্ত্রণ নিজের রাখতে পারেনা, একসময় তাদের জীবনের নিয়ন্ত্রণ সময়ের হাতে এবং অন্যের হাতে চলে যায়”

Inspirational Thought #42

“যদি আপনি ভাবেন যে, কোনো কাজকে আপনি নিশ্চই করতে পারবেন তাহলে নিশ্চিত ভাবেই সেই কাজকে আপনি সম্পূর্ণ করতেই পারবেন | আর যদি ভাবেন আপনি কোনো কাজকেই করতে পারবেন না তাহলে আপনি কিছুই কোনদিন পারবেন না”

Inspirational Thought #43

“জয়ী হতে গেলে জীবনে যত সংঘর্ষ আসবে ততই সেই জয়কে আপনি মন থেকে উপভোগ করতে পারবেন”

Inspirational Thought #44

“যদি আপনি কাল কোনো কাজে ব্যর্থ হন, তাহলে আজ আবার সেটাকে করার চেষ্টা করুন | কখনোই এটা ভাব্বেন না আপনি কাল ব্যর্থ হয়েছেন বলে আজও ব্যর্থ হবেন”

Inspirational Thought #45

“প্রত্যেক সাফল্যের শুরুটা, নিজের উপর বিশ্বাসের দ্বারাই হয়”

আরো পড়ুন: থমাস এডিসনের উক্তি

Inspirational Thought #46

“বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর”

Inspirational Thought #47

“সময়কে দেখো না, বরং সময় যেটা করে সেটা তুমিও করো অর্থাৎ সর্বদা চলতে থাকো”

Inspirational Thought #48

“জীবনে যদি তুমি তোমার লক্ষ্যকে অর্জন করতে চাও তাহলে পরিশ্রম করার দিকে মন দেও কিন্তু কখনোই কাজে ফাঁকি দিওনা”

Inspirational Thought #49

“যার আছে নিজের উপর বিশ্বাস, সেই পারবে একমাত্র জীবনে সফল হতে”

Inspirational Thought #50

“আপনার সবচেয়ে বড় শিক্ষক, আপনার করা শেষ ভুলটাই হয়”


আশা করি তুমি Motivational Quotes and Thoughts in Bengali পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে  ভীষনভাবে সাহায্য করে |

The post 50 Motivational Quotes and Thoughts in Bengali | অনুপ্রেরণামূলক বাণী appeared first on Ajob Rahasya.

Share the post

50 Motivational Quotes and Thoughts in Bengali | অনুপ্রেরণামূলক বাণী

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×