Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

30 Republic Day Quotes in Bengali | প্রজাতন্ত্র দিবস সম্পর্কীয় উক্তি

Inspirational Thought #1

“চলো আজ সেই সময়কে আবার মনে করি
শহীদদের হৃদয়ের আগুনকে একটু স্মরণ করি
যেটায় বয়ে এসেছিলো স্বাধীনতা একদম কিনারায়
দেশভক্তদের সেই রক্তের ধারাকে চলো শ্রদ্ধা জানাই”

Inspirational Thought #2

“স্বাধীনতাকে কখনোই শেষ হতে দেবোনা
শহীদদের আত্মত্যাগকে আমরা কখনোই ভুলবোনা
জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত
ভারত মায়ের ঐতিহ্যকে কখনোই ম্লান হতে দেবোনা”

Inspirational Thought #3

“ভারত মা তোমার অদ্ভুত ঐতিহ্য
সবচেয়ে উঁচু একমাত্র তোমার মহিমা
তোমার সম্মুখে করি আমি মাথানত
আর করি তোমার অগাধ সম্মান”

Inspirational Thought #4

“স্বাধীনতার উচ্ছাসকে কখনোই কম হতে দেবোনা | যখনই দরকার পরবে দেশের জন্য শহীদ হতে দুবারও চিন্তা করবো না | কারণ ভারত আমার দেশ আর এই দেশকে রক্ষা করা আমার নিজেরও কর্তব্য”

Inspirational Thought #5

“দেশ আমার এমন সুন্দর, যাকে কেউই ছাড়তে পারবেনা
সম্পর্ক আমাদের এমনই, যেটাকে কখনোই ভাঙ্গা যাবেনা
হৃদয় আমাদের একটাই, একটাই আমাদের জীবন
ভারতবর্ষ আমাদের আর আমরা তার ভুবন”

Inspirational Thought #6

“আমারে ফিরায়ে লহ অয়ি বসুন্ধরে,
কোলের সন্তানে তব কোলের ভিতরে,
বিপুল অঞ্চলতলে ওগো মা মৃন্ময়ী,
তোমার মৃত্তিকা মাঝে ব্যাপ্ত হয়ে রই” -রবীন্দ্রনাথ ঠাকুর

Inspirational Thought #7

“ভারতের পরিচয় হলে তুমি
কাশ্মীর থেকে কন্যাকুমারীর জীবন হলে তুমি
সীমান্তের শেষ ইচ্ছা হলে তুমি
আর ভারতের গর্ব হলে তুমি”
ভারত মাতার জয়,বন্দেমাতরম

Inspirational Thought #8

“দেশপ্রেমিকদের বলিদানে স্বাধীন হয়েছি আমরা | কেউ যদি জিজ্ঞেস করে, কে তুমি? তাহলে গর্বের সাথে তাকে বলো – ভারতীয় আমি”

আরো পড়ুন: নেতাজী সুভাষের জীবনী

Inspirational Thought #9

“আসো সবাই মিলে নত হই, যাদের দ্বারা আমরা স্বাধীন হতে পেরেছি | সত্যি! ভাগ্যবান তো সেই মা যার সন্তানের রক্ত দেশের কাজে এসেছে”
জয় হিন্দ, জয় ভারত

Inspirational Thought #10

“আজ স্যালুট সেই বীরদের
যাদের কারণে এই দিনটা আসে
সেই মা তো ভীষনই ভাগ্যবান
যাদের সন্তান দেশের কাজে আসে”

Inspirational Thought #11

“কিছু নেশা এই ত্রিরঙার মধ্যে আছে
কিছু নেশা এই ত্রিরঙাকে নিয়ে গর্বের মধ্যে আছে
আমরা সবাই সর্বত্র উড়াবো এই ত্রিরঙাকে
নেশা আমাদের ভারতকে নিয়ে গর্বের যে আছে”

Inspirational Thought #12

“শুধু এই দিন উদযাপন আর পতাকা উত্তোলন, এইসব কিছুই যথেষ্ট নয় সেইসব শহীদদের স্মৃতিকে মনে রাখার জন্য | যাঁরা শহীদ হয়েছেন তাদের মহান উক্তিগুলোকে আগে এগিয়ে নিয়ে যাওয়াই সবার কর্তব্য | এরজন্য অবশ্য দেশের প্রত্যেকটা নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধ থাকা খুব দরকার”

Inspirational Thought #13

“অহংকারের সাথে করোনা বাস
ধর্মের জন্য মোরো না কখনোই
মানবতাই হলো দেশের আসল ধর্ম
শুধু বাঁচো এরজন্যই”

Inspirational Thought #14

“খালি পেট থাকা মানুষগুলো পতাকা বেঁচছে আর ভরা পেটের মানুষ গুলো বেঁচছে দেশ”

Inspirational Thought #15

“এই দিনটার জন্য
অনেক বীরেরা দিয়েছে প্রাণ
অন্দন্দিত হয়ে ওঠো দেশবাসী
কারণ এসেছে প্রজাতন্ত্র দিবস মহান”

Inspirational Thought #16

“মনে রাখবো বীরেরা সর্বদা তোমাদের
কারণ এর জন্য দিয়েছিলে যে বলিদান
আমাদের তো নিজের জীবনের থেকে প্রিয়
এই প্রজাতন্ত্র দিবস হলো প্রত্যেকের অভিমান”

আরো পড়ুন: এ.পি.জে আব্দুল কালামের জীবনী

Inspirational Thought #17

“দেশ আমাদের উদাহরণ প্রেম ও বন্ধনের
ভাঙ্গতে হবে এখানে শুধু ঘৃণার দেওয়াল
তাহলেই হবে সেদিন সবাই আনন্দে মুখরিত
দুঃখ থাকবেনা দেশে আর কোনো ভয়াল”

Inspirational Thought #18

“গণতান্ত্রিক অধিকার আমাদের সার্বভৌমিক অধিকার, এটাকে যে ক্ষুন্ন করার চেষ্টা করবে তাঁর বিরুদ্ধে রুখে দাঁড়াও আমার মহান দেশবাসী”

Inspirational Thought #19

“না সরকার আমার
না আমার শরীর
নাই বা আমার বড় নাম
আমার তো শুধু একটা জিনিসেই গর্ব
আমি ভারতের আর ভারত আমার”

Inspirational Thought #20

“বিকশিত হচ্ছে রাষ্ট্র আমার
আলো দেখাচ্ছে মানুষের বলিদান
গর্বের সাথে পরিচয় দিই আমি
ভারতীয় হচ্ছে আমার প্রমান”

Inspirational Thought #21

“জীবন ভরে মানুষ পায় যে কত প্রেমী
কিন্তু দেশের মত কেউই হয়না এত মোহময়ী
নিঃস্বাস আছে যতদিন তাকে ভালোবাসা দেবো অগাধ
আমি ভারতবাসী আর আমার ভারত মহান”

Inspirational Thought #22

“কখনো একটা সেকেন্ডের জন্যও লজ্জাবোধ করোনা, নিজেকে এই দেশের নাগরিক ভেবে | যদি তুমি এটা করে থাকো তাহলে তুমি এটা ভুলে যাচ্ছ যে, এই দেশ সারা দুনিয়াকে বহুযুগ ধরে কত কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে আসছে আর এই দেশকে স্বাধীন করার জন্য কত মানুষ নিজের প্রাণও দিয়েছেন | তাই এইসবের মর্ম বোঝো এবং নিজের দেশকে মনেপ্রাণে ভালোবাসতে শেখো”

Inspirational Thought #23

“হয়তো দুঃখে মরেছে অনেকেই নিজের প্রেয়সীর জন্য কিন্তু তাদের কফিনে কোনদিন সেই প্রেয়সীর ওরনাও জোটেনি | মরতেই যদি হয় তাহলে দেশের জন্য মরে দেখো, তোমার কফিনের উপর সাজানো ত্রিরঙা নিশ্চই পাবে”

Inspirational Thought #24

“আসো পতাকা উত্তোলন করি আর পতাকা উড়াই, কারণ এসেছে আমাদের প্রজাতন্ত্র দিবস|নেচে,গেয়ে ও খুশিতে কাটাও এই দিন এবং মনে মনে প্রতিজ্ঞা করো দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার |

শুভ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তোমাদের সকলকে অসংখ্য শুভেচ্ছা জানাই”

আরো পড়ুন: সন্দীপ মহেশ্বরীর সফলতার কাহিনী

Inspirational Thought #25

“এই প্রজাতন্ত্র দিবস থেকে নিজের দেশকে ভালোবাসো আরো দ্বিগুন ভাবে | নিজের দেশকে পৃথিবীর সবথেকে সেরা দেশ বানাতে, নিজে প্রচুর পরিশ্রম করো দিনরাত | কারণ নাগরিক হিসাবে এই দেশকে সর্বোচ্চ স্থানে নিয়ে যাওয়া তোমার একান্ত কর্তব্য”

Inspirational Thought #26

“ভারতের প্রজাতন্ত্রকে সমস্ত বিশ্বে করা হয় সম্মান
যা হলো আমাদের কাছে এক গর্ব সমান
সমস্ত ধর্মের মানুষের সমাগম যে এখানে
এইজন্য প্রত্যেক দেশ করে বিশ্বাস আমাদের মনেপ্রাণে”

Inspirational Thought #27

“ভারতের বৈচিত্র্য, ঐক্য ও সততাই হলো তার পরিচয়”

Inspirational Thought #28

“দাগ টেনে দেও এই জমিতে নিজের রক্তের দ্বারা
যাতে আসতে না পারে আর কোনো রাবন
বার বার উঠছে যেই হাত, সেই হাতকে দাও ভেঙ্গে
যাতে আর কোনো সীতার না হয় অপহরণ
রামও তুমি আর লক্ষণও তুমি বন্ধু
তাই এই দেশকে রক্ষা করো হরদম”

Inspirational Thought #29

“দেশভক্তির কথা তো মুখে মুখে সবাই বলে; কিন্তু আসল বীর তো সেই যে, নিজের কর্মের দ্বারা দেশকে ভক্তি করে”

Inspirational Thought #30

“আমি ভারতীয় এবং এটা হওয়াই আমার পক্ষে যথেষ্ট”


আশা করি তুমি Republic Day Quotes in Bengali  পড়ে নিশ্চই অনেক কিছু সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছো | পোস্টটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু Comment করে তোমার মতামত আমায় জানিও | তোমার মূল্যবান মতামত আমাকে বাড়তি অনুপ্রেরণা যোগাতে  ভীষনভাবে সাহায্য করে |

The post 30 Republic Day Quotes in Bengali | প্রজাতন্ত্র দিবস সম্পর্কীয় উক্তি appeared first on Ajob Rahasya.

Share the post

30 Republic Day Quotes in Bengali | প্রজাতন্ত্র দিবস সম্পর্কীয় উক্তি

×

Subscribe to মস্তিষ্কের অবচেতন ভাগের ক্ষমতা বৃদ্ধির উপায় |how To Unlock Subconscious Mind Power In Bangla

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×