Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

General Knowledge for Admission Test of Dhaka University D Unit

গতানুগতিক নয় কিন্তু পরীক্ষায় আসতে পারে সেরকম কিছু সাধারণ জ্ঞান


১.বিশ্বের সর্ববৃহৎ NGO হলো......... ব্রাক (বাংলাদেশ)
২. স্বাস্থ্যকর পরিবেশ আইন ও পরিবেশগত সুশাসন বিষয়ক প্রতিষ্ঠান........ বেলা (বাংলাদেশ)
৩. ওআইসির অফিসিয়াল ভাষা হলো তিনটি... আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
৪. ওআইসির অঙ্গসসংঘটন হলো... এগারোটি
৫.TIN এর পূর্ণরূপ হলো....Taxpayers Identification Number
৬.বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা হলেন... সেলিনা রহমান।
৭. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলো..... সংবাদপত্র বা সংবাদ মাধ্যম (প্রিন্টিং ও ইলেকট্রনিক)
৮. 'চার স্বাধীনতা' হলো..... যুক্তরাষ্ট্রএর কংগ্রেসে দেওয়া প্রেসিডেন্ট রুজভেল্ট এর একটি ঘোষণা। (মত প্রকাশ, ধর্মীয়, অভাব মুক্তি ও ভয় মুক্ত থাকার স্বাধীনতা)
৯. বাংলাদেশের জাতীয় পতাকার নকশা প্রথম তৈরি করেন... শিব নারায়ণ দাস (১৯৭০)
১০. বাংলাদেশের পতাকার সাথে জাপান ও পালাউ এর পতাকার মিল রয়েছে।
১১. আমাদের জাতীয় সংগীত 'আমার সোনার বাংলা'.... রবীন্দ্রনাথ ঠাকুরের গীতবিতান এর "স্বদেশ " শীর্ষক প্রথম গীতি।
১২. বাংলাদেশের জাতীয় পাখি দোয়েলের জীবনকাল প্রায় পনেরো বছর।
১৩. বাংলাদেশের জাতীয় মনোগ্রামের ডিজাইনার হলেন....এস এন সাহা
১৪. দুর্নীতি দমন কমিশন গঠিত হয়...... ২০০৪ সালে
১৫. ন্যাম সৃষ্টি হয়... বান্দুং সম্মেলন ( বান্দুং হল ইন্দোনেশিয়ার শহর)
১৬. বাংলাদেশে তিন ধরনের ক্যালেন্ডার চালু আছে.... বাংলা সন, হিজরি এবং গ্রেগরীয় ক্যালেন্ডার( ইংরেজি ক্যালেন্ডার বলতে কিছু নেই)
১৭. বাংলা সহ বাংলাদেশে প্রায় আরো চল্লিশটি ভাষা প্রচলিত আছে।
১৮. ১৯০১ সালের ৭ ডিসেম্বর ঢাকা মহানগরের মধ্যে প্রথম আহসান মঞ্জিলে বিদ্যুৎ -বাতি জালানো হয়।
১৯. নদী বিজ্ঞান সম্পর্কিত বিদ্যা হলো.... পটোমলজি (potomology)
20. বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমি অবস্থিত... ঢাকার মিরপুরে
২১. রাঙামাটি ও বান্দরবান জেলায় কোন মাজার নেই।আছে শুধু বৌদ্ধ মন্দির
২২. তিন নেতার মাজারের স্থপতি হলেন.... শিল্পী মাসুদ আহমেদ( তিন নেতা হলেন - খাজা নাজিমুদ্দিন , শেরে বাংলা , সোহরাওয়ার্দী)
২৩. বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার হলেন.... কে জি মুস্তফা।
২৪. জাতীয় সংসদের ভাষা...... বাংলা (বিশেষ প্রয়োজনে ইংরেজি)
২৫. বাংলাদেশের অর্থবছর মানে.... জুলাই মাসের প্রথম দিবসে যে বছরের আরম্ভ।
২৬. রাষ্ট্রপতি সংসদ আহবান, স্থগিত ও বাতিল করেন।
২৭. বাংলাদেশের রাষ্ট্রপতি স্বাধীনভাবে প্রধানমন্ত্রী ও বিচারপতি নিয়োগ দিতে পারেন ( অন্যক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়)।
২৮. বাংলাদেশের জাতীয় দিবস হলো ২৬ মার্চ (স্বাধীনতা দিবস)
২৯. "স্বাধীনতা স্তম্ভের স্থপতি হলেন.... কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম।
৩০. সকল অধিবাসিকে "বাংগালি" বলে পরিচিতি দেওয়া হয়েছে.... সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী।
৩১. বাংলাদেশের সকল ধর্ম সম্প্রদায়ের প্রধান উতসব তিনটি..... পহেলা বৈশাখ, স্বাধীনতা দিবস(২৬ ই মার্চ) ও বিজয় দিবস(১৬ ই ডিসেম্বর)।
৩২. "সরকারি কর্ম কমিশন" হলো একটি সাংবিধানিক প্রতিষ্ঠান।
৩৩.ইজিপিপি হলো..... অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি।
৩৪. টি আর (টেস্ট রিলিফ) হলো.....সামগ্রিকভাবে দুর্যোগ ঝুঁকি হ্রাসের জন্য গ্রামীণ অবকাঠামো নির্মাণ,উন্নয় ও রক্ষণাবেক্ষণ প্রকল্প।
৩৫. Father of old English poetry......CAE DMON


This post first appeared on University Admission Information, SSC, HSC, IBA, BBA, MBA, EMBA, BCS Exam Resources, please read the originial post: here

Share the post

General Knowledge for Admission Test of Dhaka University D Unit

×

Subscribe to University Admission Information, Ssc, Hsc, Iba, Bba, Mba, Emba, Bcs Exam Resources

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×