Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

পদার্থের সুলুকসন্ধান-সপ্তম শ্রেণী

পদার্থের সুলুকসন্ধান! অর্থাৎ পদার্থের খোঁজখবর। এই যে আমাদের চারপাশে এত বস্তু আমরা দেখি তার ভেতরকার গঠন আসলে কেমন? পদার্থকে আমরা যদি ভাঙতে থাকি, তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কী দেখব? ঠিক কী কারণে আমরা একেক পদার্থে একেক রকম বৈশিষ্ট্য দেখি? এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এবারের শিখন অভিজ্ঞতা ‘পদার্থের সুলুকসন্ধান!’

প্রথম ও দ্বিতীয় সেশন ঃ

ধাতুঃ যে সকল পদার্থ চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী সেগুলোকে ধাতু বলে। যেমন: স্টিল, লোহা, তামা, আলুমিনিয়াম ইত্যাদি।

অধাতুঃ যে সকল পদার্থ চকচকে নয়, ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ করে না এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী নয় সেগুলোকে অধাতু বলে। যেমন: কাঠের বস্তু, প্লাস্টিকের বস্তু, কাপড় ইত্যাদি।

বস্তুর নাম

বস্তুটি যে
পদার্থ দিয়ে তৈরি

বস্তুটির
বাহ্যিক অবস্থা (কঠিন / তরল / বায়বীয়
 

বস্তুটির
বৈশিষ্ট্য কী কী (ভঙ্গুর কিনা
, আঘাত করলে ঝনঝন
শব্দ হয় কিনা
, চকচকে কিনা
ইত্যাদি

বস্তুটি কি কাজে
লাগে
?

কড়াই

লোহা

কঠিন

ভঙ্গুর কিনা = না
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = হ্যা
চকচকে কিনা = হ্যা

খাবার রাখা বা রান্না করার জন্য ব্যবহৃত হয়। 

ফ্যান

লোহা

কঠিন

ভঙ্গুর কিনা = না
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = হ্যা
চকচকে কিনা = হ্যা

ঘর ঠাণ্ডা বা
শীতল করতে ব্যবহৃত হয়।
 

হাড়ি

এলুমিনিয়াম/দস্তা/স্টীল

কঠিন

ভঙ্গুর কিনা = না
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = হ্যা
চকচকে কিনা = হ্যা

খাবার রাখা বা রান্না করার জন্য ব্যবহৃত হয়। 

চেয়ার/টেবিল

কাঠ

কঠিন

ভঙ্গুর কিনা = হ্যাঁ
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = না
চকচকে কিনা = না

বসার জন্য
ব্যবহৃত হয়।

টুল/বেঞ্চ

কাঠ

কঠিন

ভঙ্গুর কিনা = হ্যাঁ
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = না
চকচকে কিনা = না

বসার জন্য
ব্যবহৃত হয়।

হোয়াইট  বোর্ড

প্লাস্টিক 

কঠিন

ভঙ্গুর কিনা = হ্যাঁ
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = না
চকচকে কিনা = না

লেখার জন্য
ব্যবহৃত হয়।

ডাস্টার

প্লাস্টিক,কাঠ ও কাপড়

কঠিন 

ভঙ্গুর কিনা = হ্যাঁ
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = না
চকচকে কিনা = না

লেখা মুছার জন্য ব্যবহৃত হয়।

কলম

প্লাস্টিক 

কঠিন 

ভঙ্গুর কিনা = হ্যাঁ
আঘাত করলে ঝনঝন শব্দ হয় কিনা = না
চকচকে কিনা = না



This post first appeared on Vegetable-recipes, please read the originial post: here

Share the post

পদার্থের সুলুকসন্ধান-সপ্তম শ্রেণী

×

Subscribe to Vegetable-recipes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×