Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

SBI Bank Two wheeler Loan: SBI Bank থেকে Two wheeler Loan কিভাবে নেওয়া হয়?

SBI Bank Two wheeler Loan: SBI Bank থেকে Two wheeler Loan কিভাবে নেওয়া হয়?

SBI Bank Two wheeler Loan
SBI Bank থেকে Two wheeler Loan কিভাবে নেওয়া হয়? SBI Bank থেকে Two wheeler Loan এখন online-এ এপ্লাই করুন। অনেক সময় আমাদের এরকম হয় যে বাড়ি করার পরিকল্পনা আছে, কিন্তু আর্থিক অভাবের জন্য আমাদের বাড়ি তৈরির কাজ আমরা শুরু করতে পারছি না। 

আপনি যদি বাড়ি তৈরি করছেন এবং আপনার বাড়ি তৈরির জন্য লোনের প্রয়োজন হয় তাহলে SBI Bank-এর Loan আপনার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী বিকল্প হতে পারে।

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নেব SBI Bank-এর Two Wheeler Loan সম্পর্কে। SBI Bank-এর Two wheeler Loan এর সুদের হার কত, অনলাইন লোন নেওয়া পদ্ধতি ইত্যাদি।

SBI Bank-এর Two wheeler Loan-এর বিবরণ:

আপনি SBI Bank থেকে Home Loan ৫০,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০,০০০ টাকা পর্যন্ত নিতে পারেন। যাতে সুদের হার হবে ১৭.৮০ শতাংশ থেকে ১৪.৮০ শতাংশ পর্যন্ত হতে পারে। এই লোনটি শুধুমাত্র ১৮ থেকে ৬৫ বছরের ব্যক্তিদের দেওয়া যাবে।

SBI Bank-এর Two wheeler Loan কত দিনের জন্য পাওয়া যাবে?

SBI Bank থেকে হোম লোন নেওয়ার যোগ্যতা মানদণ্ডের জন্য আপনার কাছে থেকে যে সমস্ত কাগজপত্র এবং তথ্য চাওয়া হয়, লোনের পরিমাণ সেই ভিত্তিতে নির্ধারিত হয়। লোনের পরিমাণ অনুযায়ী লোন পরিশোধের সময় দেওয়া হয়ে থাকে। SBI Bank Two wheeler Loan সব থেকে বেশি ৬০ মাসের জন্য অফার করে থাকে। আপনার লোনের পরিমাণ এর ওপর ভিত্তি করে আপনার সুদের হার অর্থাৎ EMI নির্ধারিত করা হয়।

SBI Bank-এর Two wheeler Loan এর সুদের হার:

আপনাদেরকে যে কোন ব্যাংক থেকে লোন নেওয়ার আগে সব সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যার মধ্যে সবথেকে প্রধান হল সুদের হার। সাধারণত সুদের হার যেকোনো লোনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। সুদের হারের ওপরেই নির্ভর করে লোন নেওয়া উপকারী না ক্ষতিকর। তবে SBI Bank এর সুদের হার ১৭.৮০% থেকে শুরু করে ১৯.৫৫% পর্যন্ত হয়। আর প্রসেসিং ফি দিতে ২%, এটা এক বারই দিতে হবে।

SBI Bank-এর Two wheeler Loan এর প্রসেসিং ফি কত?

 SBI Bank এর ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে হোম লোনের ক্ষেত্রেও প্রযোজ্য প্রসেসিং ফি। প্রসেসিং ফি হলো লোনের পরিমাণের ২% + GST। প্রসেসিং ফি সব থেকে কম হল ১০০০ টাকা + GST, আর সব থেকে বেশি হল ১০০০০ টাকা + GST। 

SBI Bank-এর Two wheeler Loan এর প্রয়োজনীয় নথি:

  • আবেদনকারীর পরিচয় পত্র থাকা আবশ্যক। 
  • SBI Bank-এর Two wheeler এর আবেদন পত্র অর্থাৎ Application form।
  • পাসপোর্ট সাইজের ফটো দুই কপি যা আবেদন পত্রে লাগাতে হবে।
  • পরিচয় প্রমাণ হিসাবে যেকোনো একটি - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, ড্রাইভিং লাইসেন্স।
  • ঠিকানার প্রমাণপত্র হিসেবে যেকোনো একটি - আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট ফটো, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, সম্পত্তি করের রশিদ ইত্যাদি।

বেতনভোগীদের জন্য 

  • গত ছয় মাসের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট।
  • আয়ের প্রমাণপত্র হিসাবে বেতন ভোগের গত তিন মাসের বেতন স্লিপ এর জেরক্স আর সবশেষ ফর্ম ১৬।
  • আর পেনশন ভোগী হলে তার PPO কপি।

 ব্যবসায়ীদের জন্য

  • গত বারো মাসের ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট।
  • আ এর প্রমাণ সর্বশেষ এক বছরের ITR অথবা GST return।

চাষীদের জন্য

  • প্রত্যক্ষ কৃষি কার্যক্রম: ফসলের ধরণ দেখানো / জমির দখল দেখানো ছবি সহ। সমস্ত জমি ফ্রি হোল্ডের ভিত্তিতে হতে হবে আর লোন গ্রহীতার নামে জমির মালিকানার প্রমাণ থাকতে হবে।
  • সহযোগী কৃষি কার্যক্রম (যেমন ডেইরি, পোল্ট্রি, প্ল্যান্টেশন/হর্টিকালচার): কার্যক্রম চালানোর ডকুমেন্টারি প্রমাণ দেখাতে হবে।

SBI Bank-এর Two wheeler Loan এর যোগ্যতা:

  1. SBI Bank-এর Two wheeler Loan পেতে গেলে আপনার বয়স কম করে ১৮ বছরের বেশি হওয়া উচিত এবং ৬৫ বছর বেশি নয়।
  2. বেতনভোগী হতে হবে ।
  3. পেনশনভোগীদের SBI Bank তে পেনশন অ্যাকাউন্ট বজায় রাখা।
  4. পেশাদার, স্ব-নিযুক্ত এবং অন্যান্য আইটি মূল্যায়ন।
  5. কৃষি ও সহযোগী কাজে নিয়োজিত ব্যক্তি।

SBI Bank-এর Two wheeler Loan নেওয়ার পদ্ধতি:

  1. SBI Bank থেকে Two wheeler Loan অনলাইন এবং অফলাইন দুইভাবেই নেওয়া যায়।
  2. অনলাইন নেওয়ার জন্য Yono SBI অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।
  3. তারপর Loans এতে ক্লিক করতে হবে।
  4. অথবা গুগলের সার্চ করে SBI Bank এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  5. তারপর সেখানে গিয়ে Two wheeler Loan সার্চ করতে হবে।
  6. তারপর যার যার ডকুমেন্ট চাইবে যেমন যেমন চাইবে সেরকম ভাবে ফর্মটি ভরতে হবে।
  7. অথবা আপনি যদি অফলাইন এপ্লাই করেন তাহলে কাছাকাছি যে কোন SBI ব্যাংকের শাখায় যাবেন সমস্ত রকম কাগজপত্র নিয়ে। 
  8. ওখানে এপ্লিকেশন ফর্ম নিয়ে ফিলাপ করে জমা করে দেবেন।

SBI Bank-এর Two wheeler Loan এর হেল্পলাইন নম্বর:

SBI Bank-এর হেল্পলাইন নম্বরটি হল - ১৮০০ ৪২৫ ৩৮০০

উপসংহার:

আজকে আমরা আমাদের এই আর্টিকেলটিতে জেনে নিলাম SBI Bank থেকে Two wheeler Loan লোন নেওয়ার পদ্ধতি সম্পর্কে। আশা করি আমাদের এই আর্টিকেলটি আপনাদের বোঝার মত হয়েছে। যদি ভালো লাগে আর যদি আপনাদের উপকারে আসে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে জানান। সুস্থ থাকুন। ধন্যবাদ।



This post first appeared on Sasthoidami.com, please read the originial post: here

Share the post

SBI Bank Two wheeler Loan: SBI Bank থেকে Two wheeler Loan কিভাবে নেওয়া হয়?

×

Subscribe to Sasthoidami.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×