Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

পা ফুলতে শুরু করা মানেই কি কিডনির সমস্যা ? / Is swelling of legs (edema) means kidney problem ?

[* Disclaimer : This Article is not a doctor's suggestion. Whole article is written on the basis of personal experience of a patient.]

হঠাৎ পা ফুলতে শুরু করা মানেই কি কিডনির সমস্যা ?

আমাদের অনেকেরই একটা বাজে স্বভাব আছে যে শরীরে কোনো রোগ বা সমস্যা হলে প্রাথমিক অবস্থায় সেটাকে বেশি গুরুত্ব দিই না। অনেকসময় পাড়ার ওষুধের দোকানে জিজ্ঞেস করে ওষুধ খেয়ে নিয়ে রোগটাকে কিছু দিনের জন্য ধামাচাপা দিই যার ফলে বেশিরভাগক্ষেত্রেই রোগ তো পাকাপাকিভাবে সারেই না উল্টে পরবর্তীকালে আরও বড়ো সমস্যা নিয়ে ডাক্তারখানায় যেতে হয়। 

যাইহোক প্রসঙ্গে ফিরে আসি, নিজস্ব অভিজ্ঞতা থেকে দেখেছি হঠাৎ কারোর পা ফুলতে শুরু করলে পরিচিতরা বেশিরভাগ ক্ষেত্রে ধরেই নেয় যে কিডনি খারাপ হয়ে গেছে। হ্যাঁ একথা সত্য যে কিডনির সমস্যা হলে পা ফোলে, তার মানে এই নয় যে পা ফুলে যাওয়া মানেই কিডনি খারাপ হয়ে গেছে।আর কিডনির কোনো সমস্যা হলেই যে জীবন শেষ হয়ে গেল এমনটা কিন্তু নয়।  প্রাথমিক অবস্থায় কিডনির কোনো সমস্যা ধরা পড়লে ওষুধ এবং নিয়ন্ত্রিত জীবনযাত্রা দ্বারাই কিডনি আবার তার আগের কার্যক্ষমতা ফিরে  পেতে পারে এবং আপনিও সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন।  কিডনি কেমন আছে তা জানার প্রাথমিক উপায় হল রক্তে ইউরিয়া ক্রিয়েটিনিন পরীক্ষা। এই পরীক্ষাটি সাধারণত খালি পেটে করতে হয়।

কি কি কারনে হঠাৎ পা ফুলতে পারে ?

শরীরের কোনো অংশ ফুলে যাওয়াকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় "এডেমা" বলে।এডেমাকে ঠিক রোগ বলা চলে না বরং এটিকে  শরীরের অন্য কোনো রোগের লক্ষণের প্রকাশ বলা যেতে পারে। আর "এডেমা" বিভিন্ন কারণে হতে পারে যেমন:
·         কিডনির সমস্যা
·         শরীরে কোথাও ইনফেকশন
·         চোট
·         প্রেগন্যান্সি
·         হার্টের সমস্যা
·         লিভারের সমস্যা
·         প্যানক্রিয়াটাইটিস
·         মূত্রনালির সমস্যা
·         সেলুলাইটিস
·         ফাইলেরিয়াসিস
·         থ্রোম্বসিস
·         রক্তে প্রোটিনের (অ্যালবুমিন) মাত্রা কমে যাওয়া
·         রক্তে সোডিয়ামের মাত্রা


This post first appeared on LIMITED UNLIMITED, please read the originial post: here

Share the post

পা ফুলতে শুরু করা মানেই কি কিডনির সমস্যা ? / Is swelling of legs (edema) means kidney problem ?

×

Subscribe to Limited Unlimited

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×