Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই চলবে! আবেদন করলেই মিলবে নগদ ৮০০ টাকা, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প

রাজ্যবাসীর জন্য মুখ্যমন্ত্রী শুরু করলেন নতুন এক প্রকল্প। খুবই সামান্য কিছু শর্ত পূরণ করলেই পাওয়া যাবে মোটা অংকের নগদ টাকা। কারা পাবে? কী করে পাবে, আর কতই বা পাবে-সেটাই জানাবো এই প্রতিবেদনে।

রাজ্যের শিশু,অল্পবয়স্ক, যুবক, মধ্যবয়স্ক, বাড়ির মহিলা, স্কুল পড়ুয়া ছেলে মেয়ে- বলতে গেলে সকলের জন্যই মুখ্যমন্ত্রী কোনো না কোনো প্রকল্প চালু করেছেন। স্বাস্থ্য সাথী,খাদ্য সাথী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ এবং বিভিন্ন ধরনের স্কলারশিপের মাধ্যমে ইতিমধ্যেই রাজ্যের শিক্ষার্থীরা সরকারি সুবিধা পাচ্ছেন। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে আরো সুবিধা নতুন করে শুরু করেছেন বিশেষ এক প্রকল্প।

প্রথমেই বলে রাখি এই প্রকল্পের সুবিধা পেতে গেলে ঠিক কোন কোন শর্ত পূরণ করতে হবে। শর্তের মধ্যে তেমন কিছুই রাখা হয়নি। শুধুমাত্র বলা হয়েছে এ রাজের স্থায়ী বাসিন্দা হতে হবে ; আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় যেন আড়াই লক্ষ টাকার নিচে থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আবেদনকারী যেন অবশ্যই এরাজ্যের কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বা সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হয়ে থাকে।

শর্তগুলো শুনে হয়তো বুঝতে পারছেন যে এই প্রকল্পটা শুরু করা হয়েছে রাজ্যের শিক্ষার্থীদের জন্য। মুখ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য নতুন যে প্রকল্প শুরু করেছেন তার নাম হলো ‘মেধাশ্রী প্রকল্প (Medhashree Prokolpo)’.মেধাশ্রী প্রকল্প শুরু করা হয়েছে রাজ্যে সংখ্যালঘু শ্রেণির শিক্ষার্থীদের জন্য। মেধাশ্রী প্রকল্পে রাজ্যের সংখ্যালঘু শিক্ষার্থীরা আবেদন করলে পেয়ে যাবেন নগত ৮০০ টাকা।।

পঞ্চম থেকে নবম শ্রেণীতে পাঠরত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ‘https://www.wbmdfc.org/‘ ওয়েবসাইট ভিজিট করে মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারেন।

The post পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই চলবে! আবেদন করলেই মিলবে নগদ ৮০০ টাকা, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প appeared first on India day30.



This post first appeared on INDIA DAY30 MEDIA, please read the originial post: here

Share the post

পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেই চলবে! আবেদন করলেই মিলবে নগদ ৮০০ টাকা, মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প

×

Subscribe to India Day30 Media

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×