Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

মাধ্যমিক পড়ুয়াদের জন্য খুশির খবর! এই দিন বের হবে পরীক্ষার রেজাল্ট! বড় ঘোষণা পর্ষদের

এই মুহূর্তে মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে উদ্বেগ জনক এবং উত্তেজনাপূর্ণ একটি বিশষ হচ্ছে মাধ্যমিকের ফলাফল (West Bengal Madhyamik Result ২০২৪) কবে নাগাদ বের হবে। আর এই রেজাল্টের কথা চিন্তা করে করে পড়ুয়ারা বর্তমানে চাতক পাখির মতো লাফাচ্ছে। তবে একটি ভালো খবর হচ্ছে যে রাজ্যের পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে মাধ্যমিক পরিক্ষার রেজাল্টে বের হাওয়া নিয়ে একটি স্পষ্ট ইঙ্গিত দিলেন। কি সেই ইঙ্গিত চলুন জেনে নিই।

আপনার সবাই হয়তো জানেন যে দেশে লোকসভা নির্বাচন চলছে। এদিকে আবার পশ্চিমবঙ্গে তীব্র গরমের কারণে একাকার পরিস্থিতি। তার উপর SSC নিয়োগ দুর্নীতিতে ২৫,০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে এই মুহূর্তে তুলুন সরগরম পশ্চিমবঙ্গ। তার উপর আবার মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে পর্ষদ কে। সাধারণত পরীক্ষার ৯০ দিন পর প্রকাশ পায় মাধ্যমিক পরীক্ষার ফলাফল। অপরদিকে রাজ্যে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২ ফেব্রুয়ারি থেকে, যা চলেছিল ১২ই ফেব্রুয়ারি পর্যন্ত। তবে এর মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ নিয়ে গুরুত্বপূর্ণ খবর উঠে আসছে।

সোমবার সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানায় যে ভোট আবহের মধ্যেই প্রকাশ পাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে স্কুলে মার্কশিট বের হতে কিছুটা সময় লাগতে পারে।  তিনি বলেন যে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে সব প্রস্তুতি প্রায় শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে পর্ষদের তরফ থেকে। তবে এখন দেখার বিষয় এই যে ‘মে’ মাসের প্রথম সপ্তাহের মধ্যে মাধ্যমিকের ফল আদৌও প্রকাশ পায় কিনা।

আরও পড়ুন: পড়ুয়ারা আর স্কুল ফাঁকি দিতে পারবেন না। স্কুল ফাঁকি দিলে এসএমএস যাবে অভিভাবকের মোবাইলে

The post মাধ্যমিক পড়ুয়াদের জন্য খুশির খবর! এই দিন বের হবে পরীক্ষার রেজাল্ট! বড় ঘোষণা পর্ষদের appeared first on India day30.



This post first appeared on INDIA DAY30 MEDIA, please read the originial post: here

Share the post

মাধ্যমিক পড়ুয়াদের জন্য খুশির খবর! এই দিন বের হবে পরীক্ষার রেজাল্ট! বড় ঘোষণা পর্ষদের

×

Subscribe to India Day30 Media

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×