Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

পুজোর আগে সবাইকে ১টি করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র! রেডি রাখুন এই কাগজ

যদি আপনার ঘরে কোন গ্যাস সিলিন্ডার (Gas cylinder) না থেকে থাকে আর আপনারও এই মুহূর্তে সিলিন্ডারের প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনার জন্য রয়েছে একটি দারুণ সুখবর। কারণ দুর্গাপূজার আগে কেন্দ্রীয় সরকার থেকে আপনিও পেতে পারেন নতুন গ্যাস সিলিন্ডার, তাও আবার এক টাকা খরচ না করেই। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার হাতে ধরে অনেকেই পাবেন নতুন গ্যাস সিলিন্ডার একেবারে বিনামুল্যে। কিন্তু কিভাবে পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত।

PM Ujjwala Yojana 2.0 : তবে সকলেই যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে নতুন গ্যাস সিলিন্ডার পাবেন ব্যাপারটা কিন্তু তেমন নয়। যেই সমস্ত পরিবারে আগে থেকে কোনো গ্যাস সিলিন্ডার নেওয়া হয়নি এবং যাদের বিপিএল রেশন কার্ড রয়েছে, শুধুমাত্র সেই সমস্ত পরিবারের মহিলারাই এই যোজনার মাধ্যমে বিনামুল্যে নতুন সিলিন্ডার পাবেন। এর জন্য সেই বিবাহিত মহিলাকে আবার অন্ততপক্ষে ১৮ বছর বয়স্ক হতেই হবে।

কিভাবে পাবেন বিনামুল্যে গ্যাস সিলিন্ডার? 

PM Ujjwala Yojana 2.0 মাধ্যমে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য আপনাদের কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সেখানে Apply For New Ujjwala 2.0 Connection অপশন পাবেন। আপনাদের সেখানে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য সহকারে Form ফিলাপ করতে হবে। Form ফিলাপ করা হয়ে গেলে আপনি যে পিডিএফ পাবেন সেই পিডিএফ টাই আপনার লোকাল গ্যাস ডিস্ট্রিবিউটরের কাছে জমা দিতে হবে। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনি খুব সহজেই এই যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার থেকে একেবারে বিনামূলক গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন।।

The post পুজোর আগে সবাইকে ১টি করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র! রেডি রাখুন এই কাগজ appeared first on India day30.



This post first appeared on INDIA DAY30 MEDIA, please read the originial post: here

Share the post

পুজোর আগে সবাইকে ১টি করে ফ্রিতে গ্যাস সিলিন্ডার দেবে কেন্দ্র! রেডি রাখুন এই কাগজ

×

Subscribe to India Day30 Media

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×