Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এর সুরক্ষা সেবা বিভাগ ১৩/১২/২০২২ তারিখে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারির মাধ্যমে, পূর্বের পাসপোর্টে থাকা ভুল সমূহ সংশোধন করার সুযোগ দিয়েছে। ই পাসপোর্ট চালুর পরে এই প্রথম বাংলাদেশ সরকার এমন একটি সিধ্যান্ত নিয়েছে। 

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন / পরিপত্র ২০২৩

বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ পরিপত্রের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরের সকল নাগরিক এবং প্রবাসে বসবাসকারী ২ কোটি প্রবাসীর দীর্ঘ দিনের ভোগান্তি দূর করতে চেষ্টা করেছে। বাংলাদেশ  পাসপোর্ট অধিদপ্তর আগেও ২ টি পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছিলো, যা সর্বশেষ ১৩/১২/২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে সে গুলো বাতিল হয়েছে।


পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২ - ২০২৩

১৩ ডিসেম্বর ২০২২ তারিখের সর্বেশষ জারি কৃত প্রজ্ঞাপন বা নোটিশ সম্পর্কে বিস্তারিত ভাবে বিশ্লেষণ করার আগে একনজরে দেখে নিন।

  1. বাংলাদেশের মধ্যে এবং দেশের বাইরে ( প্রবাসী ) বসবাসকারী বাংলাদেশী নাগরিকদের NID ও Passport এর মধ্যে তথ্যের যে পার্থক্য আছে তা বাংলাদেশ সরকার কতৃক ইস্যু কৃত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী রি - ইস্যু করতে হবে বা NID অনুযায়ী সংশোধিত হবে।
  2. তবে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে BRC / জন্মনিবন্ধন বিবেচনা করে রি ইস্যু হবে।
  3. প্রয়োজনে JSC/JDC/SSC/দাখিল/ কারিগরি/উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও এর সমমানের শিক্ষা সনদপত্র বিবেচনা পূর্বক পাসপোর্ট সংশোধন করা যাবে।
পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন ২০২২ - ২০২৩

পরিপত্র জারির মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট সংশোধন আরো সহজ হয়ে গেল। এখন প্রবাসে বসবাসকারী বাংলাদেশীরা জাতিয়পরিচয় দিয়ে সহজেই তাঁদের কাছে থাকা পাসপোর্ট রি ইস্যুর সময় সংশোধন করতে পারবে।

যদি আবেদনকারীর অপ্রাপ্তবয়স্ক হয় তবে BRC / জন্মনিবন্ধন সনদ দিয়েও পাসপোর্ট সংশোধন করতে পারবে।

বিঃদ্রঃ তবে একটা সমস্যা থেকেই যাচ্ছে তা হল, অনেক প্রবাসীর NID কার্ড নেই। অনেক দিন প্রবাসে আছে এবং তাঁদের বয়স ২০ + । এই সব প্রবাসীদের ভোগান্তি এখনো থেকে যাবে।

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন PDF ডাউলোড করে কাছে রেখে দিতে পারেন এখান থেকে

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ০৩/১১/২০২২ (যা এখন বাতিল)

বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর কতৃক পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন বা পরিপত্র জারি করে ৩ নভেম্বর ২০২২ তারিখে, যেখানে পাসপোর্ট সংশোধনে কি কি ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবে তা উল্লেখ ক্রা হয়েছিলো। প্রজ্ঞাপন টি বাতিল হলেও গুরুত্বপূর্ন তথ্য বিধায় নিচে দেওয়া হল। 

💢পূর্বের পাসপোর্টে থাকা তথ্য পরিবর্তন বা সংশোধনে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেইঃ


👉 যে সকল আবেদনকারীর বাংলাদেশের শিক্ষা বোর্ড প্রদত্ত সনদ (JSC / SSC / JDC / কারগরি /  সমমানের) আছে তাঁদের কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉  বয়স পরিবর্তনের ক্ষেত্রে হলফনামা বা কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉 স্বামী অথবা স্ত্রীর নাম যোগ করতে অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।


👉  নামের বানান পরিবর্তনের ক্ষেত্রে যদি উচ্চরণগত পরিবর্তন না হয় সে ক্ষেত্রে কোট এফিডেফিট বা হলফনামা প্রয়োজন নেই

কিছু উদাহরণ দেওয়া হল যাতে বুঝতে সুবিধা হয়:
  • AKTAR ⇒ AKHTAR
  • AKTAR ⇒ AKTER
  • NUR ⇒ NOOR
  • SIDDIQUE ⇒ SIDDIK
  • PULOK ⇒ PULAK
  • HOSSAIN ⇒ HOSSEN/HOSEN
  • ROHIM ⇒ RAHIM
  • KARIM ⇒ KORIM

👉  নিজ নাম, পিতা, মাতা, স্ত্রী, স্বামী 'র নামের আগে MD, MOHAMMAD, MOHA, MOHD, MOST, MST, MISS, MRS, SREE ইত্যাদি সংযোজন অথবা বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

👉 পাসপোর্ট এ থাকা নামের আগে ব্যাবহার করা পদবী / খেতাব / উপাধি / সম্মানসূচক শব্দ বাদ দিতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

বুঝতে সুবিধার জন্য কিছু উদাহরণ দেওয়া হল:

DOCTOR, BIR MUKTIJODDHA, PROFESSOR, ENGINEER, MAJUR, HAZI, MAWLANA, MR, MRS, MISS, PHD, LATE, ALHAZ ইত্যাদি।


👉  আবেদনকারীর ইচ্ছা অনুযায়ী নাম পুনঃ বিন্যাস করতে কোট এফিডেফিট প্রয়োজন নেই।

যেমন আগের পাসপোর্ট এ Given name: MD RAJU Surname: AHMED ছিল এখন আপনি Given name:MD এবং Surname:RAJU AHMED করতে চাচ্ছেন।

অথবা Given name: MST MIME BINTA Surname: RASID এখন আপনি চাচ্ছেন Given name: MST MIME এবং Surname: RASID BINTA করতে। 

এমন ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন নেই

💢 পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের জন্য যে সকল ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন হবেঃ


👉 যে সকল আবেদনকারীর বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা সনদ নেই, তাঁদের নিজ নাম, বয়স, পিতা, মাতা সম্পূর্ণ নাম পরিবর্তনের ক্ষেত্রে কোট এফিডেফিট প্রয়োজন।

👉 যে সকল আবেদনকারী বাংলাদেশের শিক্ষা বোর্ড কতৃক প্রদত্ত শিক্ষা নেই তাঁদের নিজ নাম, পিতার নাম, মাতার নাম, আংশিক পরিবর্তনের জন্যও কোট এফিডেফিট প্রয়োজন হবে।


চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত প্রজ্ঞাপন ২৮/০৪/২০২১ (যা এখন বাতিল)

২৮ এপ্রিল ২০২১ তারিখে পাসপোর্ট সংশোধনে কিছু নির্দেশনা এসেছিলো বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে। যেখানে পাসপোর্ট এ জন্মতারিখ সংশোধনের সুযোগ দেওয়া হয়েছিলো ৫ বছরের। 

এবং ঐ পাসপোর্ট সংশোধন প্রজ্ঞাপনে পাসপোর্ট সংশোধনের অনুমতি দেওয়া হয়েছিলো নিচে দেওয়া নির্দেশনা অনুসারে।

💢 পাসপোর্টে নিজ নাম, পিতা মাতা'র নাম এবং বয়স সংশোধনের জন্য
  • প্রাপ্ত বয়স্কদের জন্য NID এবং শিক্ষাগত সনদ বিবেচনা করা হবে
  • যাদের শিক্ষাগত সনদ নেই তাঁদের ক্ষেত্রে BRC বা ইংরেজি ভার্সনের জন্মনিবন্ধন গ্রহণ করবে।
  • অপ্রাপ্তদের ক্ষেত্রে BRC বা জন্মসনদ বিবেচনা করা হবে।
  • প্রয়োজন হলে NSI / DB অথবা অন্য কোন স্পেশাল ব্রাঞ্চের । গোয়েন্দা দিয়ে তথ্য যাচাই করা হবে।
  • বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বচ্চ ৫ বছর বিবেচনা করা হবে।

💢 সরকারী চাকুরীজীবীদের পাসপোর্টের তথ্য সংশোধনের সুযোগ নেই। তবে চাকরীর আগে পাওয়া পাসপোর্ট সঠিক প্রমাণের ভিত্তিতে সংশোধনের সুযোগ আছে।

💢 বিদেশে বসবাসরত বাংলাদেশী নাগরিকগণ পাসপোর্ট সংশোধন আবেদন করতে সংশ্লিষ্ট দেশে বসবাসের প্রমাণক, ছবি, নাম, এবং বয়স উল্লেখ আছে এমন ডকুমেন্ট আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে ( Permanent Resident Card / Job ID Card / Studint ID Card / Drinving Licence )

💢 প্রবাসী নাগরিকগণ এই পরিপত্র জারির ৬ মাসের মধ্যে পাসপোর্ট সংশোধনের আবেদন করতে পারবেন।

💢 MRP তে কোন সংশোধনী থাকলে পুলিশ ভেরিফিকেশন বাধ্যত্বামুলক নয়।

💢 কোন প্রবাসীর পাসপোর্ট হারিয়ে গেলে যে দেশে বসবাস করছেন সেই পুলিশ কতৃক হারানো পাসপোর্ট সংক্রান্ত পুলিশ প্রতিবেদন আবেদনে সংযুক্ত করতে হবে।

বিঃদ্রঃ পাসপোর্ট এর তথ্য পরিবর্তনের ফলে ভবিষ্যতে কোন আইনি জটিলতা হলে আবেদনকারী ই দায়ী থাকবেন মর্মে অঙ্গীকারনামা জমা দিতে হবে আবেদনের সাথে।

চিত্রঃ পাসপোর্ট সংশোধন সংক্রান্ত পরিপত্র 28 April 2021


ই পাসপোর্ট চালুর পরে পূর্বের MRP পাসপোর্টে থাকা ভুল সংশোধনের সুযোগ দিয়ে পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন জারি হয় ১৩ ডিসেম্বর ২০২২ তারিখে। এর আগেও ২ টি পরিপত্র জারি হয়েছে সে গুলো ১৩ ডিসেম্বর ২০২২ তারিখের প্রজ্ঞাপনের পরে বাতিল হয়েছে। 

এই ভাবে হয়তো আগামীতে আরো কিছু প্রজ্ঞাপন আসতে থাকবে সেগুলো জানতে আমাদের সাথে থাকুন। কোন তথ্য বুঝতে অসুবিধা হবে নিচে কমেন্ট করে জানতে ভুলবেন না। 

তথ্য সুত্রঃ ssd.gov.bd , epassport.gov.bd এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর বাংলদেশ




This post first appeared on Educational Website, please read the originial post: here

Share the post

পাসপোর্ট সংশোধন সংক্রান্ত সর্বশেষ প্রজ্ঞাপন-২০২২/২৩ জন্ম তারিখ সংশোধন সহ

×

Subscribe to Educational Website

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×