Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

১০১ টি সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি

 আমাদের প্রিয় বন্ধু ও প্রিয়জনদের তাদের জন্মদিনের উপলক্ষে শুভ জন্মদিনের শুভেচ্ছা পাঠিয়ে তাদের শুভেচ্ছা জানানো আমাদের কর্তব্য। যদি আপনিও আপনার বন্ধু-বান্ধবদের বাংলা জন্মদিনের SMS শেয়ার করতে চান তাহলে আপনি একবারে সঠিক পোস্টে এসেছেন কারণ আমরা এই পোস্টে সব থেকে সেরা হ্যাপি বার্থডে উইশ (Subho Jonmodin) এর একটি সংগ্রহ এই পোস্টে শেয়ার করেছি যা আপনারা খুব সহজেই কপি করে শেয়ার করতে পারেন। তাছাড়া কিছু ভালো ভালো বার্থডে মেসেজ ছবি হিসাবে ডাউনলোড করে বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন।

শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা

বার বার ফিরে আসুক এই শুভ দিন,
হয়ে উঠুক তোমার জীবন রঙিন।
শুভ জন্মদিনের অনেক শুভেচ্ছা!

শুভেচ্ছা আমার,
তোমার ভবিষ্যৎ যেন,
সবসময় উজ্জ্বল থাকে।
ভালোবাসা সহ জানাই শুভ জন্মদিন!

মাস যায় বছর আসে,
সবাই আশায় থাকে একটি সুদিনের,
আমি আশায় থাকি তোমার জন্মদিনের।
~শুভ জন্মদিন~

শুভ জন্মদিনের শুভেচ্ছা প্রেমিকার জন্য

প্রচুর ভালোবাসা এবং
হাজার হাজার অভিনন্দন।
~শুভ জন্মদিন~

তোমার এই জন্মদিনে রইল অনেক
ভালোবাসা ও শুভেচ্ছা।

জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস ও ছবি

নতুন সকাল নতুন দিন,
নতুন করে শুরু,
যা যেন কখনো হয় না শেষ।
তোমার এই জন্মদিনে রইল অনেক
ভালোবাসা ও শুভেচ্ছা।

তোমার জীবন হয়ে উঠুক
রামধনুর সাত রঙে রঙিন
প্রতি বছর তোমার বয়সের
সাথে সাথে বাড়ুক তোমার
বুদ্ধি ও যশ.. শুভ জন্মদিন!

সকাল থেকে সন্ধ্যা,
তোমার জন্মদিন হোক উজ্জল,
জন্মদিনে আন্তরিক অভিনন্দন!

অনেক সফলতা অর্জন কারো এবং
আনন্দিত হোক তোমার জীবন।
শুভ জন্মদিনের ভালোবাসা ভরা শুভেচ্ছা!

প্রতিদিনই জন্মদিনের মত আনন্দে
পরিপূর্ণ থাকুক! আজকের দিনটা
প্রানখুলে উপভোগ কর। শুভ জন্মদিন!

সেরা জন্মদিনের কবিতা

আজ বাতাসে সুভাষিত স্নিগ্ধতা,
পাখিরা সারি সারি গাইছে গান
প্রকৃতি হেলে-দুলে হয়েছে রঙিন
ফুলেরা সব ফুটেছে বাগানে
আজ আমার প্রিয়ার জন্মদিন।
শুভ জন্মদিন প্রিয়!

আরো পড়ুন – Birthday Wishes Bengali

আজকের এই বিশেষ দিনে
হয়ে ওঠো আরো নবীন
ভালোবেসে জানাই
তোমায় শুভ জন্মদিন।

জন্মদিনে কি বা দিবো তোমায় উপহার?
বাংলায় নাও ভালোবাসা,
হিন্দিতে নাও পেয়ার।
শুভ জন্মদিন বন্ধু।

তোর জন্য ভালোবাসা
লক্ষ গোলাপ জুঁই,
হাজার লকের ভীরে আমার,
থাকবি হৃদয়ে তুই। শুভ জন্মদিন



This post first appeared on Jibon Official, please read the originial post: here

Share the post

১০১ টি সেরা শুভ জন্মদিনের শুভেচ্ছা বার্তা, স্ট্যাটাস ও ছবি

×

Subscribe to Jibon Official

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×