Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

শুভ রাত্রি মেসেজ | Bangla Good Night SMS, Shayari & Kabita

গুড নাইট মেসেজ ও শায়রি – আমাদের মধ্যে অনেকেই আছেন যারা তাদের প্রিয় বন্ধু ও ভালোবাসার মানুষকে শুভ রাত্রির শুভেচ্ছা দেওয়ার জন্য কিছু ভালো ভালো Bengali Good Night SMS ও Shubo Ratri Shyarai ইন্টারনেট প্রায় সার্চ করে থাকে। সেইজন্য আমার এই পোস্টের মাধ্যমে আমাদের বন্ধুদের জন্য শুভ রাত্রির শুভেচ্ছা জানানোর জন্য শুভ রাত্রির মেসেজ, স্ট্যাটাস ও কবিতার একটি সেরা সংগ্রহ নিয়ে এই পোস্টে হাজির হয়েছে। আপনারা খুব সহজেই এই সমস্ত Bangla Good Night SMS কপি করে প্রিয়জনদের সাথে ভাগ করে দিনের শেষে শুভ রাত্রির শুভেচ্ছা টুকু জানতে পারেন।

Bangla Good Night SMS & Shayari শুভ রাত্রির শুভেচ্ছা


শুভেচ্ছা

মেঘলা আকাশ বইছে বাতাস আবছা চাঁদের
আলো রাত হয়েছে ঘুমিয়ে পড়ো স্বপ্ন দেখো ভালো।
"রাত তো অনেক হলো আবার চলো শুয়ে পড়ি
করবো না আর দেরি কারণ কাল যেতে হবে
তোমার বাড়ি।" – শুভ রাত্রি বন্ধু।

New Bengali Good Night Shayari Sms – গুড নাইট মেসেজ

রাতের মাঝে লুকিয়ে রাখা অনেকখানি আশা,
শুভ রাত্রি বলে তোমায় জানাই ভালোবাসা।
স্বপ্ন মানে বাতির খেলা, স্বপ্ন ভালোবাসা!
স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা
স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী
স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি

শুভ রাত্রির সেরা শুভেচ্ছা বার্তা – Bangla Good Night Sms

সপ্ন গুলো সত্যি হোক,
সকল আশা পূরণ হোক,
দুঃখ গুলো দূরে যাক,
সুখে জীবনটা ভরে যাক শুভ কামনা রইলো।
লের মতো সুন্দর তুমি সুন্দর তোমার মন
তার চেয়ে সুন্দর হোক তোমার জীবন।"
শুভরাত্রি শুভেচ্ছা জানাই
ভালো থাকো বন্ধু তুমি ভালো রাখো মন।
মন যদি চাই তবে করিও স্মরণ,
রাখো যদি বন্ধু আমায় তোমার মনে,
পাবে তবে আমায় খুঁজে তোমার স্বপনে।
"জ্যোছনা রাতে একা বসে তোমার কথা ভাবি
এই হৃদয়ের আঙ্গিনাতে তোমার ছবি আঁকি।"
– শুভ রাত্রি বন্ধু
রাতের আকাশে কি তোমাকে পাবো
না চারিদিকে মরীচিকা ভেবে দৌড়ে যাব৷
তুমি ভালো থেকো সুখে থেকো এটাই চাই
তাই চুপি চুপি শুভ রাত্রি বলে যায়।
এই রাতে এতো দুর থেকে যা দিতে পারি তা হলো
শুভেচ্ছা ও ভালোবাসা - শুভ রাত্রি খুব ভালো থেকো তুমি।
জ্যোৎস্না ভরা চাঁদের আলো বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো ঘুম আমায় জানিয়ে দিলো
নাই বা মনে করলে আমায় নাইবা নিলে খোঁজ
শুভ রাত্রিটা তবুও আমি দিয়ে যাব রোজ….

Shuvo Ratri SMS in Bengali – গুড নাইট মেসেজ

শুভ রাতের প্রতিটা মুহূর্ত খুব ভালো কাটুক তোমার আজকের রাত টা
তোমার সব চাওয়া পূর্ণ হোক সব স্বপ্ন সত্যি হোক ভালো থেকো।
ভালো থেকো আগামীকালের জন্য অফুরন্ত শুভেচ্ছা দিলাম।



This post first appeared on Jibon Official, please read the originial post: here

Share the post

শুভ রাত্রি মেসেজ | Bangla Good Night SMS, Shayari & Kabita

×

Subscribe to Jibon Official

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×