Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Bankim Chandra Chatterjee(MCQ)

নমস্কার পাঠকেরা,

তোমাদের সাথে শেয়ার করলাম বাংলা সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র       চট্টোপাধ্যায়ের কর্মজীবন সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ GK যা তোমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন | তুমরা কমেন্ট করলে অবশ্যই QNA  থাকবে বেশি(SUBJECT WISE)

শিক্ষাই শ্রেষ্ঠ বন্ধু। একজন শিক্ষিত ব্যক্তি সর্বত্র সম্মানিত হয়। শিক্ষা সৌন্দর্য ও যৌবনকে হারায়।-চাণক্য

আরোও পড়ো- রবীন্দ্রনাথের জীবনী MCQ

আরোও পড়ো-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী MCQ

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  • বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন 
  • তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়।
  •  তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন 
  • তাকে বাংলা সাহিত্যের ভাগীরথী বলা হয়
  • তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয়
  • তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত

সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সংক্ষিপ্ত জীবনী 

জন্ম 26 জুন 1838 বর্তমান উত্তর 24 পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁঠালপাড়া গ্রামে
পিতা মাতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় দূর্গা দেবী 
ছদ্মনামকমলাকান্ত 
জীবন সঙ্গী মােহিনীদেবী / রাজলক্ষ্মী দেবী
পেশা সরকারি কর্মকর্তা, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, সাংবাদিক
উল্লেখযোগ্য উপন্যাসদুর্গেশনন্দিনী , কপালকুণ্ডলা , মৃণালিনী , বিষবৃক্ষ , ইন্দিরা , যুগলাঙ্গুরীয় , চন্দ্রশেখর , রাধারানী , রজনী , কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ , আনন্দমঠ , দেবী চৌধুরানী ও সীতারাম।
মৃত্যু (8th এপ্রিল, 1894)
মৃত্যুস্থানকলকাতার ,পটলডাঙ্গা

সাহিত্যে অবদান–  

  • বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাস ‘ দুর্গেশনন্দিনী ’ প্রকাশিত হয় 1865 খ্রিস্টাব্দে মার্চ মাসে । তাঁর ‘ কপালকুণ্ডলা ‘ উপন্যাসটি 1866 খ্রিঃ প্রকাশিত হয় ।
  • বঙ্কিমচন্দ্র রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম ‘ ললিতা
  • বঙ্কিমচন্দ্র রচিত আনন্দমঠ (1882) উপন্যাসের কবিতা “বন্দেমাতরম”1937 সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় স্তোত্র হিসেবে স্বীকৃতি পায়।

উপন্যাস(মোট 14 টি)-

দুর্গেশনন্দিনী , কপালকুণ্ডলা ,দেবী চৌধুরানী ,মৃণালিনী , বিষবৃক্ষ , ইন্দিরা , যুগলাঙ্গুরীয় , চন্দ্রশেখর , রাধারানী , রজনী , কৃষ্ণকান্তের উইল , রাজসিংহ , আনন্দমঠ , দেবী চৌধুরানী ও সীতারাম । এছাড়া তার উল্লেখযোগ্য গ্রন্থ গুলি হল কৃষ্ণচরিত , লোকরহস্য , বিজ্ঞানরহস্য , ললিতা , দীনবন্ধু মিত্রের জীবনী , ধর্মতত্ত্ব , শ্রীমদ্ভাগবত গীতা প্রভৃতি

গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

1. কে বঙ্কিমচন্দ্রকে বাংলা কথা সাহিত্যের পিতামহ আখ্যা দেন?

ANS-সুনীল গঙ্গোপাধ্যায়( আধুনিক কালের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক)

2.বঙ্কিমচন্দ্র বাংলা ভাষায় মোট কয়টি উপন্যাস রচনা করেন?

ANS-14 টি

3. বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাসের নাম কি?

 ANS-রাজ সিংহ

4.’’দেবী চৌধুরানী’’ কার লেখা?

ANS- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

5. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম কি?

ANS- কমলাকান্ত

6.বঙ্কিমচন্দ্রের লেখা প্রথম প্রকাশিত প্রবন্ধ কোনটি?

ANS– বিজ্ঞান রহস্য

7.বাংলা সাহিত্যের প্রথম  সার্থক   উপনিষক কে?

 ANS-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

8. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস টির নাম কি?

ANS-Rajmohan’s wife(1864)

9.বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি?

 ANS-দুর্গেশ নন্দিনী(1865)

10. বঙ্কিমচন্দ্রের প্রথম পারিবারিক উপন্যাস কোনটি?

ANS- বিষবৃক্ষ(1873)[বঙ্গদর্শন পত্রিকা]

11. বিষবৃক্ষ উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কোনটি?

ANS- বিষবৃক্ষ(1873)[বঙ্গদর্শন পত্রিকা]

11. বিষবৃক্ষ উপন্যাসের প্রধান পুরুষ চরিত্র কোনটি?

 ANS-নগেন্দ্রনাথ

12. বিষবৃক্ষ উপন্যাসের নারী চরিত্র গুলির নাম কি কি?

 ANS-সূর্যমুখী, কুন্দনন্দিনী, হীরা প্রমুখ

13.বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেশপ্রেম মূলক উপন্যাস এর নাম কি?

ANS- আনন্দমঠ(1884) এবং দেবী চৌধুরানী(1884)

14. বঙ্কিমচন্দ্রের বিশুদ্ধ বা সার্থক ঐতিহাসিক উপন্যাস নাম কি?

 ANS-রাজ সিংহ(1882)

15. বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস কোনটি?

ANS- রজনী

16.রাজ সিংহ উপন্যাস ঐতিহাসিক চরিত্রের নাম?

 ANS-ওরঙ্গজেব,রাজ সিংহ,জেবুউন্নেসা প্রমুখ

17.বন্দেমাতরম সঙ্গীতটি বঙ্কিমচন্দ্র কোন উপন্যাসে রয়েছে?

 ANS-আনন্দমঠ

18.কাকে বাংলা সাহিত্যের ভাগীরাথ বলা হয়?

 ANS-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কে

19.দেবী চৌধুরানী উপন্যাসের মূল বিষয়বস্তু কি?

  ANS-দেশ প্রীতি এবং নিষ্কামধর্মের প্রতিষ্ঠিত

20. রোমান্সধর্মী উপন্যাস কপালকুণ্ডলা কে রচনা করেন?

ANS- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

21.কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র গুলি?

 ANS-ভবানী পাঠক, প্রফুল্ল, ব্রজেশ্বর

22.বঙ্কিমচন্দ্রের লেখা সর্বশেষ উপন্যাসের নাম কি?

 ANS-সীতারাম(1887)

23.দুর্গেশ নন্দিনী উপন্যাসের প্রধান চরিত্র গুলি কি কি?

ANS- জগৎসিংহ, মানসিংহ, আয়েশা তিলোত্তমা প্রমুখ

24.সন্ন্যাসী বিদ্রোহের ঘটনা আশ্রয় করে বঙ্কিমচন্দ্র রচিত উপন্যাস টির নাম কি?

ANS-আনন্দমঠ 

25.বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে মীর কাসিম এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের কথা উল্লেখ আছে?

ANS- চন্দ্রশেখর(1875)

26 প্রফুল্ল নামক কুলো বধুর পরিচয় আমরা কোন উপন্যাসে পাই?

 ANS-দেবী চৌধুরানী

27 .বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস কমলাকান্তের উইল’’ হেরবাল বিধবা সুন্দরী রমণীর নাম কি ছিল? 

ANS-রোহিণী

28.কাকে আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়?

ANS-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

29.বঙ্কিমচন্দ্রের লেখা বন্দেমাতরম কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতীক ভারতীয় জাতীয়  স্রোত হিসাবে স্বীকৃতি পায়?

ANS-1937 সালে

30.কবে থেকে বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেন?

ANS-1872

31.কপালকুণ্ডলা উপন্যাসের প্রধান চরিত্র কে?

 ANS-নবকুমার 

32.লবঙ্গলতা চরিত্রটির কোন উপন্যাসের?

ANS- রজনী

33.বঙ্কিমচন্দ্র তার শ্রীমদ্ভগবদগীতা প্রবন্ধটি কবে লেখেন?

ANS-1902

DOWNLOAD NOW

The post বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Bankim Chandra Chatterjee(MCQ) appeared first on .



This post first appeared on Bank CEO 2022 PDF, please read the originial post: here

Share the post

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী | Bankim Chandra Chatterjee(MCQ)

×

Subscribe to Bank Ceo 2022 Pdf

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×