Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

এইচএসসি শর্ট সাজেশন ২০২১ (রসায়ন ১ম পত্র)

এইচএসসি পরীক্ষা ২০২২ আর মাত্র কয়েকদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা তৈরি করেছে এইচএসসি শর্ট সাজেশন ২০২২। সাজেশনটি বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ফলে পরীক্ষার আগের দিন নিশ্চিন্তে আমাদের এই সাজেশন কে ফলো করতে পারো। 

রসায়ন প্রথম পত্র

দ্বিতীয় অধ্যায় - জ্ঞানমূলক ও অনুধাবন
(ads1)
১. পলির বর্জন নীতি
২. বাষ্প পাতন
৩. নেসলার দ্রবণ কাকে বলে
৪. কেলাসন কী
৫. ফ্লোরোসেন্স পদার্থ
৬. আলফা কণা
৭. সম আয়ন প্রভাব
৮. ক্রোমাটোগ্রাফি
৯. CO2 অনু গ্যাসীয় হলেও SiO2 কঠিন কেন
১০. রেখা বর্ণালী সনাক্তকরণ
১১. AlCl3 ডাইমার গঠন করে কেন
১২. Al3+ আয়ন সনাক্তকরণ সমীকরণসহ লিখ
১৩. Cr3+ এর ইলেকট্রন বিন্যাস দেখাও এবং অযুগ্ম ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো 
১৪. K এর ১৯তম ইলেকট্রনটি 3d তে না গিয়ে 4s এ যায় কেন
১৫. শিখা পরীক্ষায় HCl ব্যবহারের কারণ ব্যাখ্যা করো
১৬. জালনোট সনাক্তকরণ 
১৭. পেপার ক্রোমাটোগ্রাফির মূলনীতি

দ্বিতীয় অধ্যায় - প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
(ads1)
১. রাদারফোর্ড ও বোর পরমাণু মডেলের মধ্যে কোনটি অধিক গ্রহণযোগ্য
২. দুইটি দ্রবণকে (উদ্দীপকে যেকোনো দুইটি যৌগ দেওয়া থাকবে) মিশ্রন করলে অধঃক্ষেপ পড়বে কিনা? গাণিতিক বিশ্লেষণ করো [দ্রাব্যতার গুণফল এর সাহায্যে বের করতে হবে]
৩. কোন যৌগকে (উদ্দীপকে দেওয়া থাকবে) শীতলীকরণের পর কত গ্রাম কঠিন কেলাসিত পদার্থ হিসেবে পাওয়া যাবে
৪. দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল ও আয়নিক গুণফল সংক্রান্ত সকল ম্যাথ
৫. ক্রোমাটোগ্রাফি ও এই সংক্রান্ত ম্যাথ
৬. রিডবার্গ সমীকরণের ম্যাথ 
৭. কোয়ান্টাম সংখ্যার সাহায্যে তৃতীয় ও চতুর্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়
৮. কৌণিক ভরবেগ সংক্রান্ত ম্যাথ
৯. বিভিন্ন আয়ন সনাক্তকরণ

তৃতীয় অধ্যায় - জ্ঞানমূলক ও অনুধাবন
১. তড়িৎ ঋণাত্মকতা
২. অরবিটাল সংকরণ
৩. ডাইপোল
৪. লন্ডন বল
৫. পারমাণবিক ব্যাসার্ধ
৬. আধুনিক পর্যায় সূত্র 
৭. আদর্শ বা প্রতিনিধি মৌল
৮. অবস্থান্তর মৌল
৯. লিগ্যান্ড কী 
১০. ক্ষার ধাতু মৃৎক্ষার ধাতু কাকে বলে
১১. d-ব্লক মৌল কি
১২. সমসত্ত্ব প্রভাবন কি
১৩. ইলেকট্রন আসক্তি কাকে বলে
১৪. আয়নীকরণ শক্তি কাকে বলে
১৫. সিগমা বন্ধন কি
১৬. সন্নিবেশ বন্ধন কি
১৭. পোলারিটি কি
১৮. হাইড্রোজেন বন্ধন কি
১৯. Fe - কে অবস্থান্তর মৌল বলা হয় কেন
২০. সকল অবস্থান্তর মৌল d-ব্লক মৌল; কিন্তু সকল d-ব্লক মৌল অবস্থান্তর মৌল নয় ব্যাখ্যা করো
২১. অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে কেন
২২. Al2O3 উভধর্মী অক্সাইড ব্যাখ্যা করো
২৩. N2 নিষ্ক্রিয় মাধ্যম রূপে ব্যবহার করা হয় কেন
২৪. N ও O পরমাণুর মধ্যে কোনটির আকার ছোট; ব্যাখ্যা করো
২৫. Na+ গঠিত হলেও Na2+ আয়ন গঠিত হয় না কেন?
২৬. অক্সিজেনের আয়নিকরণ শক্তি নাইট্রোজেন অপেক্ষা কম, ব্যাখ্যা করো
২৭. ফ্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল; ব্যাখ্যা করো
২৮. সিগমা বন্ধন মূলত সমযোজী বন্ধন ব্যাখ্যা করো
২৯. NH3 - একটি লিগ্যান্ড এর ব্যাখ্যা দাও
৩০. অক্সিজেন অণুতে একইসাথে আলফা ও পাই বন্ধন উপস্থিত ব্যাখ্যা করো।
৩১. অর্থো-নাইট্রোফেনল ও প্যারা-নাইট্রোফেনল এর গলনাঙ্ক ভিন্নতা ব্যাখ্যা করো
৩২. H2O তরল কিন্তু H2S গ্যাসীয় কেন? 
৩৩. FeCl2 এর গলনাঙ্ক FeCl3 এর গলনাঙ্ক অপেক্ষা বেশি কেন?

তৃতীয় অধ্যায় - প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
(ads1)
১. পর্যায় সারণির সংক্রান্ত প্রশ্ন (তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, পরমাণুর আকার, আয়নিকরণ শক্তি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক)
২. জটিল যৌগ/ আয়ন সংক্রান্ত প্রশ্ন
৩. কোনটি (উদ্দীপকে দেওয়া থাকবে) রঙিন যৌগ গঠন করে কারণ সহ বিশ্লেষণ করো
৪. চার প্রকারের বন্ধন ব্যাখ্যা (কোন যৌগে কোন বন্ধন)
৫. ফাজানের নীতি ব্যাখ্যা
৬. বিভিন্ন যৌগের সংকরণ ও বন্ধন কোণ নির্ণয় 
৭. কোন যৌগ (উদ্দীপক দুইটি যৌগ দেওয়া থাকবে) গঠন সম্ভব এবং কোন যৌগ গঠন সম্ভব নয় - এর ব্যাখ্যা। 

চতুর্থ অধ্যায় - জ্ঞানমূলক ও অনুধাবনমূলক
১. আংশিক পাতন কি
২. পরিষ্কারক মিশ্রণ কি
৩. বাফার ক্রিয়া কি
৪. দ্রবণ তাপ কি
৫. সক্রিয়ণকৃত জটিল কাকে বলে
৬. প্রশমন এনথালপি কি
৭. প্রভাবক সহায়ক কি
৮. বন্ধন শক্তি কি
৯. (+/-) মিশ্রণ কাকে বলে রেসিমিক মিশ্রণ কি
১০. ডায়াস্টেরিওমার কাকে বলে
১১. অ্যান্টিপড কাকে বলে
১২. সংগঠন তাপ কি
১৩. উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী বিক্রিয়া রূপান্তর করা যায় ব্যাখ্যা করো
১৪. দেখাও যে স্থির চাপে বিক্রিয়া তাপ এনথালপি পরিবর্তন
১৫. কোন নির্দিষ্ট যৌগের গঠন তাপ ও বিয়োজন তাপ কী একই হবে? ব্যাখ্যা করো
১৬. ক্যালরিমিতি পদ্ধতিতে অক্সালিক এসিডের দ্রবণ তাপ নির্ণয়ের মূলনীতির ব্যাখ্যা করো
১৭. বিশুদ্ধ পানির পিএইচ এর মান 7 হয় কেন?
১৮. বিক্রিয়ার হারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এর প্রভাব বর্ণনা করো
১৯. রাসায়নিক সাম্যাবস্থা একটি গতিশীল অবস্থা প্রমাণ করো
২০. পিএইচ স্কেল 0 থেকে 14 এর মধ্যে সীমাবদ্ধ কেন ব্যাখ্যা কর
২১. H3PO4 - কে ঋণাত্মক প্রভাব বলা হয় কেন

চতুর্থ অধ্যায় - প্রয়োগ ও উচ্চতর দক্ষতা
(ads1)
১. কোন বিক্রিয়া (উদ্দীপকে দেওয়া থাকবে) অধিক পরিবেশবান্ধব বিশ্লেষণ করো
২. বিক্রিয়ার সক্রিয়ন শক্তি নির্ণয়
৩. কোন যৌগের গঠন এনথালপি নির্ণয়
৪. বিক্রিয়ার হার ধ্রুবক এর অংক
৫. প্রভাবক এর ক্রিয়া কৌশল
৬. শক্তির নিত্যতা সূত্র বিশ্লেষণ
৭. বাফার ক্রিয়া ও রক্তের বাফার প্রক্রিয়া ব্যাখ্যা
৮. দুর্বল এসিড ও ক্ষারের পিএইচ গণনা
৯. লা শাতেলিয়ার নীতির ব্যাখ্যা
১০. অম্ল ও ক্ষারের প্রশমন তাপ সংক্রান্ত ব্যাখ্যা (কম বা বেশি হওয়ার কারণ)


This post first appeared on Admission Tune | Admission, Circular, Online Income, please read the originial post: here

Share the post

এইচএসসি শর্ট সাজেশন ২০২১ (রসায়ন ১ম পত্র)

×

Subscribe to Admission Tune | Admission, Circular, Online Income

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×