Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019-2020 স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি - বিস্তারিত Jagannath University admission 2019-2020

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019-2020 শিক্ষাবর্ষে চার বছল মেয়াদী স্নাতক শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি সহ সকল তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট http://jnu.ac.bd পাওয়া যাবে।


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি আবেদন 

প্রাথমিক আবেদন শুরু 01/08/19 দুপুর 12 থেকে 20/08/19 রাত 12 টা পযর্ন্ত। আবেদন ফি 100 টাকা
প্রাথমিক আবেদনকৃত ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে  25 হাজার বাছায় করা হবে। বাছায়কৃত 25 হাজার ছাত্র/ছাত্রীকে লিখিত পরিক্ষায় অংশগ্রহন করার জন্য পূনরায় আবেদন করতে হবে।
পূণরায় 23/08/19 থেকে 02/09/19 এর আবেদন করতে হবে। আবেদন ফি বাবদ 600 টাকা দিতে হবে।

আবেদনের যোগ্যতা-

বিজ্ঞান শাখায়- এস এস সি ও এইচএসসি ও সমমান পরিক্ষায় মোট জিপিএ 8.00 থাকতে হবে। তবে কোন পরিক্ষায় প্রাপ্ত জিপিএ 3.0 এর নিচে না।

মানবিক শাখা- এসএসসি,এইচএসসি ও সমমান পরিক্ষায়  েমাট জিপিএ 7.0 তবে কোন পরিক্ষায় 3.00 নিচে না।

বানিজ্য শাখা- এসএসসি,এইচএসসি ও সমমান পরিক্ষায় মোট জিপিএ 7.5 তবে কোন পরিক্ষায় 3.00 এর নিচে না।

পরিক্ষা ও মানবন্টন-

1 ঘন্টা 30 মিনিটের পরিক্ষা হবে এর মধ্যে লিখিত পরিক্ষায় থাকবে 72 নম্বর, এসএসি তে 12 ও এইচএসসি থেকে 16 নাম্বার। মোট 100 মার্ক
প্রতিটা বিষয়ে প্রশ্ন থাকবে 6 টি করে প্রতিটির নম্বর 4 করে নির্ধারিত মোট 6*4=24। তিনটি বিষয়ে প্রশ্ন হবে 24*3 =72 

ভর্তি পরিক্ষার তারিখ-

1. বানিজ্য  ইউনিট 14-09-19 সনিবার প্রথম শিফট সকাল 10.00 থেকে 11.30 পর্যন্ত দ্বিতীয় শিফট বিকাল 3.00 থেকে 4.30 পর্যন্ত।

2. মানবিক ইউনিট 20-09-19 শুক্রবার প্রথম শিফট সকাল 10.00 থেকে 11.30 পর্যন্ত দ্বিতীয় শিফট বিকাল 3.00 থেকে 4.30 পর্যন্ত।

3. বিজ্ঞান ইউনিট 21-09-19 শনিবার প্রথম শিফট সকাল 10.00 থেকে 11.30 পর্যন্ত দ্বিতীয় শিফট বিকাল 3.00 থেকে 4.30 পর্যন্ত।

চারুকলা, সংগীত, নাট্যকলা  29-09-19 রবিবার ।

অনলাইনে আবেদনের ঠিকানা

admission.jnu.ac.bd এই ঠিকানায় গিয়ে আবেদন ফরম পুরণ করতে হবে। বিস্তারিত পরে দেওয়া হবে।
 


Share the post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় 2019-2020 স্নাতক শ্রেণীতে ভর্তি বিজ্ঞপ্তি - বিস্তারিত Jagannath University admission 2019-2020

×

Subscribe to লেখা-পড়া বিষয়ক সকল তথ্য এখানেই|

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×