Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

মতলব উত্তরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা বাজারের দোকান থেকে ঝুলন্ত অবস্থায় লিটন চক্রবর্তী (৩৫)নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে পুলিশ লাশের ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। নিহতের বাবার নাম মৃত হারু চক্রবর্তী।

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের গজরা বাজারের আভা টেলিকমে ব্যবসা করতো সে।

২২ মে বুধবার দুপুরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আড়ার সঙ্গে গামছা দিয়ে ফাঁস দেন লিটন চক্রবর্তী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে বাড়ি থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মান লিটন চক্রবর্তী।দুপুরে ভাত খেতে বাড়িতে না যাওয়ায় তার দোকানে খোঁজ করতে আসেন তার স্বজনরা। দোকানের সাটার খুলে দেখেন লিটন চক্রবর্তীর ঝুলন্ত লাশ।

পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়।

খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন রনি, উপ-পরিদর্শক (এস আই) সুজিত, অরুণ মিত্র, মিজানুর রহমান-২সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নিহতের বড় ভাই সুমন চক্রবর্তী জানান, এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করে আসছে। এনজিও লোকজন কিস্তি নিতে বাড়ি গিয়েছে। কিস্তির চাপ ছিল।এ ছাড়াও সুদে টাকাও আইপিলের জুয়ার টাকার চাপ দিল। তাঁর কাছে যেমন পাওনা ছিল। তিনিও লোকজনের কাছে টাকা পেতেন। পারিবারিক কোনো কলহ ছিল না। তাঁর নয় মাসের এক সন্তান রয়েছে। ধারনা করা হচ্ছে কিস্তি ও ঋণের টাকার চাপে আত্মহত্যা করেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে মতলব উত্তর থানার ওসি মোঃ আলমগীর হোসেন রনি জানায়, খবর পেয়ে তারা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবার হতে প্রাথমিক অবস্থায় কোনো অভিযোগ না পাওয়ায় এ নিয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক, ২২ মে ২০২৪



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

মতলব উত্তরে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×