Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মতলব দক্ষিণের নাজমুন্নাহার শিউলি

‘জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এর বিভাগিয়ো পর্যায়ের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নাজমুন্নাহার শিউলি। শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য বিভাগিয়ো পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি তাঁকে বিভাগিয়ো শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক (কারিগরি) নির্বাচিত করেছেন।

১৯১৭ সালে প্রতিষ্ঠিত ঐতিয্যবাহী মতলব জে.বি.পাইলট উচ্চ বিদ্যালয়টি (জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়) নিখিল পাকিস্তান পিরিয়ড এ দেশ সেরা শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছিল । যার নেতৃত্বে এই শিক্ষা প্রতিষ্ঠানটি শিক্ষায় দেশে অসামান্য অবদান রেখেছে, যার নেতৃত্বে দেশে শত শত শিক্ষাবিদ তৈরী হয়েছে তিনি হলেন কিংবদন্তি প্রধান শিক্ষক মরহুম অলি উল্লাহ পাটোয়ারী । যিনি ৪০ বছর উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন । এই প্রতিষ্ঠান থেকে ১৯৫০ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় বুয়েটের BUET প্রাক্তন ভাইস চ্যান্সেলর ড. আব্দুল মতিন পাটোয়ারী ফাস্ট স্ট্যান্ড করেছিলেন ।

জনাব নাজমুন্নাহার শিউলি একজন ডিজিটাল শিক্ষক । শিক্ষায় তথ্য প্রযুক্তি নিয়ে কাজকরছেন দীর্ঘদিন ধরে। তাঁর প্রায় অর্ধশত ডিজিটাল কন্টেন্ট রয়েছে শিক্ষক বাতায়নে। A2i কর্তৃক নির্বাচিত হয়েছেন সেরা কন্টেন্ট নির্মাতা হিসেবে এবং করোনা কালীন অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করে কাজের স্বীকৃতি স্বরূপ ভূষিত হয়েছেন সেরা অনলাইন পারফর্মার হিসেবে । Microsoft Education এ MIE Expert হিসেবে স্বীকৃতি পেয়েছেন । পেয়েছেন British Council International School Award -2021. A2i কর্তৃক নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা ICT4E Ambassador. করোনাকালীন কাজ করেছেন Online class at Television Script Writer হিসেবে। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মতলব দক্ষিণ উপজেলায় শ্রেষ্ঠ জয়িতার সম্মানেও তিনি ভূষিত হয়েছেন।

বর্তমানে নতুন কারিকুলাম বাস্তবায়নে তিনি একজন মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং নিজ প্রতিষ্ঠানে কারিকুলাম বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখছেন।

তিনি প্রকৌশলী পিতা আব্দুর রশিদ ও মাতা সামছুন্নাহারের সুযোগ্য কনিষ্ট কন্যা। নাজমুন্নাহার শিউলি শিক্ষকতা পেশায় চাঁদপুর জেলাধীন মতলব (দক্ষিণ) উপজেলার মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এ ২০১৪ সাল থেকে অদ্যাবধি নিয়োজিত আছেন।তিনি যোগদানের পর থেকেই অত্যন্ত সুনাম, সততা, যোগ্যতা, মননশীলতা ও দক্ষতার সাথে প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বর্তমানে দুই সন্তানের জননী। ব্যক্তিগত জীবনে একজন সৎ, কর্মঠ, পরিশ্রমী ও বিনয়ী নাজমুন্নাহার শিউলি তাঁর প্রতি অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালনে সর্বদা সচেতন ও দায়িত্ববান। এই কারণেই তিনি প্রতিষ্ঠানের একজন জনপ্রিয় শিক্ষক হিসেবে সুনাম ও সুখ্যাতি অর্জন করেছেন।

অনুভূতি জানতে চাইলে জনাব নাজমুন্নাহার শিউলি বলেন, এই অর্জন ও সম্মান আমার একার নয়, শিক্ষার্থী, অভিভাবক, সহকর্মীদের। তাঁর সাফল্যে সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, মতলব জগবন্ধু সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ তাঁকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ অসংখ্য স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পুরষ্কার লাভ করেছেন।

জাতীয় পর্যায়ের জন্য সকলে দোয়া চেয়েছেন। তিনি সকলের নিকট আশির্বাদ/ দোয়া প্রার্থী।

স্টাফ করেসপন্ডেট, ১৯ মে ২০২৪



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক মতলব দক্ষিণের নাজমুন্নাহার শিউলি

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×