Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো: খাজে আহমেদ মজুমদার

ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে চিংড়ি প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চিংড়ি প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী খাজে আহমেদ মজুমদার বলেছেন, আপনারা একদিন আমার পাশে থাকবেন আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো। উন্নয়নের অগ্রযত্রাকে সমুন্নত রাখতে আপনারা আগামী ২৯মে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে চিংড়ি প্রতীকে ভোট প্রদান করবেন। আমার বিশ্বাস চিংড়ির বিজয়ের মাধ্যমে আপনারা উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এখানে আপনাদের বিপুল উপস্থিতি আমাকে অনুপ্রানিত করেছে। আমার বিশ্বার আজকে চিংড়ির সমর্থনে এই ইউনিয়নের যে স্রোত দেখলাম তাকে আমি আগামী ২৯মে উপজেলার সকল কেন্দ্রেই বিজয়ী হবো বলে বিশ্বাস করি।

১৬মে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত পথসভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী নাজিমুদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক মাহফুজ গাজী’র পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের উপদেষ্টা ফজলুল কাদের মিলন চৌধুরী, অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, ইউনিয়নের এমপি প্রতিনিধি নজরুল ইসলাম সুমন, ফরিদগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল ইসলাম সউদ, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আহসান হাবিব মামুন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আ: লতিফ পাটওয়ারীসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

চিংড়ি প্রতীকের সমর্থনে আয়োজিত পথসভায় নির্বাচনে একজন ব্যতিরেকে ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণকারী সকল প্রার্থী মঞ্চে উঠেছেন এরা হলেন যুবলীগের আহবায়ক ও ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান শাহীন (প্রতীক চশমা), ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন মনির (প্রতিক তালা), ভাইস চেয়াম্যান প্রার্থী যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ (প্রতীক বই), ভাইস চেয়াম্যান প্রার্থী (সংরক্ষিত) মাজুদা বেগম (প্রতীক ক্যামেরা), হালিমা বেগম (প্রতীক পদ্মফুল) প্রমুখ।

প্রতিবেদক: শিমুল হাছান, ১৬ মে ২০২৪



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো: খাজে আহমেদ মজুমদার

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×