Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আশ্রাফপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা

Tags: agravebrvbar

কচুয়া উপজেলার ১২নং আশ্রাফপুর ইউনিয়নে চুরি, ডাকাতি, কিশোরগ্যাং, বাল্যবিবাহরোধসহ সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ওই ইউনিয়নের জগৎপুর পূর্ব বাজার সংলগ্ন এলাকায় এসভায় ইউনিয়ন বিট অফিসার কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সহকারি পুলিশ সুপার (কচুয়া-শাহরাস্তি সার্কেল) রিজওয়ান সাইদ জিকু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ তথ্য ও গবেষনা উপকমিটির সদস্য কাজী ওমর ফারুক শামিম, ইউপি চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, জগৎপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সমাজসেবক ইসহাক মুন্সি।

ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক কাউছার আহমেদের পরিচালনায় ও ইউপি সদস্য ফারুক আহমেদের সার্বিক ব্যাবস্থাপনায়, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা নকুল চন্দ্র দেবনাথ, শামসুদ্দিন সৈকত, সমাজসেবক কাজী মোস্তফা কামাল, ইউপি সদস্য আবু সাইদসহ স্থানীয় গন্যমান্য উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৩০ জানুয়ারি ২০২৪



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

আশ্রাফপুর ইউনিয়নে বিট পুলিশিং সভা

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×