Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ফরিদগঞ্জে ৩ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের ফরিদগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায় ৩ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

২ আগস্ট মঙ্গলবার বিকেলে উপজেলার চরদুঃখীয়া পূর্ব ইউনিয়নে ভোক্তা অধিদপ্তরের অভিযানে পরিচালনা করে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯এর লঙ্গনজনিত বিভিন্ন অপরাধে ০৩ টি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এ সময় মিজান ভ্যারাইটিজ স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ২০হাজার টাকা, বাবলু ফল ভাণ্ডারে মূল্য তালিকা না থাকায় ৫হাজার টাকা ও সুইটমিটকে ৫ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জরিমার বিষয়ে ভাক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর হোসেন রুবেল জানান, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে ও মূল্য তালিকা না থাকায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরো জানান, জনস্বার্থে এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা স্যাানেটারী ইন্সপেক্টর নজরুল ইসলাম এবং ফরিদগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স । এ সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়।

প্রতিবেদক: শিমুল হাছান, ২ আগস্ট ২০২২



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

ফরিদগঞ্জে ৩ দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×