Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ইতিহাস গড়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে টিম টাইগার

আজকের ম্যাচটি হতে পারে দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম এক মাইলফলক। শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচটি জিতলেই নতুন ইতিহাস সৃষ্টি করবে মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন টিম টাইগার। এর আগে কখনই তিন বা ততোধিক দলের অংশগ্রহণে কোনো সিরিজের শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই সুযোগ একেবারে হাতের মুঠোয়।

ইতিহাস গড়ার লক্ষ্য নিয়েই টসে হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। ২০০৯ সালে এই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই শ্রীলঙ্কার বিপক্ষেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিততে জিততে হেরেছিল বাংলাদেশ। শুধু ২০০৯ সাল নয়, শের-ই-বাংলায় ২০১২ এবং ২০১৬ এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের কাছে ফাইনালে বেদনাদায়ক পরাজয় বরণ করেছিল বাংলাদেশ।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সেই হিসাব চুকানোর পালা। যদিও সর্বশেষ ম্যাচে চন্দিকা হাথুরুসিংহের দলের সামনে মাত্র ৮২ রানে অল-আউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। হারতে হয়েছিল ১০ উইকেটে। তবে মাশরাফি বাহিনী ওই ম্যাচটিকে স্রেফ একটা দুর্ঘটনা এবং ‘অ্যালার্মিং’ হিসেবেই দেখছেন। পেছনের সব ভুলে আজ শের-ই-বাংলায় আবার গর্জে উঠবে টাইগাররা এমন প্রত্যাশাই সবার।

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ১৫ পি.এম, ২৭ জানুয়ারি ২০১৮,শনিবার
এএস

The post ইতিহাস গড়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে টিম টাইগার appeared first on Chandpur Times | চাঁদপুর টাইমস.



This post first appeared on ChandpurTimes, please read the originial post: here

Share the post

ইতিহাস গড়ার লক্ষ্যে ফিল্ডিংয়ে টিম টাইগার

×

Subscribe to Chandpurtimes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×