Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

৬ মাসের জন্য স্থগিত নীলকমল ইউনিয়ন নির্বাচন!

এ,কে এম গিয়াসউদ্দিন জেলা প্রতিনিধি :

জমে উঠছিলো ভোলা চরফ্যাসন ৩ টি ইউনিয়ন নির্বাচন! কে পাচ্ছেন ধান আর কে পাচ্ছেন নৌকা। ধারাবাহিকতায় সংবাদ পরিবেশনের পর নৌকা, ধানের মনোনীত প্রার্থীর দৌড়ঝাপ শেষের দিকে। মনোনীত নৌকা, ধানের প্রচার প্রচারনায় নৌকা প্রতিকের বেশি প্রচারনায়ই লক্ষ্য করা গেছে তিনটি ইউনিয়নে। সবচেয়ে বেশি নীলকমল ইউনিয়নে প্রচার, বাদ্যযন্ত্রের, ফিরোজ প্লাবনের নৌকা মার্কার হবে জয়, সকলে কয় সুরের তালে তালে যখনি বৃদ্ধ,যুবকদের মাঝে নির্বাচনের হাওয়া লাগছে ঠিক সে মুহুর্তে চরফ্যাশনের নীলকমল ইউপি নির্বাচন ৬ মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। ৫ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের (চলতি দায়িত্ব) যুগ্মসচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরীত এই আদেশ স্থগিত করা হয়। এতে বলা হয় গত ২৭ নভেম্বর তারিখে প্রদত্ত হাইকোর্ট বিভাগের দাখিলকৃত রিট পিটিশন নং ১৭০০৫/২০১৭ এ প্রদত্ত আদেশে সূত্র ১৭.০০.০০০০.০৭৯.৪১.০১৮.১৬-৫৪৮ ভোটার তালিকার উপর ৬ মাসের জন্য স্থগিত প্রদান করা হয়। আদেশের কপি মন্ত্রী পরিষদ সচিব, মন্ত্রী পরিষদ বিভাগ, মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়, জেলা প্রশাসক ভোলা, জেলা নির্বাচন অফিসার ভোলা, চরফ্যাশন নিবার্হী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার সহ সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। এদিকে আমিনাবাদ, জিন্নাগড় ইউনিয়নে আগামী ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়। এব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম নিশ্চিত করে বলেন, নির্বাচন স্থগিতের আদেশের খবর পেয়েছি। জেলা নির্বাচন অফিসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান। উল্লেখ্য, আগামী ২৮ শে ডিসেম্বর এই ইউনিয়নে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।



This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

৬ মাসের জন্য স্থগিত নীলকমল ইউনিয়ন নির্বাচন!

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×