Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

জাবিতে নিপীড়ন ও উত্যক্তের পাল্টাপাল্টি অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের এক শিক্ষার্থীর শারীরিক নিপীড়নের অভিযোগের পরিপেক্ষিতে পাল্টা অভিযোগ করেছেন ৪৪ ব্যাচের শিক্ষার্থীরা।
সোমবার প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন ওই শিক্ষার্থীরা। তারা অভিযোগ করেন, ৪৬তম ব্যাচের ওই শিক্ষার্থী গত ২২ নভেম্বর পুরাতন কলা ভবনের সামনে ক্লাস চলাকালীন তাদের অশালীন অঙ্গভঙ্গি ও আপত্তিকর দৃষ্টিভঙ্গির মাধ্যমে উত্যক্ত করেন। পরে ওই শিক্ষার্থীকে ডেকে পাঠান তারা। অভিযোগে তারা আরো উল্লেখ করেন, ওই শিক্ষার্থী ‘মাদকাসক্ত’ও বিভিন্ন সময় তিনি মেয়েদের সঙ্গে ‘অসৌজন্যমূলক আচরণ’ করেন।
এর আগে গত রবিবার ৪৬ ব্যাচের ওই শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেন, গত ২২ নভেম্বর অভিযুক্ত চারুকলা বিভাগের ৫ সিনিয়র শিক্ষার্থী তাকে পুরাতন কলা ভবনের পিছনে নিয়ে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন। অশ্লীল কথাবার্তা বলেন। এ সময় অভিযুক্তরা তাকে প্রাণনাশেরও হুমকি দেন।
এদিকে এ ঘটনায় ১৩ শিক্ষার্থীকে শোকজ করেছে বিভাগটি। একই সঙ্গে তাদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সোমবার চারুকলা বিভাগের সভাপতি এম এম ময়েজ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
এম এম ময়েজ উদ্দীন বলেন, একটি অভিযোগ পত্র পেয়েছি। সেখানে র‌্যাগিংয়ের শিকার ৪৬ ব্যাচের এক শিক্ষার্থী বিচার চেয়েছে। এর প্রেক্ষিতে ১৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ছাত্রকল্যাণ উপদেষ্টা। তাদেরকে আগামী ৩০ তারিখের মধ্যে কারণ দর্শানোর চিঠি দিয়েছে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, বিভাগীয়ভাবে বিষয়টির তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে। তদন্ত শেষে অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

জাবিতে নিপীড়ন ও উত্যক্তের পাল্টাপাল্টি অভিযোগ

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×