Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

রাজধানীর ১৩ খাল উদ্ধারে ওয়াসাকে নির্দেশ

ঢাকা ওয়াসার ১৩টি খাল উদ্ধারে দরকারি পদক্ষেপ নিতে ওয়াসা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে টাস্কফোর্স। একইসঙ্গে যেসব খাল এরইমধ্যে উদ্ধার ও খনন করা হয়েছে এবং খালের উভয় পাড় পাকা করা হয়েছে, সেগুলো যেন পুনরায় বেদখল না হয়, সেজন্যও নির্দেশনা দেয়া হয়।বুধবার নৌপরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধি সংক্রান্ত ‘টাস্কফোর্স’ এর সভায় এ নির্দেশনা দেয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, নদীর সীমানা চিহ্নিত করার লক্ষ্যে জরিপ কাজ এবং সীমানা পিলার স্থাপন ও স্থাপিত পিলারগুলোর মধ্যে আপত্তি উত্থাপিত পিলারগুলো যাচাই করে পুনঃস্থাপনের কাজ অব্যাহত থাকবে।এছাড়া নদীর তীরভূমির দখলমুক্ত জায়গা সুরক্ষার জন্য শক্তিশালী সীমানা পিলার স্থাপন করতে হবে। পিলার উচ্ছেদকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।আদি বুড়িগঙ্গার অবৈধ দখলদারদের উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করার কথাও সভায় আলোচনা করা হয়।নৌপরিবহন মন্ত্রী ও টাস্কফোর্স-এর সভাপতি শাজাহান খান বৈঠকে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম, নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



This post first appeared on Amr Bangla - 24/7 Online News Portal, please read the originial post: here

Share the post

রাজধানীর ১৩ খাল উদ্ধারে ওয়াসাকে নির্দেশ

×

Subscribe to Amr Bangla - 24/7 Online News Portal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×