Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

চেয়ার | নব প্রভাত | হরিদাস পাল | জানি না | কাছে দূরে | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

চেয়ার

- সুশান্ত সেন


ওই চেয়ারেই তিনি বসতেন
সারাদিন ধরে নানা সৃষ্টিশীল কাজে রত থাকতেন
গ্রাফিক ডিজাইনও
মুগ্ধ হয়ে পড়তাম তাঁর কিশোর ও কল্পবিজ্ঞানের কাহিনী 
সৃষ্টির অমোঘ বেদনায় মূর্ত হত
তুলির টান হাতের লেখা
ক্যামেরার জাদু।
এখনও সেই চেয়ার টি বাতাসে দোল খাচ্ছে
আগন্তুক এর অপেক্ষায়,
যেন তিনি তিরিশ বছর নানা দেশে দেশে কাটিয়ে
ফিরে আসবেন,
মৃদু হাসি হেসে বসবেন, 
বলবেন - কূপমণ্ডূক হয়ে থেকো না।

নব প্রভাত

- সুশান্ত সেন


নব - প্রভাতে জাগিয়া উঠিলাম  
দেখিলাম অনন্ত আকাশে
অগণিত আলোকিত মহাজাগতিক বস্তু
ভীম বেগে চক্রাকারে ছুটিয়া চলিতেছে 
অপরিমিত সেই বেগ
ঘূর্ণনে ঘূর্ণনে গ্যাস পিণ্ড বা বস্তু পিণ্ড হইতে
কিছু কিছু গ্যাস বা বস্তু পিণ্ড
ছিটকাইয়া ছিটকাইয়া পড়িতেছে
আপন মহিমায় ও তেজে
চারিপাশ নিনাদিত।
তারই মধ্যে
কোন জাদু মন্ত্র বলে
ক্ষুদ্রাতিক্ষুদ্র এই মানুষ 
বিদ্যমান ?
এই ভাবনায় বেশ শিহরিত হয়ে উঠলাম।

হরিদাস পাল

- সুশান্ত সেন


হরিদাস পাল বলে শোন রে রাখাল
গাছ থেকে পড়লো কি দুটো পাকা তাল ?
তাহলে কিনবো কি দু লিটার দুধ
তার সাথে মেলাবো কি কামিনী র খুদ
তাল ক্ষীর খেলে পরে দিল হবে খুশ
সারা ঘর গন্ধেতে হবে ভূস ভূস।
তার সাথে বানাবে কি ছোট ছোট বড়া
পারিনা থাকতে আর নিয়ে এস ত্বরা।
হরিদের উঠানেতে সারাটা বিকাল
এসে বসে তাল ছানে সুবোধ রাখাল ।

জানি না

- সুশান্ত সেন


আমি জানি না 
আমি কি করতে চেয়েছিলাম
আমি জানি 
একটা যাঁতাকলে জুতে গিয়ে
বেঁচে থাকার জন্য বা শুধু অস্তিত্বের তাড়নায়
বা সামাজিক দায়িত্ব বোধ নিয়ে
সকালে সন্ধ্যায় ছুটে বেড়ালাম।
আমি সবুজ ঘাস চিনি নি
হলদে রোদ্দুর বা জলহারা মেঘ দেখিনি
কেবল হাতে হাত রেখেছিলাম
যুদ্ধক্ষেত্রে।
গানের সুরে সুরে একদিন দেখি
যুদ্ধক্ষেত্রে আমি একা 
আমার হাতে নতুন রকম
তীর ও ধনুক,
বার বার তারা আমাকে ডাকে
মন্ত্রমুগ্ধ আমি এগিয়ে চলেছি
চারপাশে তীর ছুঁড়তে ছুঁড়তে।
আমি জানি না আমি করতে চেয়েছিলাম।

কাছে দূরে

- সুশান্ত সেন


যখন কাছে থাকে 
তখন অন্য কাজে মেতে থাকি
যেন সেই কাজ গুলো না করলেই নয় ,
সময় দিই না তাকে।
এখন যখন দূরে
মনে হয় কত কথা বলা হল না,
এখন মেঘদূত কোথায়
বলে আক্ষেপ করি না।
কারণ জানি
হোয়াটস-অ্যাপে যখন ইচ্ছা
কথা বলতে পারি।
খালি বুকে টেনে নিতে
বা জড়িয়ে ধরতে পারি না ।


চেয়ার | নব প্রভাত | হরিদাস পাল | জানি না | কাছে দূরে | অফিস চেয়ার | চেয়ার কাঠের | চেয়ার এর ছবি | দোকানের চেয়ার | প্লাস্টিকের চেয়ার | অফিস চেয়ার | ইজি চেয়ার | বস চেয়ার | ডাইনিং চেয়ার | চেয়ার কিনুন ৬০০ টাকায় | ডেক চেয়ার ডবল ফোল্ডিং | চেয়ার ডিজাইন | জাগো নতুন প্রভাত জাগো | জীবনে তব প্রভাত এল | হরিদাস পাল কে ছিলেন | কে তুমি হরিদাস পাল | হরিদাস পাল ও তার উত্তরসূরীরা | উনি কোন হরিদাস পাল | জানি না লিরিক্স | আমি জানি না | জানি না জানি না কেন এমন হয় | বন্ধু জানি না তুমি কেমন আছো | জানি না সে হৃদয়ে কখন এসেছে | এই সুরে কাছে দূরে | কাছে-দূরে ভ্রমণে | কাছে এসো আরো কাছে | দূরে থেকেও কাছে আছি | কাছে কিবা দূরে | আজ এই দিনটাকে | কাছে দূরে ল্যাম্পপোস্ট | কাছে - দূরে দুয়ার্স | কবিতাগুচ্ছ | বাংলা কবিতা | সেরা বাংলা কবিতা ২০২২ | কবিতাসমগ্র ২০২২ | বাংলার লেখক | কবি ও কবিতা | শব্দদ্বীপের কবি | শব্দদ্বীপের লেখক | শব্দদ্বীপ | বাংলা ম্যাগাজিন | ম্যাগাজিন পত্রিকা | শব্দদ্বীপ ম্যাগাজিন


Watch The Chair | Office Chair Yoga | Elo Nobo Provat | Naba Prabhat | Naba Anande Jago | naba prabhat orphanage | About Haridas Pal | Jani Na | Janina Keno Ta Janina Lyrics | Ami jani na kobita | Jao Jani Na Lyrics | Listen Kachhe Dure | Ei Kache Ei Dure Lyrics | Bengali Poetry | Bangla kobita | Kabitaguccha 2022 | Poetry Collection | Book Fair 2022 | Bengali Poem | Shabdodweep Writer | Shabdodweep | Poet | Story | Galpoguccha | Galpo | Bangla Galpo | Bengali Story | Bengali Article | Bangla Prabandha | Probondho | Definite Article | Article Writer | Short Article | Long Article | Article 2022


সুশান্ত সেন | Susanta Sen


ভালোবাসা | পাকেচক্রে | হামাগুড়ি | অংকন | গঞ্জনা | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

বলুক | মনের কথা | নদী | যদি | তুমি | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

চিচিং - ফাঁক | বাড়ি | কলাগাছ | পথ | কামিজ ও প্যান্ট | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

তুমি যে বিচিত্র রূপা | শিকড়ের খোঁজে | অনন্য পৃথিবী | নিকষ আঁধার | ধূসর প্রৌঢ় বেলা | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

প্রতিজ্ঞা | নিয়ম | খুকীর বলা | কলম | কলম নায়ক | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022


This post first appeared on Shabdodweep Web Magazine, please read the originial post: here

Share the post

চেয়ার | নব প্রভাত | হরিদাস পাল | জানি না | কাছে দূরে | কবিতাগুচ্ছ ২০২২ | Poetry 2022

×

Subscribe to Shabdodweep Web Magazine

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×