Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব – ১

Tags: agravebrvbar

১।প্রশ্ন: ভিয়েতনাম কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে?
ক. ব্রিটেন
খ. স্পেন
গ. ফ্রান্স
ঘ. পর্তুগাল
উত্তর: গ. ফ্রান্স

২।প্রশ্ন: ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
ক. ইন্দিরা গান্ধী
খ. সোনিয়া গান্ধী
গ. নির্মলা সীতারাম
ঘ. প্রতিভা পাতিল
উত্তর: ক. ইন্দিরা গান্ধী

৩।প্রশ্ন: বর্তমান বিশ্বের দ্রুততম মানব কে?
ক. আসাফা পাওয়েল
খ. জাস্টিন গ্যাটলিন
গ. উসাইন বোল্ট
ঘ. মরিস গ্রিন
উত্তর: গ. উসাইন বোল্ট

৪।প্রশ্ন: মার্কিন সিনেটরদের মেয়াদ কত বছর?
ক. ৪ বছর
খ. ৩ বছর
গ. ৫ বছর
ঘ. ৬ বছর
উত্তর: ঘ. ৬ বছর

৫।প্রশ্ন: বিশ্ব প্রাণী দিবস হচ্ছে? ক. ৪ অক্টোবর
খ. ২৩ অক্টোবর
গ. ২৯ জুন
ঘ. ১১ ফেব্রুয়ারি
উত্তর: ক. ৪ অক্টোবর

৬।প্রশ্ন: চাঁদে অবতরণ করা চীনা মনুষ্যবীহিন মহাকাশযানের নাম-
ক. Chang’e 4
খ. Change 2
গ. Changu 4
ঘ. Changu’e 3
উত্তর: ক. Chang’e 4

৭।প্রশ্ন: ‘দুনিয়ার মজদুর এক হও’ উক্তিটির প্রবক্তা-
ক. মাও সে তুং
খ. ভ্লিাদিমির লেনিন
গ. নেলসন ম্যান্ডেলা
ঘ. কার্ল মার্ক্স
উত্তর: ঘ. কার্ল মার্ক্স

৮।প্রশ্ন: পে-পাল কোন দেশ ভিত্তিক সংগঠন?
ক. বেলজিয়াম
খ. নেদারল্যান্ড
গ. যুক্তরাজ্য
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র

৯।প্রশ্ন: “আজমান” শহরটি কোন দেশে অবস্থিত?
ক. সৌদি আরব
খ. বাহরাইন
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. ওমান
উত্তর: গ. সংযুক্ত আরব আমিরাত

১০।প্রশ্ন: থাড(THAAD) কি?
ক. খেলোয়াড়দের সংগঠন
খ. একটি জনপ্রিয় ম্যাগাজিন
গ. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
ঘ. একটি বিনোদন কেন্দ্র
উত্তর: গ. ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা

১১।প্রশ্ন: OPEC এর সদর দপ্তর কোথায়?
ক. প্যারিসে
খ. লন্ডনে
গ. রিয়াদ
ঘ. ভিয়েনায়
উত্তর: ঘ. ভিয়েনায়

১২।প্রশ্ন: নিম্নের কে সক্রেটিসের শিক্ষক ছিলেন?
ক. প্লেটো
খ. এরিস্টটল
গ. আলেকজান্ডার
ঘ. এদের কেও নন
উত্তর: ঘ. এদের কেও নন

১৩।প্রশ্ন: ‘মুজিব’ নামক উপন্যাসটি কোন ভাষায় প্রকাশিত হয়?
ক. ফরাসি
খ. জাপানিজ
গ. স্প্যানিশ
ঘ. হিন্দি
উত্তর: খ. জাপানিজ

১৪।প্রশ্ন: জাতিসংঘ মানবাধিকার পরিষদটি কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ২০০১ সালে
ঘ. ২০০৬ সালে
উত্তর: ঘ. ২০০৬ সালে

১৫।প্রশ্ন: রুয়ান্ডা গনহত্যা পরিচালিত হয় কোন সনে?
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯১ সালে
গ. ১৯৯৪ সালে
ঘ. ১৯৯৭ সালে
উত্তর: গ. ১৯৯৪ সালে

১৬।প্রশ্ন: সিরিয়ায় আরব বসন্ত শুরু হয়-
ক. ২০১০ সালে
খ. ২০১১ সালে
গ. ২০১২ সালে
ঘ. ২০১৩ সালে
উত্তর: খ. ২০১১ সালে

১৭।প্রশ্ন: মুসলিম ব্রাদারহুডের মতাদর্শ অনুসরণকারী-
ক. হিজবুল্লাহ্
খ. হুথি
গ. আল নুসরা
ঘ. হামাস
উত্তর: ঘ. হামাস

১৮।প্রশ্ন: আধুনিক ভূ-রাজনীতির জনক কে?
ক. গডফ্রে
খ. রুডলফ কেজিলেন
গ. থুকিদিস
ঘ. পামফ্রে
উত্তর: খ. রুডলফ কেজিলেন

১৯।প্রশ্ন: “নরম্যান্ডি” কোনদেশের ভূখন্ড?
ক. জার্মানি
খ. ইংল্যান্ড
গ. ফ্রান্স
ঘ. ইতালি
উত্তর: গ. ফ্রান্স

২০।প্রশ্ন: “এ পৃথিবী আমার” এটি কোন সংস্থার মূলমন্ত্র?
ক. জাতিসংঘ
খ. জাতিপুঞ্জ
গ. ইউরোপীয় ইউনিয়ন
ঘ. সার্ক
উত্তর: ক. জাতিসংঘ

২১।প্রশ্ন: চীন ও রাশিয়ার মর্ধবর্তী দেশটির নাম কী ?
ক. মঙ্গোলিয়া
খ. তাইওয়ান
গ. জাপান
ঘ. উত্তর কোরিয়া
উত্তর: ক. মঙ্গোলিয়া

২২।প্রশ্ন: বিশ্বের সবচেয়ে বড় গনতান্ত্রিক দেশ কোনটি?
ক. চীন
খ. যুক্তরাষ্ট্র
গ. ভারত
ঘ. রাশিয়া
উত্তর: গ. ভারত

২৩।প্রশ্ন: সম্রাজ্যবাদের উদ্ভব হয় কবে?
ক. বিংশ শতাব্দীর প্রথমার্ধে
খ. বিংশ শতাব্দীর শেষার্ধে
গ. উনিশ শতকের প্রথমার্ধে
ঘ. অষ্টাদশ শতাব্দীতে
উত্তর: ক. বিংশ শতাব্দীর প্রথমার্ধে

২৪।প্রশ্ন: ‘ নিয়ন্ত্রণ রেখা’ কোন দুই দেশের মধ্যে অবস্থিত?
ক. ইসরাইল-ফিলিস্তিন
খ. উত্তর ও দক্ষিণ কেরিয়া
গ. ভারত-পাকিস্তান
ঘ. জার্মানী-ফ্রান্স
উত্তর: গ. ভারত-পাকিস্তান

২৫।প্রশ্ন: নিম্নের কোনটি চীন ও ভিয়েতনামের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ?
ক. সেনকাকু দ্বীপ
খ. দিয়াউ দ্বীপ
গ. স্প্রাটলি দ্বীপপুঞ্জ
ঘ. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
উত্তর: গ. স্প্রাটলি দ্বীপপুঞ্জ

২৬।প্রশ্ন: জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে ?
ক. বিসমার্ক
খ. ম্যাকিয়াভেলি
গ. এরিস্টটল
ঘ. প্লেটো
উত্তর: খ. ম্যাকিয়াভেলি

২৭।প্রশ্ন: রাশিয়ার পার্লামেন্টের নাম কী?
ক. ডুমা
খ. সিনেট
গ. ফেডারেল এসেম্বলি
ঘ. নেসেট
উত্তর: গ. ফেডারেল এসেম্বলি

২৮।প্রশ্ন: মিরাজ-২০০০ কোন দেশের যুদ্ধ বিমান?
ক. উত্তর কোরিয়া
খ. পাকিস্তান
গ. ইসরায়েল
ঘ. ভারত
উত্তর: ঘ. ভারত

২৯।প্রশ্ন: বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. ভিয়েনা
ঘ. রোম
উত্তর: ক. জেনেভা

৩০।প্রশ্ন: নতুন বিশ্ব ব্যবস্থা কী ?
ক. একমেরু বিশ্ব ব্যবস্থা
খ. দ্বিমেরে বিশ্ব ব্যবস্থা
গ. এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা
ঘ. বহুকেন্দ্রীক ব্যবস্থা
উত্তর: গ. এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা

সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলীর MCQ

১।প্রশ্ন: বিশ্ব খাদ্য কর্মসূচী সংস্থার সদর দপ্তর কোথায়?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. ভিয়েনা
ঘ. রোম
উত্তর: ঘ. রোম

২।প্রশ্ন: আটলান্টিক ওয়াল কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্রে
খ. জার্মানীতে
গ. ফ্রান্সে
ঘ. বেলজিয়ামে
উত্তর: গ. ফ্রান্সে

৩।প্রশ্ন: বিশ্বের প্রথম ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
ক. বার্লিনে
খ. রিওডিজেনেরিওতে
গ. জার্মানির বনে
ঘ. জেনেভায়
উত্তর: খ. রিওডিজেনেরিওতে

৪। প্রশ্ন: ইউরো জোন কতটি দেশের সমন্বয়ে গঠিত?
ক. ১৭ টি
খ. ১৯টি
গ. ২৫টি
ঘ. ২৮টি
উত্তর: খ. ১৯টি

৫। প্রশ্ন: বার্লিন সংকটের সৃষ্টি হয় কোন সালে?
ক. ১৯৬১ সালে
খ. ১৯৬২ সালে
গ. ১৯৬০ সালে
ঘ. ১৯৫৮ সালে
উত্তর: ঘ. ১৯৫৮ সালে

৬। প্রশ্ন: বিশ্ব আবহাওয়া অফিসের সদর দপ্তর কোথায়?
ক. রোম
খ. ভিয়েনা
গ. জেনেভা
ঘ. লন্ডন
উত্তর: গ. জেনেভা

৭। প্রশ্ন: সিডনি লজ অবস্থিত কোন দেশে?
ক. অস্ট্রেলিয়া
খ. ইংল্যান্ড
গ. আমেরিকা
ঘ. স্কটল্যান্ড
উত্তর: ঘ. স্কটল্যান্ড

৮। প্রশ্ন: “আল নুসরা” কোন দেশের গেরিলা সংস্থা ?
ক. ইরান
খ. ইরাক
গ. সিরিয়া
ঘ. আফগানিস্তান
উত্তর: গ. সিরিয়া

৯। প্রশ্ন: বিশ্বব্যাংক আনুষ্ঠানিকভাবে কার্যক্রম চালু করে কবে?
ক. ১৯৪৪ সালে
খ. ১৯৪৫ সালে
গ. ১৯৪৬ সালে
ঘ. ১৯৪৭সালে
উত্তর: গ. ১৯৪৬ সালে

১০। প্রশ্ন: প্রথম বিশ্বযুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন?
ক. হ্যারি এস ট্রুম্যান
খ. ড. উড্রো উইলসন
গ. রুজভেল্ট
ঘ. আইজেন হাওয়ার
উত্তর: ঘ. আইজেন হাওয়ার

১১। প্রশ্ন: মিশর ও ইসরাইলের মধ্যে ক্যাম্প ডেভিট চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
ক. ১৯৯৩ সালে
খ. ১৯৭৫ সাল
গ. ১৯৭৮ সালে
ঘ. ১৯৭৯ সালে
উত্তর: গ. ১৯৭৮ সালে

১২। প্রশ্ন: আন্তর্জাতিক অভিবাসী সংস্থা(IOM) এর সদর দপ্তর কোথায়?
ক. লন্ডন
খ. জেনেভা
গ. রোম
ঘ. বার্ন
উত্তর: খ. জেনেভা

১৩। প্রশ্ন: ত্রি ভূবন কোন দেশের বিমান বন্দর?
ক. ভারতে
খ. নেপালে
গ. থাইল্যান্ডে
ঘ. চীনে
উত্তর: খ. নেপালে

১৪। প্রশ্ন: UNHCR এর সদর দপ্তর কোথায়?
ক. নিউইয়র্ক
খ. লন্ডন
গ. জেনেভা
ঘ. মাদ্রিদ
উত্তর: গ. জেনেভা

১৫। প্রশ্ন: বাংলাদেশ সর্বশেষ কোন দেশকে স্বীকৃতি দেয়?
ক. ফিলিস্তিনকে
খ. কসোভোকে
গ. দক্ষিণ সুদানকে
ঘ. পূর্ব তিমুরকে
উত্তর: খ. কসোভোকে

১৬। প্রশ্ন: কেসিএনএ কোন দেশের সংবাদ সংস্থা?
ক. কিউবার
খ. সিল্যান্ডের
গ. ইসরায়েলের
ঘ. উত্তর কোরিয়ার
উত্তর: ঘ. উত্তর কোরিয়ার

১৭। প্রশ্ন: কত সালে জার্মানী বিভক্ত হয়?
ক. ১০৪৫ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে
উত্তর: ঘ. ১৯৪৯ সালে

১৮। প্রশ্ন: ওয়াল্ড ওয়াচ কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭১ সালে
খ. ১৯৭২ সালে
গ. ১৯৭৪ সালে
ঘ. ১৯৭৮ সালে
উত্তর: গ. ১৯৭৪ সালে

১৯। প্রশ্ন: কোন জলপথ নিয়ে ইরাক-ইরানের মধ্যে যুদ্ধ হয়?
ক. শাত-ইল-আরব
খ. হরমুজ প্রনালি
গ. পারস্য উপসাগর
ঘ. ওমান উপসাগর
উত্তর: ক. শাত-ইল-আরব

২০। প্রশ্ন: বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
ক. ইরান
খ. আফগানিস্তান
গ. পাকিস্তান
ঘ. মায়ানমার
উত্তর: খ. আফগানিস্তান

২১। প্রশ্ন: বহুল আলোচিত ‘গুয়াম’ দ্বীপটি কোন মহাসাগরের একটি দ্বীপ ?
ক. প্রশান্ত মহাসাগর
খ. ভারত মহাসাগরে
গ. আটলান্টিক মহাসাগরে
ঘ. উত্তর মহাসাগরে
উত্তর: ক. প্রশান্ত মহাসাগর

২২। প্রশ্ন: দক্ষিন আফ্রিকার আইনসভা সংক্রান্ত রাজধানীর নাম কি?
ক. প্রিটোরিয়া
খ. কেপটাউন
গ. জোহান্সবার্গ
ঘ. ব্লোয়েম ফোনটেইন
উত্তর: খ. কেপটাউন

২৩। প্রশ্ন: স্ক্যান্ডিনেভীয় উপদ্বীপ কোন দুটি দেশ নিয়ে গঠিত?
ক. সুইডেন ও যুক্তরাজ্য
খ. নরওয়ে ও যুক্তরাজ্য
গ. নরওয়ে ও সুইডেন
ঘ. নরওয়ে ও জার্মানি
উত্তর: গ. নরওয়ে ও সুইডেন

২৪। প্রশ্ন: ইনন পরিকল্পনা কোন দেশ কর্তৃক প্রনীত হয়?
ক. চীন
খ. ইসরাইল
গ. আমেরিকা
ঘ. ভ্যাটিকান সিটি
উত্তর: খ. ইসরাইল

২৫। প্রশ্ন: কুখ্যাত কারাগার ‘ইনসেন’ কোথায় অবস্থিত?
ক. মায়ানমার
খ. ইরাক
গ. সিরিয়া
ঘ. লিবিয়া
উত্তর: ক. মায়ানমার

২৬। প্রশ্ন: পশ্চিম ইউরোপে ট্রুম্যান ডকট্রিন কবে ঘোষণা করা হয়?
ক. ১৯৪৬ সালে
খ. ১৯৪৭ সালে
গ. ১৯৪৮ সালে
ঘ. ১৯৪৯ সালে
উত্তর: খ. ১৯৪৭ সালে

২৭। প্রশ্ন: সৌদি আরব সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
ক.আব্দুল আজিজ বিন সৌদ
খ.বাদশাহ বিন ফয়সাল
গ.বাদশাহ সোলায়মান
ঘ.উমর আবুল আজিজ
উত্তর: ক.আব্দুল আজিজ বিন সৌদ

২৮। প্রশ্ন: জাতিংঘে কত সালে অভিবাসী নীতিটির খসড়া স্বাক্ষরিত হয়?
ক. ২০১৬সালে
খ. ২০১৭সালে
গ. ২০১৮সালে
ঘ. ২০১৫সালে
উত্তর: খ. ২০১৭সালে

২৯। প্রশ্ন: ২০১৮ সালে One Planet Summit অনুষ্ঠিত হয় কোন দেশে?
ক. ফ্রান্সে
খ. নেদারল্যান্ডসে
গ. পোল্যান্ডে
ঘ. পর্তুগালে
উত্তর: ক. ফ্রান্সে

৩০। প্রশ্ন: দ্বিতীয় ক্রিমিয়া যুদ্ধ হয় কত সালে?
ক. ২০১৩সালে
খ. ২০১৪সালে
গ. ২০১৫সালে
ঘ. ২০১৬সালে
উত্তর: খ. ২০১৪সালে

৩১। প্রশ্ন: চীনের উইঘুর সম্প্রদায় কোন বংশের?
ক. হুন
খ. মরো
গ. জিনজিং
ঘ. তুর্কি
উত্তর: ঘ. তুর্কি

৩২। প্রশ্ন: হাম্বানাতোতা বন্দরটি কোন সাগরের তীরে?
ক. ভারত মহাসাগর
খ. বঙ্গোপসাগর
গ. আরব সাগর
ঘ. মান্নার উপসাগর
উত্তর: ক. ভারত মহাসাগর

৩৩। প্রশ্ন: কোন দেশটি বলকান স্টেটের অন্তর্ভুক্ত নয়?
ক. আলবেনিয়া
খ. সার্বিয়া
গ. হাঙ্গেরি
ঘ. লাটভিয়া
উত্তর: ঘ. লাটভিয়া

৩৪। প্রশ্ন: কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান?
ক. সাধারন পরিষদ
খ. নিরাপত্তা পরিষদ
গ. অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
ঘ. অছি পরিষদ
উত্তর: খ. নিরাপত্তা পরিষদ

৩৫। প্রশ্ন: “What Happened” গ্রন্থের রচয়িতা?
ক. হিলারি ক্লিনটন
খ. অং সান সুচি
গ. বারাক ওবামা
ঘ. ফ্রান্সিস ফুকুয়ামা
উত্তর: ক. হিলারি ক্লিনটন

৩৬।প্রশ্ন: আইফেল টাওয়ারের স্থপতি কে?
ক. গুস্তাব আইফেল
খ. বরিস পেস্তারনেক
গ. বার্থোলডি
ঘ. স্টিফেন সোভেস্ট্রে
উত্তম: ঘ. স্টিফেন সোভেস্ট্রে

৩৭।প্রশ্ন: ICAN কোন ধরনের সংস্থা?
ক. পরিবেশ সংস্থা
খ. স্বেচ্ছাসেবি সংস্থা
গ. মানবাধিকার সংস্থা
ঘ. পরমাণু অস্ত্র বিরোধী জোট
উত্তর: ক. পরিবেশ সংস্থা

৩৮।প্রশ্ন: মালয়েশিয়ায় ‘তুন’ খেতাবটি কী ধরনের?
ক. সর্বোচ্চ মানবাধিকার খেতাব
খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য
গ. সর্বোচ্চ সাহিত্য পুরস্কার
ঘ. সম্মানসূচক খেতাব
উত্তর: খ. অবসরপ্রাপ্ত প্রধানমন্ত্রীদের জন্য

৩৯।প্রশ্ন: ইসরাইল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা কে?
ক. আর্থার বেলফোর
খ. মোনাটেম বেগন
গ. থিওডোর হার্জেল
ঘ. ব্যারন এডমন্ড
উত্তর: গ. থিওডোর হার্জেল

৪০।প্রশ্ন: PESCO কোন ধরনের সংগঠন?
ক. অর্থনৈতিক জোট
খ. রাজনৈতিক জোট
গ. প্রতিরক্ষা জোট
ঘ. সামরিক জোট
উত্তর: গ. প্রতিরক্ষা জোট

সাধারণ জ্ঞান – আন্তর্জাতিক বিষয়াবলী
✬ ডেনমার্ক এর জাতীয় পতাকার নাম – ডেনব্রুগ।

✬ সর্বপ্রথম যে দেশ পতাকার প্রচলন করে – ডেনমার্ক।

✬ পৃথিবীর বৃহত্তম গভীরতম মহাসাগর – প্রশান্ত মহাসাগর ।

✬ পোল্যান্ড এর পার্লামেন্ট – সীম।

✬ জাপান ও রাশিয়ার মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপ – কুড়িল দ্বীপপুঞ্জ।

✬ রাশিয়ার সম্রাটদের বলা হতো- জার।

✬ রাশিয়ার প্রথম সম্রাট ছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ এশিয়ার দীর্ঘতম নদী – ইয়াংসিকিয়াং।

✬ সুমেরীয়দের ধর্ম মন্দির – জিগুরাত।

✬ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ – চীন।

✬ পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তু – হীরা।

✬ রাশিয়ার যে সম্রাট দাড়ির উপর কর বসিয়েছিলেন – পিটার দ্য গ্রেট।

✬ পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর – জেরিকো।

✬ ‘হেল বপ’ ধূমকেতু আবিষ্কার হয় – ১৯৯৫ সালে।

✬ ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ হিসেবে পরিচিত – ফ্লোরেন্স নাইটিংগেল।

✬ ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি যে যুদ্ধে জড়িত – ক্রিমিয়ার যুদ্ধ।

✬ এশিয়ার ক্ষুদ্রতম দেশ – মালদ্বীপ।

✬ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট – জর্জ ওয়াশিংটন।।

✬ লেনিনের নেতৃত্বে রুশ বিপ্লব সংঘটিত হয় – ১৯১৭ সালে।

✬ ভূমধ্যসাগরীয় দেশ – আলজেরিয়া।

✬ অক্টোবর বিপ্লব / বলশেভিক বিপ্লব যে দেশে সংঘটিত হয় – রাশিয়া।

✬ পৃথিবীর সবচেয়ে পুরাতন কীর্তিস্তম্ভ – পিরামিড।

✬ অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন – লেলিন।

✬ বিশ্বের সবচেয়ে সরু দেশ – চিলি।

✬ CIS এর সদরদপ্তর – মিনস্ক, বেলারুশ।

✬ নিউজিল্যান্ডের রাজধানী – ওয়েলিংটন।

✬ ‘Imperialism, the Highest Stage of Capitalism ‘ রচনা করেছেন – লেলিন।

✬ যে নেতার মরদেহ এখনো জাদুঘরে সংরক্ষণ করা আছে – লেলিন।

✬ ইরাকের প্রাচীন নাম – মেসোপটেমিয়া।

✬ লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম – সেন্ট পিটার্সবার্গ।

✬ জাপানের সবচেয়ে বড় দ্বীপ – হনসু।

✬ ‘জুলিয়াস সিজার’ বিখ্যাত ছিলেন – রোমান সম্রাট হিসাবে।

✬ হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড।

✬ পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ- রাশিয়া ( সোভিয়েত ইউনিয়ন)।

✬ ‘জুলু’ উপজাতি বাস করে – দক্ষিণ আফ্রিকায়।

✬ গ্লাসনস্ত অর্থ – খোলামেলা আলোচনা।

✬ “ওয়েস্ট ইন্ডিজ” নামকরণ করেন – ক্রিস্টোফার কলম্বাস।

✬ সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে – রাশিয়া।

✬ পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক – রাশিয়া।

✬ ‘কনফুসিয়াস’ ছিলেন – চীনা দার্শনিক।

✬ ব্যাকরণ চর্চার আদিভূমি কোন দেশ – গ্রিস।

✬ সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে রাষ্ট্র হয়েছিলো – ১৫ টি।

✬ আনুষ্ঠানিকভাবে সোভিয়েত ইউনিয়ন বিলুপ্ত করা হয় – ১৯৯১ সালে।

✬ CIS এর সদস্য – ১১টি।

✬ ককেশাস অঞ্চলে অবস্থিত – ইউরোপে।

✬ স্টেট ডুমা যে দেশের আইনসভা – রাশিয়া।

✬ রাশিয়ার পূর্বাঞ্চল সর্ববৃহৎ শহর – ভ্লাদিভস্টক।

✬ পারসিক ধর্মের প্রবর্তক – জরথ্রুস্ট।

✬ সবচেয়ে বেশি পামওয়েল উৎপন্ন হয় – মালয়েশিয়া।

✬ জাপান সাগরের তীরে রুশ বন্দর ও নৌঘাঁটি – ভ্লাদিভোস্টক।

✬ আয়তনে পৃথিবীর ছোট দেশ – ভ্যাটিকান।

✬ যে দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত – রাশিয়া।

✬ ‘অরেঞ্জ বিপ্লব” সংঘটিত হয় – ইউক্রেনে।

✬ বিশ্বের প্রথম ব্যাংক প্রতিষ্টিত হয় – চীন।

✬ পৃথিবীর প্রশস্ততম নদী – আমাজন।

✬ পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন – স্পেনে।

✬ সুইজারল্যান্ড এর প্রাচীন নাম – হেলভেটিয়া।

✬ ফ্যাসিজমের প্রবর্তক – বেনিটো মুসোলিনি।

✬ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী – তুরস্কে।

✬ ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে – পেরুতে।

✬ ইটালির আইনসভার নাম- পার্লামেন্ট।

✬ বিশ্বের মানচিত্রে যে দেশকে ‘লং সু’ মনে হয় – ইটালি।

✬ আধুনিক জার্মানির জনক – অটোভন বিসমার্ক।

✬ ‘যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন। ” – এডলফ হিটলার।

✬ ইউরোপের সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ – আইসল্যান্ড।

✬ পৃথিবীর শ্রেষ্ঠতম দেয়ালচিত্র হলো – লাস্ট সাপার।

✬ নেলসন ম্যান্ডেলার ওপর নির্মিত সিনেমার নাম – দি হিউম্যান ফ্যাক্টর।

✬ পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য – গিলগামেস।

✬ আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) এর কার্যক্রম শুরু করে – ১৯৪৭ সালে।

✬ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম – গেস্টাপো।

✬ হিটলারের আত্মজীবনীগ্রন্থ – Mein Kampf।

✬ জার্মান ও ফ্রান্স সীমান্তরেখা – ম্যাজিনো লাইন।

✬ নীল নদের উৎপত্তি হয়েছে – ভিক্টোরিয়া হ্রদ।

✬ বার্লিন প্রাচীর তৈরি করা হয়- ১৯৬১ সালে।

✬ বার্লিন প



This post first appeared on Sotto Tv, please read the originial post: here

Share the post

সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক বিষয়াবলীর গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পর্ব – ১

×

Subscribe to Sotto Tv

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×