Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ইতালীয় সংস্থা 2023 সালের মধ্যে ভারতে নয়টি অত্যাধুনিক বাইক লঞ্চ করার পরিকল্পনা ঘোষণা করেছে, দাম জানুন

বিখ্যাত ইতালিয়ান সুপারবাইক নির্মাতা প্রতিষ্ঠান ডুকাটি গত কয়েক দশক ধরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা করে আসছে। প্রতি বছর এই সংস্থাটি ভারতে নিজের জায়গা তৈরি করতে নতুন চমক নিয়ে আসে। গত বছরের মতো এই নতুন বছরেও তারা ভারতীয়দের উপহার হিসেবে অনেক সুপারবাইক আনতে চলেছে। এ বছর তারা দেশে নতুন ৯টি মোটরসাইকেল আনতে যাচ্ছে। 2টি নতুন শোরুমও চালু করা হবে। এই দুটি নতুন শোরুম যথাক্রমে চণ্ডীগড় এবং আহমেদাবাদে উদ্বোধন করা হবে।

ডুকাটি লঞ্চ হতে চলেছে নতুন সুপার বাইকের তালিকায় অনেক পরিচিত নাম উঠে এসেছে। যেমন- Panigale V4 R, Monster SP, Diavel V4, Streetfighter V4 SP2, Multistrada V4 Rally, Scrambler Icon 2G, Scrambler Full Throttle 2G, Scrambler Nightshift 2G এবং Streetfighter V4 Lamborghini। এই মডেলগুলির বেশিরভাগই ইতিমধ্যে বিদেশী রাস্তায় আঘাত করছে।

ডেজার্টএক্স মডেলের ডেলিভারি, যা গত বছর শুরু হয়েছিল, শীঘ্রই শুরু হতে চলেছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। এর বাইরে আরেকটি সুপারবাইক – মনস্টার এসপি এই বছরের দ্বিতীয়ার্ধে ভারতের মাটিতে আঘাত হানতে চলেছে। এর দাম 15,95,000 টাকা। Panigale V4R বাইক লঞ্চের কয়েক দিনের মধ্যেই পৌঁছে যাবে। এর এক্স-শোরুম দাম হবে প্রায় 69,99,000 টাকা।

এখানেই শেষ নয়, 2023 সালের তৃতীয় প্রান্তিকে বাজারকে চমকে দিতে চলেছে Ducati’s Street Fighter V4 SP2। এর বাজার মূল্য হবে 35,33,00 টাকা। এর পরে আমরা Diavel V4 বাইক দেখতে পাব। এর দাম হবে 25,91,000 টাকা (এক্স-শোরুম)। Ducati এই বছরের শেষের দিকে মাল্টিস্ট্রাডা V4 র‌্যালি লঞ্চ করবে, এর পরে Ikon 2G, ফুল থ্রটল 2G এবং Nightshift 2G সহ Scrambler 2G রেঞ্জ। আর অবশেষে ভারতের বাজারে প্রবেশ করতে চলেছে Streetfighter V4 Lamborghini।

তালিকাভুক্ত Multistrada V4 Rally মডেলটি 29,72,000 টাকায় (এক্স-শোরুম) পাওয়া যাবে। এছাড়াও রয়েছে স্ক্র্যাম্বলার আইকন 2G এর দাম 10,39,000 টাকা। এছাড়াও, এটি ফুল থ্রটল এবং নাইটশিফ্ট ভেরিয়েন্টে 12,00,000 টাকা মূল্যে পাওয়া যাবে। উল্লেখযোগ্যভাবে, Streetfighter V4 Lamborghini এই বছরের আসন্ন Ducati মডেলের তালিকায় সবচেয়ে দামী বাইক হতে চলেছে। প্রিমিয়াম ফিচার সহ এই বাইকের এক্স-শোরুম দাম হবে 72 লক্ষ টাকা।



This post first appeared on Sotto Tv, please read the originial post: here

Share the post

ইতালীয় সংস্থা 2023 সালের মধ্যে ভারতে নয়টি অত্যাধুনিক বাইক লঞ্চ করার পরিকল্পনা ঘোষণা করেছে, দাম জানুন

×

Subscribe to Sotto Tv

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×