Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

আসুন মার্ক জুকারবার্গ -কে গালি দেই ! আসুন?

Tags: internetorg
আমাকেই গালি দিতে মন চাচ্ছে শিরোনাম দেখে, তাই না ভায়া? জানি, মার্ক জুকারবার্গের জন্য আপনার দরদ উতলায় পড়তিছে। কিন্তু কোথায় থাকে ভাই আপনার এই দরদ যখন আপনি ফেসবুকের প্রতিষ্ঠাতা এবং আমাদের আইডল মার্ক জুকারবার্গের স্ট্যাটাসে কমেন্ট করেন? না ভাই, আমি মার্ক জুকারবার্গ -কে গালি দিতে পারব না। কারণ আমি বাঙালী। নূন্যতম বোধটুকু আমার আছে। সম্মান দিতে না পারি অন্তত অসম্মান করব না এমন একজন বিশ্ববিখ্যাত ব্যক্তিকে।


আপনারা এতক্ষণে বুঝে গেছেন আমি কোন টপিক টা নিয়ে বলতে যাচ্ছি। আপনারা যারা মার্ক জুকারবার্গ -কে অন্তত ফেসবুকে ফলো করেন, উনার স্ট্যাটাসকে লাইক দেন। তাঁরা অন্তত ভালোভাবেই অবগত আছেন নিউজটা নিয়ে। পুরোনো নিউজ। কিন্তু লিখতে মন চাইলো। ক্ষোভ জানাতে মন চাইলো। 

ভাই আপনি কে? আপনি একজন সাধারণ বাঙালী, একজন আমজনতা। এর চেয়ে বড় পরিচয় আপনার আছে? হতে পারেন আপনি বাংলাদেশের সাকিব আল হাসানের মতো বড় সেলিব্রেটি! এর চেয়ে বড় পরিচয় আছে? আছে ভাই? নাই নাই নাই। কিন্তু মার্ক জুকারবার্গ -কে? তাঁর পরিচয় কি দিতে হবে? সারাদিন খেয়ে না খেয়ে ফেসবুকিং করেন ফ্রিতে সেই ফেসবুকের প্রতিষ্ঠাতা। বিশ্বের আইটি জগতের অন্যতম ব্যক্তিত্ব। কোটি কোটি মানুষের আইডল। মিলিনিয়র, বিলিনিয়র। তরুণ সিইও। প্রভাবশালী ব্যক্তিত্ব। আর বেশী কিছু বলব না। এখন আপনি বলেন আপনি এই যেকোন এক পদবীর এক ভাগ যোগ্যও কিনা? একবার প্রশ্ন করুন অন্তত নিজেকে? অন্তত একবার? তাহলে কেন ভাই এই মার্ক জুকারবার্গ -কে তাঁর স্ট্যাটাসে যেয়ে নূন্যতম কারণ ছাড়াই গালাগালি করেন? কেন ভাই? করতেই পারেন আপনার অধিকার আছে! কিন্তু আমাদের লাগে কেন ভাই জানেন? আপনি আমাদের দেশের, আপনি বাঙালী, আপনি আমাদের গোত্রের। আপনি গালাগালি করেন গিয়া, পারলে মার্ক জুকারবার্গ -এর সাথে মারামারিও করেন। আমাদের আফসোস নাই। কিন্তু আপনার হাতে পায়ে পড়ি, বাঙালী বা বাংলাদেশী টাইটেল নিয়া উনাকে গালাগালি করবেন না। আপনার মানসিক সমস্যা আছে সেটা আমরা জানি কারণ ওই একটাই, আপনিও বাঙালী, আমিও বাঙালী। বিশ্ব দরবারের সাথে তুলনা করলে আপনি আমাদের পরিবারের একজন। গোটা পরিবারের একজনের, দুজনের জন্য কেন পুরো বংশের সম্মান নস্ট করব?

নিউজটা সম্ভবত প্রায় সবাই জানেন। আমিও জানতাম। কিন্তু আঙ্গুল দিয়ে নেড়ে চেড়ে দেখিনি। গতকাল গুগলে সার্চ করলাম Internet.org নিয়ে। যে কবে বাংলাদেশে আসবে ফেসবুকের এই অসাধারন উদ্যোগটা। প্রথমেই পেলাম মার্ক জুকারবার্গ -এর তিনটা স্ট্যাটাস। তার মধ্যে একটা স্ট্যাটাসের কমেন্টে চোখ দিতেই আবার সেই নিউজ চোখে ভাসছে। ভাসছে তো নয় যেন জ্বলজ্বল করছে। এতো দেখি আপনার আমার মতো বাঙালী। থুক্কু, বাঙালী বলতেও মুখে বাধছে। সত্যিই মুখে বাধছে। এদেরকে কুলাঙ্গার বাঙালী বলা ছাড়া আর কিছুই বলার নেই। যে পরিমাণ খারাপ কমেন্ট যে পরিমাণ অশ্লীল ভাষার গালি আমরা দিয়েছি সেখানে। সেটি দেখতেই লজ্জা লাগে। এমনকি এই পোস্টে স্ক্রিনশট দিতেও আমার বাধছে। তাই নিজ দায়িত্বে দেখে নিবেন। আমি লিংক দিচ্ছি। স্ট্যাটাস লিংক । আমি অশ্লীল কমেন্টগুলো বাদে দেওয়ার মতো কিছু কমেন্টের স্ক্রিনশট দিচ্ছি। দেখলেই বুঝবেন। আর বাকি উল্লেখ অযোগ্য কমেন্ট গুলো নিজ দায়িত্বে গিয়ে দেখে নিবেন।






মাত্র ৫ টা স্ক্রিনশট দিলাম মাত্র শুধু স্ক্রিনশট দিলাম। শুধু যারা বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না তাদের ধারণা দেবার জন্যই দিলাম। আর আগেই বলেছি এখানে মিডিয়াম গালি গুলাই শেয়ার করলাম। হাই ভোল্টেজের বাংলা গালি গুলা নিজ দায়িত্বে গিয়ে দেখবেন। এবার আসি মূল কথায়। মার্ক জুকারবার্গ এর প্রতিটা স্ট্যাটাসেই এরকম হাজার হাজার কুলাঙ্গার বাঙালী বাংলাদেশকে প্রেজেন্ট করে। আমি মাত্র একটি স্টাটাসের ৫ টা স্ক্রিনশট দিলাম। স্ট্যাটাসটা ছিল ফেসবুক যে ফ্রি ইন্টারনেট সেবা Internet.org প্রকল্প নিয়েছে সেটা নিয়ে। আর দেখুন হারামী বাঙালী কুলাঙ্গার করেছে কি কমেন্ট। ভাই রে আমাদেরকেও ফ্রি নেট সেবা দিতে বাংলাদেশে প্রকল্প চালু করার যথেষ্ট চেস্টা চালিয়ে যাচ্ছে মার্ক জুকারবার্গ। আর আমরা তাকে এগুলা কি বলছি? কি পরিমাণ মানসিক সমস্যা থাকলে আমরা এটা করতে পারি? এই নিচু বংশের জাতের মানুষগুলা যে কেন মার্ক জুকারবার্গ কে গালি দেয়। আমি চিন্তা করেও পাইনা। ভাই যদি বাংলাদেশ কে কটাক্ষ করে মার্ক জুকারবার্গ স্ট্যাটাস দিতো সেই স্ট্যাটাসেও যদি এমন কমেন্ট হতো তবুও ব্যপার টা অন্যরকম হতো। এই নিউজটা সবচেয়ে হাইলাইট হইছিল যখন মার্ক জুকারবার্গ তাঁর স্ত্রী সহ একটা ছবি দিয়েছিল ফেসবুকে। আর সেখানে কি পরিমাণ বিশ্রী কমেন্ট দিয়েছিল বাংলাদেশীরা বলার বাহিরে! এই আবাল গুলো কি ভাবে মার্ক জুকারবার্গ বাংলা বুঝেনা? আর জুকারবার্গ কমেন্ট গুলা দেখে না? যদি এমনই ভেবে থাকেন তাহলে নিচের স্ক্রিনশটা একটু লক্ষ্য করতে পারেন।


দেখলেন তো উপরের স্ক্রিনশটটা? স্বয়ং মার্ক জুকারবার্গ একজন বাংলাদেশীর কমেন্টে রিপ্লেই দিয়েছেন। এই ভাই বাংলাদেশেও ফ্রি ইন্টারনেট প্রকল্পটা চেয়েছেন এবং বাংলাদেশে মার্ক জুকারবার্গ কে আমন্ত্রন জানিয়েছেন। দেখুন চোখ মেলে দেখুন, স্বয়ং মার্ক জুকারবার্গ রিপ্লেই দিয়ে জানিয়েছেন তিনি বাংলাদেশে এই প্রকল্প আনতে চেস্টা করে যাচ্ছেন। বুঝলেন কিছু? তিনি ভালোভাবেই আমাদের কমেন্ট পর্যবেক্ষণ করবেন। ভাই আমার মাথায় একটা প্রশ্ন ঘোরে, আচ্ছা আপনি যদি ওই কমেন্টগুলা করে থাকেন তবে আপনাকেই প্রশ্ন করছি। মার্ক জুকারবার্গ কি আপনার ছোট বেলার দোস্ত ছিল নাকি উনার সাথে ব্যক্তিগত বিরোধ আছে। বিরোধ থাকলে আপনি মামলা করেন! আচ্ছা, বাসে একটি লেখা থাকে লাল কালি দিয়ে, "ভদ্রতাই বংশের পরিচয়"। এই শিক্ষাটা পাননি? বাস নাহয় আপনাকে সেই শিক্ষা হজম করাতে পারেনি। আপনার বাবা, মা এই শিক্ষা আপনাকে দেন নি। আমার দৃঢ় বিশ্বাস আপনার বাবা মা শিক্ষা দিয়েছেন। আপনি হজম করতে পারেন নি। কারণ আমরা জানি অনেকের হজম ক্ষমতা কম থাকে। 

আমার মুখ দিয়ে আসলেই আর কিছু বের হচ্ছেনা। সব উলটা পালটা করে ফেলছি। লেখা এখানেই শেষ করছি। তবে একটু কথা বলে যেতে চাচ্ছিলাম। যদি ঐ প্রকার কমেন্টের গর্বিত কেউ আমার এই লেখা পড়ে থাকেন। তবে আপনার জন্য একটা প্রশ্ন আছে। আপনিতো অভদ্র কুলাঙ্গার। কিন্তু আমি সেরকম খারাপ নই। তাই ভদ্রভাবেই আপনাকে প্রশ্ন করছি, "আপনি কেন এইসব গালাগালি করেছিলেন?" এই উত্তরটা আপনার মুখে শোনার খুব ইচ্ছে আমার। শুধু আমার না, অনেক বাঙালী জানতে চায় আপনার সেই মূল্যবান উত্তর। 

ভালো থাকবেন। নিজে অনেক বড় সেলিব্রেটি হয়ে থাকলে দয়া করে অন্য সেলিব্রেটিদেরও একটু সম্মান দেওয়া শিখবেন। এর মাধ্যমে আপনি প্রমান করবেন আপনি অনেক বড় সেলিব্রেটি। আমার এই কথাগুলো থেকে কিছু ফ্রি শিক্ষা নিলেও নিতে পারেন। তবে আমি সার্থক হবো। ধন্যবাদ।


This post first appeared on Blogger Maruf, please read the originial post: here

Share the post

আসুন মার্ক জুকারবার্গ -কে গালি দেই ! আসুন?

×

Subscribe to Blogger Maruf

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×