Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

গল্পে নতুন মোড়, ঈশার গর্ভে সৃজনের সন্তান! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব


 

পরকীয়া এবং কুটকচালির বাইরে গিয়ে একান্নবর্তী পরিবারের গল্প দেখিয়ে দর্শক মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ ধারাবাহিকের নায়িকা পর্ণার চরিত্রটি। আসলে পরিবারের দিকে কোনো বিপদ আসলেই যেভাবে তিনি ঝাপিয়ে পড়েন তা দেখেই মন ভালো হয়ে যায় দর্শকবৃন্দের। তবে বর্তমানে নায়িকাই পড়েছেন মহান সমস্যায়। স্বামী সৃজন তাঁকে ভুল বুঝে নিজের থেকে দূরে সরিয়ে রেখেছেন। যা কিছুতেই মেনে নিতে পারছেন না দত্ত পরিবারের পুত্রবধূ।



বিয়ে করে শ্বশুরবাড়ি আসার পর থেকেই সকলের মন জিতে নেওয়ার চেষ্টা করছেন পর্ণা। যদিও আজও তিনি ব্রাত্য শাশুড়ির ভালোবাসা থেকে। বর্তমানে আবার বেঁকে বসেছেন স্বামী। আসলে সৃজনের পাশে দাঁড়াতে ‘শাড়ির কথা’ ব্যবসা খুলে ছিলেন গল্পের নায়িকা। তবে বর্তমানে সকলেই জেনে গিয়েছেন বিপাশা বন্দ্যোপাধ্যায় বলে আদতে কেউ ছিলই না কখনো। এই সমস্তটাই করেছিলেন পর্ণা নিজেই।

আর এই সত্যিটা প্রকাশ্যে আসার পরেই স্ত্রীর প্রতি রাগ করে তাঁকে ব্যবসা থেকে সরিয়ে দিয়েছেন সৃজন। তাঁর বদলে ম্যানেজারের পদে আনা হয়েছে ঈশাকে। সে আবার পর্ণার সহপাঠী। যদিও বন্ধু নয়, কলেজ জীবনে একে অপরের শত্রু ছিলেন তারা। সে যখন থেকে জানতে পেরেছে এই শ্বশুরবাড়ি পর্ণার তখন থেকেই প্রতিশোধ নেওয়ার জ্বালায় জ্বলছেন তিনি। অন্যদিকে স্ত্রীকে আরও রাগিয়ে দিতে তাঁর দিকে ঘেঁষতে শুরু করেছেন সৃজন।

আর এসবের মাঝেই ঘটে গেল অন্য ঘটনা। হঠাৎ করেই অন্তঃসত্ত্বা ঈশা। তার গর্ভে রয়েছে সৃজনের সন্তান! যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে প্রকাশ্যে আনা হয়নি এমন প্রোমো। বরং একটি ইউটিউব চ্যানেলের তরফ থেকেই এই দৃশ্য এসেছে সর্ব সম্মুখে। আসলে সৃজনের মা কৃষ্ণা চাইছেন অবিলম্বে পর্ণাকে ডিভোর্স দিয়ে ঈশাকে বিয়ে করে নিক সৃজন। আর সে কারণেই দর্শকদের তরফ থেকে তোলা হল এমন দাবি। যদিও দর্শকদের এই দাবি আদৌ নির্মাতারা পূরণ করবেন কি না তা বলা সত্যিই মুশকিল। আগামীতে কী হয় তা জানতে হলে নজর রাখতেই হবে ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu) ধারাবাহিকের আসন্ন পর্ব গুলিতে।





This post first appeared on Indian Bangla Serial 59, please read the originial post: here

Share the post

গল্পে নতুন মোড়, ঈশার গর্ভে সৃজনের সন্তান! প্রকাশ্যে দুর্ধর্ষ পর্ব

×

Subscribe to Indian Bangla Serial 59

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×